আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (তৃতীয় পর্ব) – ইপিএনে কিভাবে ট্রাফিক মেথড অ্যাড করবেন?

আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (প্রথম পর্ব) - অ্যাকাউন্ট তৈরি

আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (দ্বিতীয় পর্ব) – অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক তৈরি

আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (তৃতীয় পর্ব) – ইপিএনে কিভাবে ট্রাফিক মেথড অ্যাড করবেন?

বিসমিল্লাহির রাহ-মানীর রাহিম।

"আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z" চেইন টিউনের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম।

প্রথমেই আমাদের Aliexpress Affiliate Helpline BD গ্রুপে জয়েন করে নিন।

গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে অ্যাফিলিয়েট লিংক এবং ডিপলিংক ক্রিয়েট করবেন।গত পর্বটি যদি দেখে না থাকেন তবে এখুনি দ্বিতীয় পর্বটি দেখে নিন। এখনও যদি ইপিএনে অ্যাকাউন্ট না করে থাকেন তবে এই লিংক থেকে অ্যাকাউন্ট করে নিন এবং প্রথম পর্বটি দেখুন।

গত পর্বটি পড়ে জেনে গেছেন কিভাবে অ্যাফিলিয়েট লিংক এবং ডিপলিংক ক্রিয়েট করতে হয়।যদি এখনও কোন কনফিউশান থাকে তবে এখুনি দ্বিতীয় পর্বটি দেখুন।

আজকের টিউনে দেখাবো -কিভাবে ইপিএনে ট্র্যাফিক মেথড অ্যাড করবেন?

কিভাবে ইপিএনে ট্র্যাফিক মেথড অ্যাড করবেন -

ইপিএনে "My Traffic Sources" নামে একটি অপশান আছে।যে ট্র্যাফিক মেথডে অ্যাফিলিয়েট লিংক প্রোমোট করতে চাচ্ছেন সেই ট্র্যাফিক মেথডের লিংকটি ইপিএনের এই অপশানটিতে অ্যাড করে দিতে হবে।আমার মনে হয় বিষয়টা বুঝতে পারেননি?আসুন একটু ক্লেয়ার করে বলি -

মনে করুন - আলিএক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট পছন্দ করলেন এবং সেটা প্রমোট করবেন।ম্যানুয়ালি সেই প্রোডাক্টির অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করলেন বা ওয়েবমাস্টার প্লাগিন দিয়ে ডিপ লিংক ক্রিয়েট করলেন।এখন এই লিংকটি কোন একটা ফেসবুক গ্রুপে প্রোমোট করতে চাইছেন।

আপনার লিংকটি যেই ফেসবুক গ্রুপে প্রোমোট করতে চাইছেন সেই ফেসবুক গ্রুপের লিংকটি কপি করে ইপিএনের "My Traffic Sources" অপশানে এসে "ADD TRAFFIC SOURCES" এ বসিয়ে দিতে হবে।

নিচের স্ক্রিনশর্টগুলো দেখুন আশা করি বুঝে যাবেন।

ইপিএন ড্যাশবোর্ডে গিয়ে "MY TRAFFIC SOURCES" এ ক্লিক করুন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -

আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট

তারপর নিচের স্ক্রিনশর্টের মত আসলে "ADD TRAFFIC SOURCE" এর উপর ক্লিক করুন।

aliexpress affiliate

"ADD TRAFFIC SOURCE" এর উপর ক্লিক করার পর নিচের স্ক্রিনশর্টের মত পেজ আসবে এবং এখানেই আপনার মূল কাজ-

aliexpress affiliate program

উপরের স্ক্রিনশর্টটি ভালোভাবে লক্ষ্য করুন।এখানে লাল রঙ দিয়ে ঘেরা অংশটুকুতে আপনার ট্র্যাফিক মেথড অ্যাড করতে হবে।যদি আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার লিংক প্রমোট করতে চান তবে এইখানে সেই ফেসবুক গ্রুপের লিংকটি বসিয়ে দিতে হবে।আবার আপনি যদি ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রমোট করতে চান তবে এইখানে চ্যানেল লিংকটি বসিয়ে দিতে হবে।অথবা আপনার যদি কোন ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটে যদি আপনার অ্যাফিলিয়েট লিংক প্রমোট করতে চান তবে সেই ওয়েবসাইটের লিংকটি এখানে বসিয়ে দিতে হবে।আশা করি বিষয়টা বুঝেছেন।

