গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-৩১] :: আউটসোর্সিং কাজে ইংরেজি শেখাটা কতটা গুরুত্বপূর্ণ?
কেমন আছেন সবাই?
ইতিমধ্যে আমার টিউনের টাইটেল দেখে বুঝে গেছেন আমি আজ কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, হ্যা আজকের দেওয়া টিউটোরিয়ালে আমি বিস্তারিত তুলে ধরেছি আউটসোসিং কাজে ইংরেজি শেখার গুরুত্ব কতটুকু।এবং এইখানে ও বিস্তারিত বলার চেষ্টা করবো।
আমরা যারা নতুন গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কাজ শিখছি তারা সবাই শুধু কাজ শেখার জন্য ব্যাস্ত হয়ে পড়ে কিন্তু এটাই মাথায় রাখেনা যে কাজ শেখার প্রয়োজনীয়তা যেমন তেমনিই ইংরেজিটাও খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি ছাড়া আপনি যতই দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হোন না কেন মার্কেটপ্লেসে আপনার কোন মূল্য নেই। কারণ ফ্রিল্যান্সাররা খুব কম লোকাল কাজ করে সব কাজ বাইরের ক্লায়েন্টের সাথে বেশি করতে হয়।
এই কথাটি সব সময় মনে রাখবেন তাই অনেকে আমরা শুধু কাজ শেখার উপর গুরুত্ব দেই কিন্তু কখনো ইংরেজি গুরুত্বের কথা ভাবিনা।বর্তমানে এই সমস্যার প্রধান কারণ কিছু উঠতি ট্রেনিং সেন্টার যারা শুধু স্টুডেন্ট পাবার জন্য বিভিন্ন লভনীয় অফার দেই কিন্তু ইংরেজির গুরুত্ব তুরে ধরেনা কখনো। আমি নিজেও গিয়েছিলাম কিছুদিন আগে আমি যখন জিজ্ঞাসা করলাম ইংরেজি কেমন জানতে হবে আমি তো তেমন ইংরেজি পারিনা উত্তর পেলাম তেমন জানার দরকার নেই।
আসলে এই উত্তর এর কোন মানেই হয়না কারণ বাইরের ক্লায়েন্ট যখন কোন কাজ দিবে সে সব কাজের ব্যাপারেই বলবে অনেক কঠিন কঠিন ইংরেজি শব্দ শুনতে হবে যা কখনোই জানা নেই। এর জন্যই প্রতিটি কথায় বললো কাজ শেখার পাশাপাশি ইংরেজি শেখার উপর সমান গুরুত্ব দিন। বাংলাদেশে অনেক দক্ষ গ্রাফিক্স ডিজাইনাররা আছেন যারা অনেক ভাল ভাল কাজ করেন কিন্তু মার্কেটপ্লেসে কাজ খুব কম পান কারণ তারা ইংরেজি খুব কম পারেন।
এখন অনেকে প্রশ্ন করতে পারেন ইংরেজি কম জানলে কাজ কম পাব কেন? কারণ অনেক ক্লায়েন্ট আছে যাদের সময়ের অনেক মূল্য আছে এখন আপনাকে যদি বুঝাতে বুঝাতে তার সময় নষ্ট করে, তাহলে আপনাকে কেন কাজ দিবে।যখন দেখবে আপনি ইংরেজি পারেননা বা কিছু বুঝাতে পারছেননা তখন সে হয়তোবা আপনাকে দিয়ে কাজ করাবে কিন্তু পরবর্তি কাজ আর আপনাকে দিয়ে করাবে না কারণ মার্কেটে ডিজাইনারদের অভাব নেই।
তাই আমি পরিশেষে একটা কথায় বলবো কাজ শিখুন পাশাপাশি ইংরেজি শেখার চেষ্টা করুন।
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
প্রিয় টিউনার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
প্রিয় টিউনার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।