আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (দ্বিতীয় পর্ব) – অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক তৈরি

আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (প্রথম পর্ব) - অ্যাকাউন্ট তৈরি

আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (দ্বিতীয় পর্ব) – অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক তৈরি

আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (তৃতীয় পর্ব) – ইপিএনে কিভাবে ট্রাফিক মেথড অ্যাড করবেন?

বিসমিল্লাহির রাহ-মানীর রাহিম।

"আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z" চেইন টিউনের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম।

প্রথমেই আমাদের Aliexpress Affiliate Helpline BD গ্রুপে জয়েন করে নিন।

প্রথম পর্বে দেখিয়েছিলাম আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট কেন করবেন এবং কিভাবে ইপিএনে অ্যাকাউন্ট করবেন সেটাও দেখিয়েছিলাম।

যারা এখনও ইপিএনে অ্যাকাউন্ট করেন নাই তারা এই লিংক থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন।এবং প্রথম টিউনে দেখানো হয়েছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়।প্রথম টিউনটি দেখার জন্য এইখানে ক্লিক করুন।

সরাসরি আলোচ্য বিষয়ে চলে যায়।

আজকের টিউনে দেখাবো কিভাবে অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক ক্রিয়েট করতে হয়।

কিভাবে অ্যাফিলিয়েট লিংক এবং ডিপলিংক ক্রিয়েট করবেন। সাথে ওয়েবমাস্টার প্লাগিনের ব্যবহারসহ লিংক ক্রিয়েট করার পুরো বিষয়টা দেখানো হয়েছে।

How to Create Affiliate Link Deep link And Webmaster Plugin Installation

০১. অ্যাফিলিয়েট লিংকঃ-

প্রথমে ইপিএন ড্যাশবোর্ডে গিয়ে "TOOLS" অপশানটিতে ক্লিক করুন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -

"TOOLS" এ ক্লিক করার কয়েক সেকেন্ড পর নিচের স্ক্রিনশর্টের মত পেজ আসলে "Affiliate link" এ ক্লিক করুন।

"Affiliate link" এ ক্লিক করার পর নিচের স্ক্রিনশর্টের মত পেজ আসবে।এখানে ভালো ভাবে লক্ষ্য করুন তিনটি জায়গায় আমি লাল রঙ দিয়ে মার্ক করে দিয়েছি।

প্রথম অংশটিতে লেখা আছে "Name"। এই জায়গায় যে প্রোডাক্টটি প্রমোট করতে চাইছেন সেই প্রোডাক্টটির নাম দিতে হবে।সরাসরি প্রোডাক্ট পেজ থেকে প্রোডাক্ট নামটি দিতে পারেন অথবা আপনার ইচ্ছা অনুযায়ী নাম দিতে পারেন।

আপনি যদি আলিএক্সপ্রেস থেকে নিচের স্ক্রিনশর্টের প্রোডাক্টটি প্রমোট করতে চান তবে লাল রঙ দিয়ে ব্লক করা অংশটুকু কপি করে ইপিএনে এসে এই "Name" অংশটাই পেস্ট করে দিবেন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন - 

উপরের অংশটুকু কপি করে নিচের স্ক্রিনশর্টের "Name" অংশতে পেস্ট করে দিবেন। -

এখন তারপরের অংশটুকুর কাজ।

তারপরের অংশটুকুতে লেখা আছে "Any link to Aliexpress"। এইখানে আলিএক্সপ্রেসের ওই প্রোডাক্টটির লিংক দিতে হবে।

নিচের দুইটা স্ক্রিনশর্ট দুইটা দেখুন তাহলেই বুঝে যাবেন।

উপরের স্ক্রিনশর্টটি দেখুন।আলিএক্সপ্রেসে লাল রঙ দিয়ে ব্লক করা (উপরে) এই লিংকটি কপি করুন এবং নিচের স্ক্রিনশর্টের "Any link to Aliexpress" এর এই ফাঁকা জায়গায় পেস্ট করুন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন-

"Name" এবং "Any link to Aliexpress" এই দুই জায়গায় নাম এবং লিংক দেওয়া শেষ হলে "CREATE AFFILIATE LINK" এ ক্লিক করুন।নিচের স্ক্রিনশর্টটি দেখুন -

aliepxress affiliate

"CREATE AFFILIATE LINK" এ ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এবং কিছুক্ষণ পর নিচের স্ক্রিনশর্টের মত পেজ আসবে।

আলিএক্সপ্রেক্স অ্যাকাউন্ট

উপরের স্ক্রিনশর্টে একটু উপরের দিকে দেখুন।এখানে লেখা আছে "The creative has been successfully created"।  তার মানে আপনার অ্যাফিলিয়েট লিংকটি তৈরি হয়ে গেছে।

এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। এবং নিচের স্ক্রিনশর্টের মত দেখতে পাবেন -

আলিএক্সপ্রেস

সবশেষে যেই লিংকটা ক্রিয়েট করেছেন সেইটা সর্বপ্রথমে শো করবে।উপরের স্ক্রিনশর্টগুলোতে যেই প্রোডাক্টটির লিংক ক্রিয়েট করতে চাচ্ছি সেইটা সর্বপ্রথমে দেখাচ্ছে।এখন অ্যাফিলিয়েট লিংক বের করার জন্য লাল রঙের ব্লক করা অংশটাই ক্লিক করুন।ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে নিচের স্ক্রিনশর্টের মত আসলে "SHORTEN" বাটনে ক্লিক করুন।স্ক্রিনশর্টটি দেখুন -

"SHORTEN" এ ক্লিক করার পর নিচের স্ক্রিনশর্টের মত আসবে।এখানে লাল রঙ দিয়ে ব্লক করা যেই লিংকটা দেখতে পারছেন সেইটাই আপনার অ্যাফিলিয়েট লিংক।নিচের স্ক্রিনশর্টটি দেখুন-

আপনার কাজ হচ্ছে এই লিংকটা প্রোমোট করা। এখন আপনি যদি এই লিংকটা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে অথবা যেকোনো মাধ্যমে দিয়ে দেন এবং এই লিংকে ক্লিক করে যদি কেউ আলিএক্সপ্রেস থেকে কোন প্রোডাক্ট কিনে তবে আপনি প্রতিটা প্রোডাক্ট থেকেই কমিশন পাবেন।

সাপোজ কেউ একজন আপনার এই অ্যাফিলিয়েট লিংক এ ক্লিক করলো এবং এই প্রোডাক্টটি কিনলো না। অন্য কোন প্রোডাক্ট কিনলো। অন্য যতগুলো প্রোডাক্ট কিনবে সবগুলো থেকেই কমিশন পাবেন। যদি কেউ ১০০ টিও প্রোডাক্ট  কিনে তবে সেই ১০০ টি প্রোডাক্ট থেকেই কমিশন পাবেন।

০২।ডিপ লিংকঃ-

ডিপ লিংক এর বিষয়টা নিয়ে অনেকেরই কিছুটা কনফিউশান আছে। এবং আমি যদি এই টিউনের মাধ্যমে আপনাকে ডিপলিংক সম্পর্কে বোঝাতে চেষ্টা করি তবে অনেকেই বুঝতে পারবেন না।

তাই কিভাবে ডিপ লিংক ক্রিয়েট করবেন সেই নিয়ে অনেকগুলো ভিডিও আছে।

কিভাবে Add-ons ইউজ করে ডিপলিংক ক্রিয়েট করবেন সেইজন্য নিচের ভিডিওটি দেখে নিন -

How To Create Deeplink

আশা করি বুঝে গেছেন কিভাবে অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক ক্রিয়েট করতে হয়।

এখন এই অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক নিয়ে প্রমোশনের পালা।

সামনের টিউনে দেখাবো কিভাবে এবং কোন কোন জায়গায় আপনার লিংকটি প্রোমোট করবেন।

সেহেতু সামনের টিউনের জন্য অপেক্ষা করুন এবং এই টিউনটি কেমন হলো টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।

কোন কিছু জানার থাকলে ফেসবুকে আমাকে নক করতে পারেন। -

https://web.facebook.com/md.rimon.96

কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 1

আমি মোঃ রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস