অনলাইনে ক্যারিয়ার/আয় বিষয়ক ফ্রি সেমিনার
শুক্রবার / শনিবার সকাল ৯.০০-১০.৩০ পর্যন্ত। (যেকোন একদিন)
আসন নিশ্চিত করুন-০১৬৭৮-১৭০৫৯৩।
দিন : শুক্রবার ও শনিবার
রিপোর্টিং সময় : সকাল ৮.৪৫ মিনিট।
সেমিনার শুরু : সকাল ৯.০০টা।
সেমিনার চলবে : ৯.০০-১০.৩০ পর্যন্ত।
বাংলাদেশের ইয়াং জেনারেশন থেকে শুরু করে বয়সী মানুষরাও অনলাইন ক্যারিয়ারে প্রবেশ করে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে আনতে
সক্ষম হচ্ছেন। দিন দিন অনলাইনে আয়ের প্রতি মানুষের প্রচুর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
.
অনলাইনে আয় সংক্রান্ত বিষয়ে সবাই প্রচুর আগ্রহী হয়ে উঠছে ঠিকই কিন্তু সঠিক গাইড লাইন এবং দক্ষতার অভাবে অনেকেই
ছিটকে যাচ্ছেন।
গত প্রায় ২ বছর যাবত আমাদের আইটি’স সার্ভিসের পাশাপাশি আমরা অনলাইন আয় সংক্রান্ত বেশ কিছু সেমিনার ও কোর্স
পরিচালনা করে এসেছি। দক্ষদের দিক-নির্দেশনা ও প্রশিক্ষণে অনেক নতুনরা দক্ষ হয়ে বিভিন্নভাবে কাজ করে ভাল আয়ের পাশাপাশি
সুনামও অর্জন করে যাচ্ছে।
.
আপনি নতুন হলে সব থেকে ভালপন্থা সময় করে অফিসে এসে সেমিনার করে নিন অথবা কাউন্সিলিং করে নিন। জেনে নিন কিভাবে,
কোনটা দিয়ে শুরু করলে আপনি সত্যিকারের দক্ষতা অর্জন করে আয় করতে পারবেন। হুট করে শুরু না করে একটু বিচারবুদ্ধি দিয়ে
ভেবেচিন্তে শুরু করুন। টাকা পয়সা ও সময় নষ্ট হবার পরে বিচারবুদ্ধি প্রকাশ যেন না পায়। সময় ও টাকা ইনভেস্ট করার আগেই সেই বিচারবুদ্ধি করতে হবে।
বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইন ক্যারিয়ার গড়ে প্রচুর মানুষ স্বাবলম্বী হচ্ছেন কোন সন্দেহ নেই। তবে তারা কি কাজ করেন, কিভাবে করেন, কোথায় করেন এই সকল বিষয়গুলো সঠিকভাবে জানা দরকার। দ্রুতই ক্যারিয়ার গড়ে উঠবে না। ক্যারিয়ারের জন্য প্রয়োজন সঠিক গাইড এবং সঠিক পথ।
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শব্দ দেখেই যেখানে সেখানে দৌড় দিবেন না।
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলে পৃথিবীতে কোন কোর্স নেই। বলতে পারেন সব জায়গায় তো ফ্রিল্যান্সিং শেখায় !! হুম শেখাচ্ছে তবে
সেটা ফ্রিল্যান্সিং কোর্স না। তাহলে কি করবেন?? সেগুলো জানতেই আমাদের এই আয়োজন। ক্যারিয়ারের জন্য মানুষ কত পরিশ্রম
করে, সময় ব্যায় করে, টাকা খরচ করে আরো কত কি করে !!! আপনার ক্যারিয়ারের জন্য সামান্য ২ ঘন্টা সময় ব্যায় করতে পারবেন না !!
বিস্তারিত এই ভিডিওতে দেওয়া আছে যার দরকার হবে দেখে নিবেন।
আমি রাসেল আহম্মেদ ইশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am an experienced and talented Advertising Consultant and Email Handling looking to be hired. I have the skills and educational background to complete your Advertising, Email Handling and Email Marketing jobs and projects. Throughout my career I have also worked as a Email Marketing Marketer and have good experience...
ফ্রিল্যান্সিং বর্তমানে সারাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। একসময় এর মাধ্যমে দেশের এবং যুবসমাজের উন্নয়ন হবে। by: http://www.sondhan24.com