ইমেইল মার্কেটিং শিখুন লাইফ টাইম ইনকাম করুন। মার্কেট প্লেস থেকে ইনকামের পাশাপাশি আপনি প্রতারিত হয়া থেকে বিরত থাকুন। ইমেইল মার্কেটিং টা হলো লিড জেনারেশনের একটা শাখা, অর্থাৎ ইমেল মার্কেটিং কথাটির আগে লিড জেনারেশন কথাটি জরিত।
লিড জেনারাশন হলো কোন মোবাইল নাম্বার, ইমেইল, আডড্রেস, ফেসবুক টার্গেট প্রফাইল, ওয়েব সাইট লিষ্ট ইত্যাদি সকল কিছু সংগ্রহ করা এবং যা দিয়ে ব্যবসায়ের কাজে তা ব্যবহার কারা।
তাহলে লিড জেনারেশনের সংজ্ঞায় এই টাই বুঝা যায় যে এই ইমেইল মার্কেটিং লিড জেনারেশনের সাথে অতপরিত ভাবে যুক্ত।
এই টিউন টা যেহুতু ইমেইল মার্কেটিং তাই আপনাদেরকে ইমেইল মার্কেটিং নিয়েই আলোচনা করব। আর এই মেইল মার্কেটিং থেকে যে ভাবে ইনকাম করবেন। তার চুরান্ত পর্যায় নিয়ে যাব।
বর্তমানে আধুনিক অনলাইন কারবারী জগতে ইমেল মার্কেটিং এর জনপ্রিয়তা ব্যপক। তাই আমাদের সবার ইমেইল মার্কেটীং শিখা একান্ত প্রয়োজন। একটি ব্যবসায় প্রতিষ্টানের টার্গেট জনগনের নিকটে খুভ সহজেই পন্য দ্রব্য বা সেবা বিক্রয়ের লক্ষে পৌছায় দেওয়া সম্ভব এবং জনগনের কাছে পন্য দ্রব্যের প্রমট করা সহজতর হয়।
এই সব বিষয়ে যদি আপনি শিখেন তাহলে আপনি মার্কেট প্লেস থেকে লাইফ টাইম ইনকাম করার পাশাপাশি, নিজেই একটা ব্যবসায় প্রতিষ্ঠান চালাতে পারবেন উক্ত কাজ গুলো জানা থাকলে।
লিংদিনের ইমেল সংগ্রহ করার জন্য আপনাকে প্রথমে গুগলে বা যে কোন সার্স ইঞ্জিনে এই কমাড টা দিয়ে সার্স করুন। তাই গুগল থেকে ইমেইল বের করতে হলে নিচের এই কমান্ডের মত ভাল কমান্ড কথাও নেই। কমান্ড টা হলো
site:linkedin.com/pub/ "@gmail.com" "SEO Expert"
এইখানে site:linkedin.com টাতে বুঝাচ্ছে যে আপনি লিংকদিন থেকে ইমেইল সংগ্রহ করবেন।
site:linkedin.com/pub/ "@gmail.com এই @gmail.com দেওয়ার কারন হলো জিমাইল ইমেইল বের করব।
site:linkedin.com/pub/ "@gmail.com" "SEO Expert" এই SEO Expert পার্ট দেওয়ার কারন হলো, জিনি SEO Expert তিনি জিমিইল ইমেইল ব্যবহার করে তার লিংদিনে একাউন্ট আছে। বুঝতে জটিল হচ্ছে?
ভালো করে বুঝাচ্ছি, কেউ লিংকদিনে জিমেইল দিয়ে একাউন্ট খুলেছে তিনি SEO এর কাজ করেন। আরো ভালো বুঝার জন্য আমার এই ভিডিও টি দেখবেন। আর কেমন হচ্ছে সে বিষয়ে টিউমেন্টে জানিয়ে দিবেন।
আমি মোস্তাকিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মাদ মোস্তাকিন হোসেন। আমি বর্তমানে অনার্স হিসাববিজ্ঞান ৪র্থ বর্ষে পড়ছি। আমি পড়ালেখার পাশাপাশি, টেকনোলজি চর্চা করি। বলতে গেলে এই টা আমার ভাত আর মাছ হয়ে গেছে। অর্থাৎ টেকনলজি আমার মনের খুরাক। আমি মুলত টেকটিউনস থেকে শিখার জন্য একাউন্ট খুলেছি। বিভিন্ন মানুষের কমেন্ট করা যোগাযোগ ইস্থাপন করা ইত্যাদি ইত্যাদি।
বাংলা বানানের দিকে খেয়াল করবেন। pub কি?Free unlimited Bulk email tester এর কোন Software বা গসline site আছে কি না?