সরকারি বৃত্তিতে কোর্স করে স্বাবলম্বী হোন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, Asian Development Bank (ADB) এবং Swiss Agency for Development and Cooperation (SDC) এর আর্থিক সহায়তায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর তত্ত্বাবধানে “Skills for Employment Investment Program (SEIP)” প্রকল্প এর অধীনে সারা দেশের বিভিন্ন জেলায় নিম্ন আয়ের এবং অনগ্রসর জনগোষ্ঠীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে বৃত্তিতে নিমোক্ত কোর্সসমূহ সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে।

Course Details:

PKSF SEIP course

প্রশিক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী:

  • সপ্তাহে ৬ দিন ক্লাস অনুষ্ঠিত হবে।
  • সম্পুর্ণ আবাসিক প্রশিক্ষণ।
  • কোর্স শেষে চাকরি বা ব্যবস্যা করার মানসিকতা থাকতে হবে।
  • চাকুরি প্রাপ্তিতে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
  • কোর্স শেষে আর্থিক ঋণের সুবিধা পাবে।
  • ১০০% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
  • ঢাকার বাহিরে কোর্স করার মানসিকতা থাকতে হবে।

 

আর্থিকভাবে অস্বচ্ছল ও নারীদের অগ্রাধীকার দেওয়া হবে।

পিকেএসএফ এর সহযোগী সংস্থার পরিবারভুক্ত দেরকে অগ্রাধিকার দেয়া হবে ।


কোর্স চলাকালীন সময় থাকা-খাওয়া প্রতিষ্ঠান বহন করবে।থাকা খাওয়া খরচের ১০% যা ৩ মাসের কোর্সের জন্য ২৩০০/- আর ৬ মাসের কোর্সের জন্য ৪৫০০/- হতে পারে।এটা প্রশিক্ষণার্থী কে বহন করতে হবে।

কোর্স টি রেজিস্ট্রেশন করার আগে একবার ভাবুন -

  • এই সুযোগটি আপনার জন্য কিনা ?
  • আপনি এই সুযোগটির যথোপযুক্ত ব্যবহার করে নিজের জীবনের উন্নয়ন করতে পারবেন কিনা ?

যদি উত্তর না হয় তাহলে দয়া করে আরেক জনের সুযোগটি নষ্ট করবেন না।

আপনার আশেপাশে যাদের এই সুযোগটি দরকার,তাদের জানিয়ে তাদের জীবন উন্নয়নের সুযোগ করে দিন।

Registration করুন।
Click here for registration 

Level 0

আমি মানিক ধর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় মানিক ধর,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।