ফাইভারে কেন আইডি ব্যান হয় ?

বন্ধুরা, সবাই কেমন আছেন?

আশা করব সবাই ভাল আছেন। আমি আজকে ফাইভার কেন আইডি ব্যান হয় তা নিয়ে আলোচন করব। আইডি নষ্ট হয়ার কারন হল আমরা নিজেরাই দায়ি কিন্তু আমারা ফাইভার এর দোষ দিয়ে থাকি। কিন্তু আমরা যদি একটু চিন্তা করই তাহলে দেখা যাবে কারন টা আমি নিজে। কেন আইডি নস্ট হয় নিচে সুন্দর ভাবে দেয়া হল।

১। আপনি ফাইভার থেকে কোন কিছু কপি করতে পারবেন কিনতু কখনও কোন টেক্সট  পেস্ট করবেন না। কারন ফাইভার কপি প্রব্লেম করে না কোন কন্টেন পেস্ট হলে সেটা মার্ক হয় জার কারনে ফাইভার আইডি নস্ট হয়ে থাকে।

২। বায়ার কে কখনও পারসনাল ইনফরমেসন দেয়া যাবে না। তবে অনেক ক্ষেএে দেয়া সম্ভভ এতা নিয়ে আরেকটা টিউন করব।

৩। বায়ার এর সাথে কোন ঝামেলা করা যাবে না।

৪। ১ পিসি তে ২ তা আইডি চালানো যাবে না।

৫। গিগ এর ডেস্ক্রিপ্সন এ পোরটফলিও লিঙ্ক দেয়ার জন্য ফাইভার ফোরাম চেক করে দেকবেন। কোন কোন লিঙ্ক শেয়ার করা যাবে। এর বাহিরে অন্য কোন লিঙ্ক দিলে আইডি বা গিগ নস্ট হবে।

৬। টানা অনেক দিন আইডিতে লগিন না করলে গিগ পুস হয়ে যাবে এবং এতে করে আইডি নস্ট হোয়ার যুকি থাকে।

৭। বায়ারের সাথে কথা বলার সময় মানে কোন প্রজেক্ট নিয়ে আলোচনা করার সময় দামের কথা আসতে পারে এ ক্ষেএে  এমন ধরনের  (price, Pay, @)  এই  ওয়াড গুলো লিখা যাবে না।

বন্ধুরা,আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এই টিউনটি। সবাইকে অনেক ধন্যবাদ।   😉

ঘুরে আসতে পারেন আমার গিগ গুলো-

My Portfolio link:       https://www.behance.net/gallery/57834525/My-T-shirt-Designs-Project

My Gig link:     https://www.fiverr.com/dsnmizan8/create-typography-t-shirt-design-as-you-like

 

 

Level 0

আমি Mizanur Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস