প্রিয় টেকটিউনস বন্ধুরা,কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন শুরুতেই একটি প্রশ্ন রইল !!!কখনো কি নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবে দেখেছেন?আপনি যদি ক্রিয়েটিভ বা ভিন্ন কিছু করার বা ভাবার প্ল্যান করে থাকেন তাহলে আপনাকে আগেই স্বাগতম জানায়। হ্যা বন্ধুরা আমি Affiliate Marketing কথাই বলতেছি।জীবনকে নতুন করে সেট-আপ দেওয়ার জন্য আমি Affiliate Marketing এ কিভাবে সফল হওয়া যায় তার উপর ধারণা দিবো, ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার।আমরা অনেকেই অনলাইন এ আয় করতে চাই। কিন্তু সঠিক নির্দেশনার অভাবে অনেকেই করতে পারি।তাই আজকে আপনাদের সামনে নিয়ে এলাম এক অসাধারণ সুযোগ। এর মাধ্যমে সবার আয়ের স্বপ্ন পুরন হবে। আপনি যদি চাকরি করার পাশাপাশি আরও দু পয়সা ইনকাম করাতে চান বা Affiliate Marketing ক্যারিয়ার হিসাবে নিতে চান তাহলে আপনি খুব সহজে নিতে পারেন।
আসুন জেনে নেই Affiliate Marketing কে ক্যারিয়ার হিসাবে নিতে চাইলে কি কি দক্ষতা আপনার লাগবে ?
১. প্রথমে জানতে হবে Affiliate Marketing কি?
Affiliate Marketing হল একটি মাধ্যম যেখানে publisher এবং product প্রস্তুতকারি একত্রে সম্মিলিত হয়ে প্রোডাক্ট মার্কেটিং ও বিক্রি করে profit ভাগাভাগি করে নেয়।
২. Affiliate Marketing কিভাবে কাজ করে?
ধরুন আপনার একটি ওয়েব-সাইট অথবা ফেসবুক আইডি আছে যেখানে প্রচুর পরিমান ভিজিটর অথবা ফ্রেন্ডলিস্টে অনেক ফ্রেন্ড আছে তাহলে আপনি আপনার সাইটে অথবা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভিজিটর/ফ্রেন্ডকে আকৃষ্ট করে প্রোডাক্ট প্রস্তুত কারি প্রতিষ্ঠানের সাইটে পাঠিয়ে দিবেন আর এভাবে আপনার সাথে চুক্তি আনুযায়ী পেমেন্ট গ্রহন করবেন। আবার চুক্তি অনুযায়ী আপনার অ্যাড এ ভিজিটর ক্লিক করলে ও আপনি অর্থ পেতে পারেন।এখন ইন্টারনেট, ফেসবুক এর মাধ্যমে সহজেই যে কেউ ঘরে বসেই প্রডাক্ট এর প্রমোশন করে প্রডাক্ট বিক্রি করতে পারে। এটা কোন ব্যাপার ই না। তো আর দেরি কেন? চলুন নেমে পড়ি কাজে আর হয়ে উঠি স্বাবলম্বী।
৩. কীভাবে মার্কেটিং করবেন ? মানে কিভাবে ট্রাফিক নিয়ে আসবে সেটি জানতে হবে
৪.মার্কেট প্লেস বা নেটওয়ার্ক সাইট (যেমন Amazon,Ebay, maxbounty)
৫. প্রোডাক্ট (মানে কি সেল করবে, যেমন মোবাইল, ল্যাপটপ, ভিবিন্ন সফটওয়ার)
৬. একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যেমন(http://www.getbigtoys.com)
এখন প্রশ্ন হল অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা অনেক টাপ একটি বিষয়।আজকে আমি আপনাদেরকে বলব কোন প্রকার প্রোডাক্ট বিক্রি না করে কিভাবে আয় করবেন।
Affiliate Marketing এ কোন প্রকার প্রোডাক্ট বিক্রি না করেও ভিবিন্ন ইমেল সাবমিট করে, সাইনাপ করে, ডাউনলোড করেও আয় করতে পারবে। এখন প্রশ্ন হল কোন নিশ নিয়ে কাজ করলে বেশি আয় করা যায় বা সহজে আয় করা যাই।
দীঘদিনের অবিজ্ঞতা থেকে বলব ডেটিং সাইনাপ নিশ নিয়ে কাজ করলে সহজে বেশি প্ররিমান আয় করতে পারবেন।
আপনার যদি পূব অবিজ্ঞতা থাকে তাহলে একবার চেষ্টা করে দেখতে পারেন। কোন প্রকার সাহায্যর প্রয়োজন হলে এবং ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের ফেইচবুক গ্রুপ এ জয় করতে পারেন
Facebook
আমি পথেরপাঁচালি আবার এসেছে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 19 টিউনারকে ফলো করি।
পথেরপাঁচালিরর
সত্যি সম্ভব।