ট্রেনিং এর পাশাপাশি চাকরি করুন Fintexsoft এ

Fintexsoft, বাংলাদেশের একটি স্টার্টআপ সফটওয়্যার কোম্পানি। দেশের বেকারত্ব দূর করার জন্য আমরা ট্রেনিং & জব ক্যাম্পেইন শুরু করেছি। আমাদের কোম্পানিতে জব করতে হলে আপনাকে প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট লাগবে না তবে থাকলে ভালো হয়। যেহেতু আমাদের কোম্পানিটা একটি স্টার্টআপ, তাই আমরা সম্পূর্ণ নতুনদের অগ্রাধিকার দিচ্ছি। যারা আমাদের কোম্পানিতে জব করতে চান তাদেরকে বাংলাদেশের স্বনামধন্য ট্রেনিং ইন্সটিটিউট থেকে অফলাইন এবং অনলাইন দুই ভাবেই ট্রেনিং দেয়া হবে। ট্রেনিং শেষে আমাদের কোম্পানিতে কমপক্ষে ১ বছর চাকরি করতে হবে, এরপর আপনি জব সুইচ করতে পারবেন।
যারা ঢাকা তে থাকেন অথবা ঢাকা এসে ট্রেনিং নিতে পারবেন তাদেরকে ঢাকায় ট্রেনিং এর ব্যবস্থা করে দেয়া হবে। আর যারা পারবেন না তারা অনলাইনে ট্রেনিং নিতে পারবেন। আমাদের রিমোট জবের ব্যবস্থাও আছে অর্থাৎ আপনি আপনার বাসাই বসে অফিস করতে পারবেন। আমাদের টেকনিক্যাল, নন-টেকনিক্যাল সব টাইপের কর্মী দরকার। যে যে পদ গুলোতে আমরা নিয়োগ দিচ্ছি তা নিচে ডিটেইলস দেয়া হলো।
১। ওয়েব ডিজাইনার And ডেভেলপার
যেহেতু আমরা ওয়েব বেজ সফটওয়্যার মেক করবো, সো আপনাকে PHP or Python, HTML, CSS, Javascript এ দক্ষ হতে হবে।
২। Android অ্যাপ ডেভেলপার
Android App Developing এ দক্ষ হতে হবে।
৩। iOS অ্যাপ ডেভেলপার
iOS App Developing এ দক্ষ হতে হবে।
৪। মার্কেটিং এক্সপার্ট
Internet base Marketing এ সম্মখ ধারনা থাকতে হবে। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫। সোশ্যাল মার্কেটিং & SEO এক্সপার্ট
Facebook, Youtube, Twitter, Reddit সহ সকল সোশ্যাল সাইটে মার্কেটিং দক্ষতা থাকতে হবে, এক কথায় SEO তে দক্ষ হতে হবে।
৬। ব্লগার/Writer
English এ দক্ষ হতে হবে। অন্তত নির্ভুলভাবে English লিখতে জানতে হবে। ওয়েব ব্রাউজিং ও প্রচুর ব্লগ পড়ার অভ্যাস থাকতে হবে এবং নতুন নতুন আইডিয়া নিয়ে ব্লগ লেখার অভ্যাস থাকতে হবে।
অ্যাপ্লাই করতে এই লিঙ্ক এ ক্লিক করুন। 

Level 2

আমি ডেল নর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস