আপনি কী ছাগল বিক্রির টাকা দিয়ে আউটসোসিং করার কথা ভাবছেন !!

শিরোনাম পড়ে হাসি পাইলে আমার কিছু করার নাই। এর ভিতরে যে কি  কষ্ট লুকিয়ে আছে  তা আপনি এই টিউনটি পড়ে বুঝবেন।  ২০১১-১২ সালের ঘটনা সবেমাত্র জাতীয় বিশ^বিদ্যালয়ে অর্নাস কোর্সে ভর্তি হয়ে নাটোরের বৌ-বাজারের একটা মেসে উঠেছি। আমার সেখানে শুনলাম একভাই অনলাইনে ইনকাম করে। তার কাছে শুনলাম তিনি স্কাইলানসারে কামাই করেন। অ্যাকাউন্ট খুলতে লাগবে ৩০০০টাকা। তো আমার একবন্ধু আতি কষ্টে  টাকা জোগাড় করে শুরু করল ক্লিক এর ব্যবসা। প্রথম মাসে ৩০ ডলার কামাই করে পরের মাসে আরোও টাকা জোগাড় করে নতুন দুটো আ্যাকাউন্ট বানাল। ওমা পরের মাসেই  সাইট উধাও। তার কি কান্না
বছর খানেক পড়ে একবন্ধুর ম্যাসে গিয়ে দেখি একভাই  কম্পিউটারের বসেই আছে বসেই আছে। কি কাজ ভাই ক্যাগলিষ্টের  কাজ। কামাই কেন ভাই  এইতো মাসে হাজার দশেক। খুব ভালো তো এ্যকাউন্ট খুলতে কত লাগবে। কোন টাকা লাগবে না। একটা পিসি মডেম আর ইন্টারনেট। কাজটি ছিলো সোজা বাংলা কথায় আমেরিকার বেশ্যাদের জন্য লোক ঠিক করা। অনৈতিক বলে করলাম না।  একদিন সেই বন্ধুটি শুনি তার ৪ টা ছাগল বিক্রি করে ল্যাপটপ কিনে ইনকাম শুরু করে দিয়ে  মাস তিনেক করার পর আমাকে একদিন বলল ল্যাপটপ বিক্রি করব। কারণ এই কয়মাসে তার কোন পড়শুনা হয় নি। কামাই মাত্র ১০০০০টাকা। গতদিন থেকে ভিপিএন কাজ করছে না। বায়ার ভিপিএনের  প্যাসওয়াড  পাল্টাইয়া দিছে। মানে কামাই শেষ।
তো একদিন ফেসবুকে টিউন দিল ফেজবুক থেকেই কামাই করুন। নাটোরের ভাই ফোন নাম্বার নিয়ে গেলাম তার কাছে। গিয়ে শুনলাম ফাইবারের নাম। ফেজবুক অথবা পেজে ৩০০ লাইক অথবা টিউমেন্ট করে দিবে এমন কাজ জোগার করে দিতে হবে। আমি নাকি প্রতি বাজে ১০০ টাকা পাবো। কিন্তু আমাকেই অ্যাকাউন্ট নতুন নতুন  খুলতে হবে।  কয়েকদিন করে কোন কাজ পেলাম না। আবার  অর্থনীতিতে পড়ে এত সময় অন্য কাজে সময় দিলে পাশ হবে না ভেবে  দিলাম সব বাদ। মাথা থেকে অনলাইন আর্ন হারাইগেছিলো।  এভাবেই বছর তিনেক কেটে গেল।  মাস দুয়েক আগে একজনের মাধ্যমে জানতে পারলাম কলেজের ছেলেরা ইজবস্ থেকে প্রতিদিন ১-২০ ডলার করে আয় করছে । এক মামুর মাধ্যমে জীবনের প্রথম টাকা দিয়ে খুললাম ১ টা আইডি  প্রতিদিন ১ ডলার ভালোই তো আরও একটা যোগ করলাম।  ওমা  দুই মাসের মাথায় সাইটে আর কোন কাজ নেই। এখন আইডি রেনু করেই ডলার শেষ করতে হচ্ছে।

ARO Jante Ai Videota Dekhun

Level 2

আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Professional Web Developer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস