গত ২৬ অগাস্ট থেকে আমি SEO শেখার চেষ্টা করছিলাম, keyword research টা মোটামুটি শিখতে পেরেছিলাম, "পেরেছিলাম" বলছি এই কারনে, কারন আজ থেকে বন্ধ। মন টা খুব ভালো কারণ অনেক কিছু শিখতে পরেছি, অন্যদিক-এ মন টা খারাপ কারণ শেখার উদ্যেশ্য ছিল এটাকে professionally নেওয়া, কিন্তু সেটা আর হবে না!
কেন?
কারণ আমি এই পর্যায় এসে মনে করছি World এ white hat seo বলতে কিছু নেই! SEO জিনিসটাই Black! এবং এর ভবিষ্যৎও Black! আমরা নতুন যারা SEO নিয়ে সামনে এগুতে চাচ্ছি তাদের ভেবে দেখা উচিত, SEO কি আসলেই legal?
যদি SEO legal হয়, তাহলে এতো বড় একটা industry কে কেন Google কোনো help করে না!
কেন keyword research করার জন্য Adword use করতে হয় যেটা কিনা advertiser দের জন্য বানানো!
কেন বার বার গুগল algorithm change করে কিন্তু সেটা জানতে হয় third party blog থেকে?
এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত! আমি ভুল হতে পারি! কারন আমার SEO নিয়ে অভিজ্ঞতা ১৭ দিন এর। আমি শুধু নতুন দের কাছে বিষয় টি স্পষ্ট করে দিতে চাই, এবং নিজে স্পষ্ট হতে চাই। আমার লেখার উদ্দেশ্য কারো যেন ১৭ দিন research করে এটা না জানতে হয় যে SEO illegal! আমি Online এ মনে হয় ২০+ SEO related top expert's tutorial(Moz, Backlinko, Nshamim, Md omor faruq) শুনেছি কেউ এটা স্পষ্ট করে নি তাই আমি এখনো sure না আমার মতামতটি কতটুকু সঠিক! কেও জানলে জানাবেন আমি ভুল না সঠিক?
টিউনটি ভাল লাগলে Share করুন। ভাল থাকুন, আর অন্যকে ভাল রাখতে চেষ্টা করুন।
শাকিল আহমেদ
🙂