আমি আজনি এই হেড লাইন টি দেখে অনেকে আমাকে গালি দিবে অনেকে বলবে এসব ধকাবাজি,কেও আবার খারাপ টিউমেন্ত করবে।আগে গালি দেওয়ার দরকার নেই আগে টিউন টি শেষ পর্যন্ত পড়ুন তার পর যদি গালি দিতে ইচ্ছে হয় তাহলে গালি দিয়েন।
আজকের টিউন টিতে আমি ফেছবুক কে কাজে লাগিয়ে যেভাবে আয় করতে হয় টা নিয়ে আলচনা করব।আম্রা সকলেই জানি ফেছবুক পৃথিবীর সবথেকে বড় সোশ্যাল মিদিয়া।এখানে কিছু না কিছু টিউন করলে মানুশ টা দেখবেই।অনেক মানু প্রতিনিয়ত ফেছবুকের মাধ্যমে হাজার হাজার অর্থ উপার্জন করছে।অনেকে আবার এই ফেছবুকিং পেসা হিসেবে নিয়েছে।আপ্নি যদি খেয়াল করে দেখেন ফেছবুকে হাজার হাজার পেজ আছে সেকল পেজের মালিক কি ফ্রিতে এই পেজ গুলো চালাই ফ্রিতে আপনাদের কে বিনেদন দিয়ে থাকে না তারা নিজেদের স্বার্থেই এই পেজ কাজে লাগিয়ে টাকা আয় করে।ফেছবুকে অনেকে অনেক লিঙ্ক শেয়ার করে টাকা আয় করে।অনেকে পদ্দতিতে ফেছবুকের মাধ্যমে আয় কএরা সম্ভব।জারা বলে ফেছবুকের মাধ্যমে আয় করা সম্ভব না তারা কিছুই জানে না।আপনি ও চাইলে ফেছবুকের মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে পারবেন।এর জন্য প্রইয়জন কাজ করার দক্ষতা আর একটু মেধা সক্তি তাহলে আপনি নিশ্চয় পারবেন এখান থেকে টাকা আয় করতে।
আমি নিচের ভিদিওতে ফেছবুক থেকে আয় করার একটি জনপ্রিয় মাধ্যম আপনাদের দেখালাম।এই ভিডিওটি দেখলে ফেছবুক থেকে আয় করার একটা ভালো আইডিয়া আপনারা পেয়ে জাবেন
আমি লিমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।