কি টাইটেল দেখে অবাক হয়ে গেছেন অবাক হওয়ার কিছু বলি নি জা বলার সত্যি বলেছি।যদি টিউন টি সম্পূর্ণ পরেন তাহলে অবাক হবেন ১০০%।আপনারা হয়তো জানেন ইউটিউব এ ভিডিও আপলোড করে অনেকে মাসে অনেক টাকা আয় করছে আমন কি আমিও এখানে কাজ করি আমার অনেক কয়েক্তি ভেরিফাইদ চ্যানেল আছে। ইউটিউব এর নতুন নিয়ম অনুযায়ী ইউতিব একটি চ্যানেল কে লাইফ তাইম ১০০০০ হাজার ভিও না হলে আই করার সুজগ দেই না।কিন্তু অনেকেই জানেন এক্র=তা নতুন চ্যানেলে ভিউ বারাতে হলে কত কষ্ট করতে হয় আর প্রথম দিকে তো ভিউ হয় না বললেই চলে।তাতে তো আয় এর কথা বাদ দিন।এখন কথা হচ্ছে আমি কেন এত কষ্ট করে ভিডিও বানাবো একেবারে ফ্রি।জে জানে না সে তো ফ্রি তেই কাজ করবে।আর আমি জান তাই আমি জোর গলাই বলছি আমি ফ্রিতে কাজ করি না আমি ইউটিউব এ ১০ হাজার ভিউ হউয়ার আগেই অ্যাড দেখাতে পারি ভাবছেন মিথ্যা বলছি না আমি মিথ্যা বলছি না।আপনারাও চাইলে ইউটিউব ১০০০০ ভিউ হওয়ার আগে অ্যাড দেখতে পারবেন।আমি আমার ভিদিওতে আদসেন্সন্স এর একটি বিকল্প সাইট এর অ্যাড দেখাই।জেটা আদসেন্স এর মতো কিন্তু একটু আলাদা।এর সবথেকে বড় সুবিধা হোল এটি কপিরাইট ভিডিও তেও দেওয়া জাই।এই সাইট এর অ্যাড এর কোন লিমিট নেই।আগেই বলেছি আমি মিথ্যা কথা বলি নে তাই সত্যি লুকাব না এটা আদসেন্স এর থেকে একটু অল্প টাকা দেই।কিন্তু সবাই তো জানেন নেই মামার থেকে কানা মামা ভাল।আর আপনি যদি আদসেন্স ব্যবহার করেন তাও এই সাইট এর অ্যাড দেখাতে পারবেন এর জন্য আদসেন্স আপনাকে কিছু বলবে না।আপনি চাইলে আদসেন্স এর পাসাপাসি এই সাইট এর অ্যাড দেখিয়ে আপনার ইনকাম বারাতে পারেন।
আমি লিমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
video koi vai