আমি একটি captcha সাইট পেয়েছি প্রতি ক্যাপচা 0.10 সেন্ট দিচ্ছে যা প্রতিদিন টাকা আয়ের নতুন সুযোগ।

আমি আজকে একটি সাইট  নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যা প্রতিদিন প্রায় 450 ডলার আয় করা যায়, সাইটির নাম এখানে ক্লিক করে Register করুন যা একদম খুব সহজ রিজিষ্টার ঠিক হলেই আপনার ইমেইলে একটি ভেরিভাই লিং যাবে এবার ভেরিভাই সম্পুর্ন  করুন ঠিক এবার কাজ শেষ, এবার পুনরায় Login করুন এবং উপরের মেইন বার থেকে user Area তে ক্লিক করুন নিচেই দেখতে পাবেন START WATCHING PAYED ADS একটি টেপ, ক্লিক করুন এখানে দেখবেন ক্যাপচা আসা শুরু হয়ে গেছে এবার পুরন করুন আর দেখুন মজা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবগুলি ক্যাপচা একদম সহজ এবং নিউমেরিক মানে সব নাম্বার দিয়ে হয়। দিনে যতো খুশি পূরন করুন আর টাকা আয় করতে থাকুন। মনে রাখবেন একটি মোবাইল বা একটি কম্পিউটার থেকে একটি একাউন্ট ওপেন করা যায়।

এই সাইটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মোবাইল ডাটা একদম কম লাগে, মানে হচ্ছে মাত্র 5MB হলেই সারাদিন ক্যাপচা পুরন করতে পারবেন।

টাকা উত্তোলন কিভাবে করবেন:- ব্যাংকে উত্তোলন, পেপাল, বিটকুইন,পাওনিয়ার 450 ডলার হলে তবেই withdrew দিবেন।চিন্তার কোন কারন নেই হয়তো ভয়ে পেয়ে গেছেন এতো ডলার কেমনে করবেন মাত্র 3 ঘন্টা সময় লাগে একা করতে। তাহলে আর ভয় কিসের। আমাদের মনে রাখতে হবে যে, টাকা আয় করতে কষ্ট হয়।

Level 0

আমি আবু বকর সিদ্দিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন দক্ষ আই টি পারসোন। আমি বাংলাদেশের সকল মানুষকে কম্পিউটার এবং মোবাইল বিভিন্ন টিউন্সের মাধ্যমে টেকনিক্যাল সার্পোট দেওয়ার জন্য নিজেকে তৈরী করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

is it a scam and don’t pay money???

প্রিয় আবু বকর সিদ্দিক,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।