আমি নতুন টেকটিউনার৷ এটিই আমার টেকটিউনস এর প্রথম টিউন৷ তাই আগেই বলে নিচ্ছি, কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷
অনলাইনে আয়ের একমাত্র উপায় হচ্ছে আপনাকে সবকিছু ভাল মতো জানতে এবং বুঝতে হবে। যত বেশি জানার চেষ্টা করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। অনুসন্ধানের পেছনে যত বেশি সময় দিবেন আপনি তত বেশি আয়ের উপায় খুজে পাবেন। প্রথম অবস্থায় আপনার মাসে $1 আয় করতে অনেক কষ্ট করতে হবে। তারপর মাসিক সামান্য $1-$10 আয় আপনাকে অনলাইনে কাজের উৎসাহ বাড়াবে। এরপর প্রতিমাসে ১০,০০০ থেকে ১০০,০০০ টাকা আয় করা আপনার কাছে কোন ব্যাপারই মনে হবে না। আপনি পড়াশুনা করার পাশাপাশি দিনে মাত্র ৩০ মিনিট কাজও মাসে লক্ষ টাকা আয় করতে পারেন। তবে এর জন্য আপনাকে সঠিক পথ ও সঠিক উপায় জানা থাকতে হবে।
ঘরে বসে কাজ করে কেউ যদি সফলভাবে আয় করতে পারে তবে সেটাই আউটসোর্সিং। তবে এই ধরনের কাজ আপনি যে কোন যায়গায় বসে করতে পারবেন। অতীতে কাজগুলো শুধু কম্পিউটার এই করতে হতো তবে এখন উন্নত প্রযুক্তির ফলে আউটসোর্সিং এর এই কাজগুলো এখন মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়েও করা যায়। আউটসোর্সিং এ অনেক ধরনের কাজের উপায় আছে আর তাই একটি কথা বারে বারে বলি যত বেশী ঘাটাঘাটি করবেন ততো বেশী জ্ঞান অর্জন করতে পারবেন। এই পথে কাজের আর একটি বিষয় খুবই গুরুত্বপূরণ আর তা হলো ধৈর্য্য। অনেক ধৈর্য ধরে আপনাকে এই কাজ শিখতে হবে কারন বাংলাদেশে তেমন কোন ভালো আউটসোর্সিং ট্রেইনিং সেন্টার নেই। আপনার প্রশিক্ষনের একমাত্র আসল উপায় হচ্ছে youtube আপনি ইচ্ছা করলে কিছু কিছু চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। আসুন সবাই মিলে আউটসোর্সিং এ কাজ করে বিদেশী ডলার আয় করি আর দেশের অর্থনৈতিক অভাব ও বেকাত্ব দূর করি।
এতোক্ষনে অনেকটা ধারনা পেয়ে গেছেন আশা করি৷ এখন আপনারা যারা ১০০% বিশ্বাস অর্জন করতে পেরেছেন তারা Step By Step কাজ করতে থাকুন৷ কোনো সমস্যা হবেনা ইনশাআল্লাহ৷ আর বিশ্বাস না হলে কাজ শুরু করার দরকার নেই৷ কারন শুধু শুধু সময় নষ্ট করছেন বলে মনে হবে৷
এখানে Click করে Bitcoin Wallit এ Registration করে নিন৷
এখানে Click করে Faucethub এ Registration করে নিন৷
এখন Bitcoin wallit থেকে BTC এর Address টি কপি করে নিয়ে Faucethub এ যোগ করুন৷ তারপর এখানে প্রবেশ করে Claim লেখাগুলোতে প্রবেশ করে BTC এড্রেসটি দিয়ে Earn করতে থাকুন৷ বিকাশ দিয়ে কিভাবে টাকা উত্তোলন করতে হবে তা পরের টিউনে দিবো খুব শিঘ্রই৷
কোনো সমস্যা হলে বা না বুঝলে আমার সাথে যোগাযোগ করুন»»»
মোবাঃ 0178808874
মেইলঃ [email protected]
ফেসবুকঃ ফেসবুকে আমি
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।