অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ইমেল মার্কেটিং কতটা কার্যকরী?

কাজ জানার পরও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নতুন ফ্রিলেন্সাররা সহজে ভালো কিছু করতে পারছেন না কারণ কম্পিটিশন আগের থেকে অনেক বেড়েছে। আপনি যে প্রডাক্ট বিক্রয় করার জন্য ঠিক করেছেন সেগুলোর কীওয়ার্ডে কম্পিটিশন এতোই বেশী যে, সে নিশ সাইট গুগলের প্রথম পাতায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আবার যে কীওয়ার্ডের কম্পিটিশন কম সেগুলোর সেইল নাই। কি করবেন ভেবেছেন? অ্যাফিলিয়েট মার্কেটিং কি তাহলে ছেড়ে দিবেন?

ফ্রিলেন্স আউটসোর্সিংয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সব থেকে বেশি আলোচীত বিষয়। ট্রিলিয়ন ডলারের মার্কেটে সফল হতে হলে এবং আরো বেশী আয়ের নিশ্চয়তায় ইমেল মার্কেটিং খুবই কার্যকরী হতে পারে। ভালো সেইল পেতে হলে আপনার নিশ সাইটের এসইও করেও যদি দেখেন সার্চ ইঞ্জিনে ভালো রেটিং পাচ্ছেন না তাহলে ডাইরেক্ট ইমেল মার্কেটিংই হতে পারে আপনার ভরসা।

চলুন একটু পেছন থেকে শুরু করি। ঘুরেফিরে ভালো সেইল পেতে হলে সে প্রডাক্টগুলোই সিলেক্ট করতে হচ্ছে যেগুলোতে কম্পিটিশন বেশী। একজন মার্কেটার তার নিশ সাইটের মার্কেটিং করে আসছেন ১০ বছর ধরে। আর আপনি শুরু করেছেন মাত্র ৫ থেকে ৬ মাস আগে। নো ওয়ে -

আপনার প্রডাক্টের এতোই মার্কেট ভেলু যদি হয় যা দিয়ে অ্যাফিলিয়েট শুরু করলে সে নিশ সাইটের ওয়েবসাইট গুগলের প্রখম পাতায় আনতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে কয়েক বছর তাহলে কি আপনার ধৈয্য থাকবে? নেক্ষেত্রে ডাইরেক্ট ইমেল মার্কেটিং করাই কি উত্তম নয়?

আমি জানি আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন, ইমেল মার্কেটিং কি এতোই সহজ? সব থেকে বড় সংগ্রাম হচ্ছে ইমেল ডাটাবেইস কালেক্ট করা। কিভাবে সংগ্রহ করবেন একটিভ ইমেল ডাটাবেইস? কারো কাছ থেকে কেনা কি ঠিক হবে? তাছাড়া কিভাবে বুঝব সে ডাটা্বেইসে ইমেল মার্কেটিং করলে সফল হবো কি না? কেননা আপনি যে প্রডাক্টের মার্কেটিং করবেন সে ইমেল ব্যবহারকারীদের সে প্রডাক্টে আগ্রহ আছে কি না আপনি কিভাবে বুঝবেন? আপনার কাছে হয়ত ১০ হাজার স্কুলের ইমেল ডাটা আছে। আপনি সেগুলোতে বিউটি প্রডাক্টের ইমেল মার্কেটিং করলেন। আপনাকে নিয়ে কি হাসাহাসি করব না?

ভেলিড ইমেল কিভাবে কালেট করবেন, কিভাবে ইমেল প্রসেস করবেন, প্রফেনালী কিভাবে সেন্ড করবেন এগুলো আমি পরবর্তী টিউনে ধারাবাহিক আলোচনা করব। আজকে শুধু বললাম কেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ইমেল মার্কেটিংটাও জরূরী। আপনি ইমেল মার্কেটিং করলে হাই রেটিং প্রডাক্ট নিয়েই শুরু করতে পারেন। আপনি যেহেতু ক্রেতার কাছে ডাইরেক্ট মার্কেটিং করবেন তাই যে কোন হাই সেইল প্রডাক্ট বিক্রয় করার জন্য অ্যাফিলিয়েট শুরু করতে পারেন। সেইল পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করার প্রয়োজন নাই। যেহেতু ভালো রেটিং প্রাপ্ত প্রডাক্ট দিয়ে ক্রেতার ইমেইলে ডাইরেক্ট মার্কেটিং করছেন তাই সেইল পাওয়ার সম্ভাবনা বেশী। যে ইমেল ডাটাবেইস থেকে ভালো ক্লিক পাচ্ছেন সেগুলোতে প্রতি সাপ্তাহে ক্যাম্পেইন করুন। ভালো একটি ক্রেতা ডাটাবেইস পেয়ে গেলে আজীবনের জন্য আপনার সম্পদ হয়ে থাকবে। পরবর্তী টিউনের জন্য আমাকে ফলো করুন, টিউমেন্ট করুন।

ফেইসবুকে আমাকে পাবেন

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউটিউবে প্রতি মাসে ১৫০০-২৫০০ ডলার ইনকামের সিক্রেট জিনিস গুলা জানতে ভিজিট করুনঃ https://goo.gl/45XAwn

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।