প্রিয় ড্রিমপ্লয় লিডার ও সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম।
এই মাসের ১৭-২৫ তারিখের মধ্যে চ্যালেঞ্জ, এড ভ্যালি, মিডিয়া এন্ড সোশ্যাল নেটওয়ার্ক, শপিং এর কাজ শুরু হচ্ছে। আপনারা এতদিন ধৈর্য ধরে ড্রিমপ্লয়ের সাথে লেগে আছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। শুধুমাত্র যারা এপস ডাউনলোড ও প্রোফাইল কম্প্লিট করেছেন, তাদের কাছেই চ্যালেঞ্জ যাবে।
১৭ তারিখ পর্যন্ত যারা এপস ডাউনলোড ও প্রোফাইল কম্প্লিট করবেন শুধু তাদেরকে কাউন্ট করে চ্যালেঞ্জ সেটিং করা হবে।
https://www.techtunes.io/outsourcing/tune-id/511384
আর যারা ব্যর্থ হবেন তাদেরকে পেমেন্ট উঠানোর জন্য পরবর্তী 1 মাস অপেক্ষা করতে হবে। যেহেতু ড্রীমপ্লয় মাসে 1 বার সুযোগ দিবে টাকা উঠানোর জন্য তাই নিৰ্দিষ্ট সময় সীমার মধ্যে উঠাতে ব্যর্থ হলে তার জন্য ড্রীমপ্লয় দায়ী থাকবে না।
কথায় আছে অপেক্ষার ফল সুমিষ্ট হয়। আর সেই সুমিষ্ট ফল নিয়েই হাজির হচ্ছে ড্রীমপ্লয়। আপনাদের ইনকাম শুধু ড্রীমপ্লয় থেকেই নয় আমাদের টিভি চ্যানেল, পত্রিকা, মিউজিক চ্যানেল, অনলাইন শপ এবং সোশ্যাল মিডিয়া চালু হচ্ছে আপনাদের ইনকামকে বহুগুনে বাড়িয়ে দিতে। লাখো মানুষের আশা ভরসার নামে পরিণত হতে যাচ্ছে ড্রীমপ্লয়। ড্রীমপ্লয় দেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছে তা পূরণের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। প্রতারণা শব্দটির সাথে ড্রীমপ্লয়কে মিলাবেন না। কারন প্রতারণা তারাই করে যারা বিভিন্ন লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয় এবং নিজের স্বার্থ হাছিল হলে তা বন্ধ করে হারিয়ে যায়।এদিক থেকে ড্রীমপ্লয় শতভাগ সৎ। হয়ত আপনাদেরকে দেওয়া সময় অনুযায়ী আমরা কাজ দিতে পারিনি কিন্তু দেখানো স্বপ্নকে বাস্তবায়ন করতে একপাও পিছু হটিনি।
আর যারা বিশ্বাস করতে পারেন নি, তারা মাসখানেক একটু দুরেই থাকুন। বিশ্বাসীরাই এগিয়ে যাবে।
ড্রিমপ্লয় টিম
আমি রাজু আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।