তারপরের অংশে চলে যায় -

aliexpress

উপরের স্ক্রিনশর্টটা ভালোভাবে দেখুন এখানে অফার নামের অপশানটাই ক্লিক করে "Aliexpress" সিলেক্ট করে দিবেন।

এরপরের অংশটুকুতে "Choose category of your source of traffic" এর উপর ক্লিক করুন।নিচের স্ক্রিনশর্টের লাল রঙের ঘেরা অংশটুকুর উপর ক্লিক করুন।-

aliexpress traffic

"Choose category of your source of traffic" এর উপর ক্লিক করার পর নিচের স্ক্রিনশর্টের মত আসবে। এবং এখানে একটু কাজ আছে।আপনি যদি ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট প্রমোট করতে চান তবে এখানে "Video review" অপশানটি সিলেক্ট করে দিবেন অথবা আপনি যদি ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রোডাক্ট প্রমোট করতে চান তবে "Social group" অপশানটি সিলেক্ট করে দিবেন।শুধুমাত্র আপনার ট্র্যাফিক মেথড অনুযায়ী সিলেক্ট করে দিবেন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন তাহলে বুঝে যাবেন -

aliexpress affiliate

মোটকথা আপনি যেই মেথডে প্রোডাক্ট প্রমোট করবেন প্রথমে সেইটার লিংক বসিয়ে দিবেন তারপর আলিএক্সপ্রেস সিলেক্ট করে দিবেন এবং সবশেষে আপনার ট্র্যাফিক মেথড কোন ক্যাটেগরির সেইটা সিলেক্ট করে দিবেন।

এবং উপরের তিনটি অপশান ঠিকভাবে পুরন হয়ে গেলে "ADD TRAFFIC SOURCE" অপশানটিতে ক্লিক করুন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -

আলিএক্সপ্রেস

"ADD TRAFFIC SOURCE" এ ক্লিক করার সাথে সাথে ডানদিকের উপরে লেখা আসবে "Your traffic source has been successfully."। ব্যস আপনার ট্র্যাফিক মেথড অ্যাড করা সম্পন্ন হয়েছে।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -

alexpress affiliate traffic

উপরের পদ্ধতিতে ট্র্যাফিক মেথড অ্যাড করার পর ইপিএন ম্যানুয়ালি চেক করে অ্যাপ্রুভ করে দিবে।যদিও আমার ইপিএন অ্যাকাউন্টে ইন্সট্যান্ট অ্যাড হয়ে যায়।এইটা নিয়ে চিন্তার কোন কারন নাই কারন ইপিএন সবগুলোই অ্যাপ্রোভ করে দেই।

আপনার ইপিএনের ট্র্যাফিক মেথডগুলো দেখার জন্য "MY PLACEMENTS" এ ক্লিক করতে। তাহলে আপনার সবগুলো ট্রাফিক মেথড দেখতে পাবেন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -

aliexpress traffic

আজকের টিউনটি এই পর্যন্তই।আসলে অনেকের ট্র্যাফিক মেথড অ্যাড নিয়ে কনফিউশান থাকে।আশা করি এই টিউন দেখার পর সেই কনফিউশান থাকবে না।

পরের টিউনে দেখাবো কোন কোন ট্র্যাফিক মেথড ইউজ করে আপনার অ্যাফিলিয়েট লিংক প্রমোট করবেন এবং কিভাবে টার্গেটেড ট্র্যাফিক ড্রাইভ করবেন?

স্পেশালি ইউটিউব ভিডিও মার্কেটিং নিয়ে ধারাবাহিক টিউন করবো।ভিডিও মেকিং থেকে শুরু করে সবকিছুই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ্‌।

আশা করি সাথেই থাকবেন।এবং টিউনটি কেমন হলো টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।

এবং কোন কিছু জানার থাকলে ফেসবুকে আমাকে নক করতে পারেন।

ফেসবুকে আমি - https://web.facebook.com/md.rimon.96

কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 1

আমি মোঃ রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস