আসসালামু আলাইকুম
সুপ্রিয় টেকটিউনসবাসী। কেমন আছেন সবাই? অবশ্যই ভাল থাকার কথা, কেননা রোজ রোজ নিত্য নতুন টেকনোলজি টিপস দিয়ে টেকটিউনের টিউনার ভাইয়েরা আপনাদের মনের আর মগজের টেকি ক্ষুধা মিটিয়ে যাচ্ছেন। অনেক দীর্ঘ সময় পর টেকটিউনস এ লগিন করলাম। ভেবেছিলাম আমার আইডি বোধহয় ইনেক্টিভ হয়েই গেছে। আইডিটা একটিভ রাখার জন্য টেকটিউনস কে বিশেষ ধন্যবাদ। আর প্রিয় টেকটিউনস বাসীর জন্য ও একটা উপহার নিয়ে আজকের এই টিউন।
তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে নিয়েছেন আমি আজ কি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারাই এই টিউনটিতে বিস্তারিত তে ক্লিক করেছেন তারা অবশ্যই জানেন বিটকয়েন কি? তাই এই নিয়ে আলোচনা করে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছিনা। আর কেউ যদি আগে না জেনে থাকেন টেকটিউনস এ অনেক টিউন আছে বিটকয়েনের আগা মাথা নিয়ে। সুধু কষ্ট করে সার্চ বক্সে BITCOIN লিখে সার্চ করলেই জেনে যাবেন এই সম্পর্কিত বিস্তারিত।
যারা অতিরিক্ত পড়তে পছন্দ করেন না তাদের জন্য সরাসরি লিংক
আজ আমি যে সাইট নিয়ে কথা বলতেছি সেটি হল হা BTCHEAT. এই ওয়েবসাইটটি বেশ নতুন মাত্র কয়েক সপ্তাহ হল উম্মুক্ত হয়েছে। এর মধ্যেই অনেকেই ক্যাশ আউট করেছেন। টেকটিউনস এ নিয়ে কেউ আগে টিউন করেনি প্রমাণ
চলুন এই ওয়েসাইট সম্পর্কে সাধারণ জ্ঞান টুকু নিয়ে নেই 😛
এখানে মেইনলি আপনাকে স্পিন করার মাধ্যমে বিটিসি জিততে হবে। যদি অতিরিক্ত মানের ভাগ্যবান হয়ে থাকেন তবে খুব ধ্রুতই আপনি মিনিমাম লিমিট পর্যন্ত চলে পারেন। আমার কথা না হয় বাদই দিলাম; আমি প্রায় ১০০০ টা স্পিন করার পরও তেমন সুবিধা করতে পারিনি তা আমার একাউন্ট দেখলেই বুঝতে পারবেন :(। সবচেয়ে মজার ব্যাপার হল এখানে জয়েন করার জন্য আপনার কোন ধরণের ইমেইল বা ইনফরমেশন সাবমিট করতে হবেনা। শুধুমাত্র আপনার বিটকয়েন অ্যাড্রেস টা ইনপুট করলেই আপনি স্পিন করতে পারবেন এবং আপনার ইঙ্কাম সরাসরি আপনার ঐ বিটকয়েন অ্যাড্রেস এ যোগ হবে।
মানে আপনার আইডি বা হেনতেন হারানোর কোন ভয় নেই। এমনকি আপনি চেঞ্জ ও করতে পারবেন না। একটা অ্যাড্রেস এর জন্য একটা একাউন্ট বরাদ্ধ। আপনি সাইন আপ করার পর প্রাথমিক ভাবে আপনাকে ৫০ স্পিন ফ্রী দেয়া হবে। আমার ক্ষেত্রে প্রাথমিক টা ভালই ছিল, ৫০স্পিন এ আমি ৫$ পেয়েছিলাম 😛
প্রতি তিন ঘন্টা পর পর আপনার স্পিন রিফিল হবে। প্রাথমিক পর্যায়ে আপনি ৩ঘন্টা পর ৩টি ফ্রি স্পিন পাবেন। প্রতিদিন লগিন করলে পাবেন বোনাস অফার। যেখানে আপনি বিটকয়েন বা ফ্রি স্পিন পেতে পারেন।
রেফারেলের মাধম্যে আপনি আপনার অটো রিফিল এর স্পিন এর পরিমান বাড়াতে পারেন।
তাছাড়া অফার ওয়াল ও আছে, এখান থেকে আপনি টাস্ক গুলো কমপ্লিট করেও স্পিন পেতে পারেন। টাস্কের সাথে কত স্পিন পাবেন সেটা দেয়া আছে।
এবার আসছি The Most Amazing Feature এ। সেটা হল মাইনিং। হা এটা রিয়েল টাইম মাইনিং। এখানে মাইনিং এর মাধমে আপনি আপনার স্পিন পেতে পারেন। ২৫০০০ হ্যাশ এর জন্য আপনি একটি স্পিন পাবেন। দাড়ান এত খুশি হয়েন না, ভুলেও মোবাইলের মাধ্যমে মাইনিং করতে যাবেন না, যদি না আপনার মিনিমাম ২ জিবি র্যাম না থাকে। ডেস্কটপ কম্পিউটার এ মাইনিং করলে ভাল স্পিড ও হ্যাশ জেনারেট করতে পারবেন। যেমন দেখেন আমি আমার ল্যাপটপ এর স্মুথলি কাজ করার সাথে মাইনার এর থ্রেড লোড মোটামুটি ৪০/৪৫ পর্যন্ত রেখেছি। অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন আল্টিমেট, কোর আই-৫ ফিফথ জেন, ৪জিবি র্যাম, ওয়াইফাই ৩০এমবিপিএস। সো যা করবেন একটু হিসাব করে করবেন।
এবার আসি ক্যাশ আউট এ। এই ওয়েবসাইট থেকে আপনি মিনিমাম .০৩ বিটিসি হলেই ইন্সট্যান্ট উইথড্র করতে পারবেন।
যেকোন ধরনের সমস্যার জন্য ওদের FAQ সেকশন এ দেখুন আগে না পেলে সাপোর্ট এ ইমেইল করতে পারেন।
জয়েন করুন; রেজিস্টার
তো আর কি শুরু করে দিন আপনাদের মাইনিং আর দেখি কার কেমন লাক স্পিন করে কত জিতেন ম্যাক্সিমাম 😛
আজ এই পর্যন্ত। ভাল থাকবেন সবাই।
ধন্যবাদ।
আমি বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।