আমরা ইতিমধ্যে অনেক গুলো ফ্রী-লেন্সিং সাইটের নাম শুনেছি যেমনঃ freelancer.com, odesk.com আরো অনেক সাইট রয়েছে যাতে কাজ করে মোটা অংকের টাকা আয় করা সম্ভব।
কিন্তু এই কাজ গুলো করার জন্য যা দরকার হয়ঃ
১) অবশ্যই আপনাকে যেকোন একটি কাজে অভিজ্ঞ হতে হবে।
২) আপনাকে কাজের জন্য বায়ার এর সাথে ইংরেজীতে কথা বলা লাগতে পারে।
৩) নতুনদের সহজে কাজ দেয় না।
তাই আজকের টিউন টা তাদের জন্য যাদের অভিজ্ঞতা নেই,কিন্তু ইন্টারনেট সম্পর্কে মোটামোটি ধারনা আছে তারা খুব সহজেই প্রতি মাসে ভালো একটা এমাউন্ট আয় করতে পারে।
এখানে ক্লায়েন্টরা বিভিন্ন ছোট ছোট কাজ দেয় কাজ গুলো করে দিলে আপনি প্রতিটি কাজের জন্য ১০ সেন্ট থেকে ২ ডলার ও আয় করতে পারবেন। এই সাইটটি ১০০ ভাগ ট্রাস্টেড আপনারা নিঃসন্দেহে এই সাইটে কাজ করতে পারেন। পেমেন্ট পাবেন গ্যারান্টি মাত্র ৫ ডলার হলেই পেইজা বা পেপালে আপনার আয়কৃত টাকা উত্তোলন করতে পারবেন।
যেই যেই কাজগুলো Minijobs এ পাবেনঃ
১) File Download করা।
২) Software Install করা।
৩) Wab site এ Sign Up করা।
৪) গুগল সার্চ করে ওয়েব সাইটে ডুকা।
৫) Facebook এ Add করা অথবা ফলো করা।
৬) ভিবিন্ন সার্ভের কাজ করা।
৭) Post করা ভিবিন্ন সাইটে।
8) ইউটিউবের ভিডিও দেখা
৯) ফোরাম টিউন করা
১০) ওয়েব সাইট ভিজিট করা
১১) ইমেইল একাউন্ট খুলে দেওয়া
আরো অনেক কাজ রয়েছে
একাউন্ট খুলতে প্রথমে এই লিংকে ক্লিক করুণ।
অথবা নিচের ব্যানার এ ক্লিক করুন।
এখন আপনার নাম, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, ক্যাপচা দিন। তারপর আপনার ইমেইলে একটি ভেরিফিকেশান ইমেইল যাবে ইমেইল টি তে ক্লিক করে আপনার মিনিজবস একাউন্ট ভেরিফাই করে নিন। ভেরিফাই হয়ে গেলে আপনার একাউন্টে লগিন করুণ।
এখন jobs এ ক্লিক করুণ একদম উপরে ডান থেকে। এইখানে অনেক গুলো জবস রয়েছে এইগুলো আপনি যদি করতে পারেন তাহলে ক্লিক করে পরবর্তী page এ I accept the task এ ক্লিক করুণ তারপরে যেভাবে বলছে কাজটি করে দিন। এইভাবে আপনার একাউন্টে মাত্র ৫ ডলার হলেই আপনি টাকা উঠাতে পারবেন।
টাকা উঠাবেন কিভাবেঃ
১) Paypal.
অথবা
২) Payza.
কাজ করতে সমস্যা বা বুঝতে ঝামেলা মনে হলে আমাকে নক করতে পারেনঃ
১) +8801770-706332 (অবশ্যই আগে আপনার নাম ও জেলা লিখে একটি SMS দিবেন।
২) সরাসরি মেইল করতে পারেনঃ Email: [email protected]
আমি মো ইমরান হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।