বর্তমানে অনলাইনে CPA Marketing অতি লোভনীয় একটি পেশা যার মাধ্যমে খুব সহজেই প্রতিদিন আপনি মিনিমাম ($10 - $20) ডলার ইনকাম করতে পারবেন।
এখন আর CPA Marketing শিখতে ১০-১৫ হাজার টাকা খরচ করে আপনাকে কোন ট্রেনিং সেন্টারে যেতে হবেনা ঘড়ে বসেই প্রফেশনাল মানের ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি শিখতে পারবেন CPA Marketing এর A টু Z।
টোটাল ভিডিও = ৩৫ টি ভিডিও লেসন (2017 Update)
DVD টোটাল সাইজ = ২.৪৫ গিগাবাইট (GB)
পূর্ব মূল্যঃ ৳৩৭০০/- টাকা।
বর্তমান মূল্যঃ ৳২০০০/- টাকা। (৳১৭০০ টাকা ডিসকাউন্ট)
👉 DVD সিক্রেট লিংক থেকে ডাউনলোড করে নেওয়ার ব্যবস্থা আছে। টাকা পেমেন্ট করার পর ২ টা সিক্রেট লিংক দেওয়া হবে সেই লিংক থেকে তৎখনাত DVD ডাউনলোড করে নিতে পারবেন।
যেহেতু এই কাজগুলো ঘরে বসেই করা যায় তাই গৃহিণী চাকুরীজীবী ছাত্র-ছাত্রী সহ যেকোনো পেশার মানুষ এই কাজগুলো করতে পারবেন।
এই ডিভিডি ফলো করলে আপনি খুব সহজে CPA Marketing শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব কিছু স্টেপ বাই স্টেপ অনেক ভাল ভাবে শিখতে পারবেন। এ ছাড়াও সাথে থাকবে ২৪ ঘন্টা phone call সাপোর্ট।
এই ভিডিও টিউটোরিয়াল গুলো অত্যন্ত প্রফেশনাল মানের। এখানে অনেক গোপন বিষয় গুলো বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে যা একজন মার্কেটার এর অতি প্রয়োজন। এছাও অনেক Hidden টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা হয়েছে।
✰ কি ভাবছেন? ভিডিও দেখে শিখতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দিহান হওয়াটাই স্বাভাবিক তাহলে চলুন দেখিঃ-
👉 ভিডিও টিউটোরিয়াল হচ্ছে একটি ডিজিটাল শিক্ষা মাধ্যম। আপনি কম্পিউটারে ভিডিও প্লে করলে একই সাথে কথা শুনতে এবং কাজটি দেখতে পারবেন। ফলে আপনি ঘড়ে বসে প্রাতিষ্ঠানিক লেকচারের চাইতে বেশি উপকৃত হবেন। কারন প্রাতিষ্ঠানিক লেকচার মাত্র একবার দিয়ে শেষ হয়ে যাইয় আর আমার টিউটোরিয়াল গুলো আপনি আপনার সুবিধামত বার বার দেখে প্র্যাক্টিস করতে পারবেন এবং এভাবে সর্বোচ্চ দক্ষতা অর্জন সম্ভব। আপনি যদি লক্ষ করেন তাহলে দেখবেন বাইরের দেশ গুলোতে অনেক আগে থেকেই এই রকম টিউটোরিয়াল অত্যন্ত জনপ্রিয় শিক্ষা ব্যবস্থায় রুপ নিয়েছে।
👉 এর পরেও আপনার বুঝতে যদি কোন কিছু সমস্যা হয় তার জন্য থাকছে ২৪ ঘন্টা Phone call সাপোর্ট।
✰ ✰ সি পি এ মার্কেটিং সম্পর্কে কিছু তথ্য ✰ ✰
👉 সি পি এ (CPA) কেন করবেন?
#উওর: সি পি এ (CPA) কাজ তুলনামূলক সহজ। বিড ছাড়াই কাজ করা যায় এবং পেমেন্ট অনেক বেশী ও প্রতি ৭ দিন পর পর টাকা তুলতে পারবেন।
👉 সিপিএ মার্কেটিং নতুনদের জন্য সহজ কেন?
#উওর: এই কাজটি খুবই সহজ। এখানে সাধারণত যে ধরনের কাজ করতে হয়, Email Submit, Zip Submit, Simple Signup, Download etc.
👉 সি পি এ (CPA) ক্যারিয়ার কেমন?
উওর: সি পি এ হলো বিলিয়ন ডলারের মার্কেটপ্লেস। অনলাইনে আয়ের একটি বড় মাধ্যম হলো সি পি এ (CPA)। শুধুমাত্র সঠিক গাইডলাইন ও দিক নির্দেশনার অভাবে অনেকেই এই মার্কেটপ্লেসে সফলভাবে কাজ করতে পারছেন না। এখানে বড় সুবিধা হল আপনি কোন প্রকার বিড করা ছাড়াই কাজ করতে পারবেন।
নোটঃ কেন আমার ডিভিডি/ভিডিও যে কোন ট্রেইনিং সেন্টার এর চাইতে সেরা কারন আমাদের দেশের প্রায় বেশির ভাগ ট্রেইনিং সেন্টারে যারা কিনা ট্রেইনিং করায় তারা নিজেরাই প্রাকটিক্যালি কাজ করেন না শুধু মাত্র মূখস্ত বিদ্যার মত শিখিয়ে থাকেন কিন্তু আমি এখানে নিজে কাজ করে তারপর নিজের অভিজ্ঞতা থেকে সব কিছু শেয়ার করেছি।
বিদ্রঃ বর্তমানে কিছু অসাধু ব্যক্তি আমার ডিভিডি পাইরেসি/নকল করে কোম দামের প্রলোভন দেখিয়ে মানুষের সাথে প্রতারনা করার চেষ্টা করছে। এদের কাছ থেকে সাবধান ফাদে পা দিবেন না, প্রতারিত হবেন না। মনে রাখবেন এই ডিভিডি শুধুমাত্র আমাদের।
যোগাযোগঃ 01992152442 (কল করার সময় দুপুর 2:00PM থেকে রাত 11:00PM)
আমি মোঃ আব্দুল হামিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।