ওয়েব ডিজাইনের প্রাথমিক ধরণা, (পর্ব-০৩) ওয়েব পেইজের প্রকারভেদ

আসসালামু আলাইকুম,
আসাকরি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়ে ভালো আছি। গত দুই পর্বের পর আজ ৩নং পর্বটি লিখতে বসলাম, আসাকরি শেষ পর্ব পর্যন্ত সাথেই থাকবেন।

আজকের পর্বঃ-

ওয়েব পেইজের প্রকারভেদ (Classification of Web page)

ওয়েব পেইজসমুহ অবস্থানের ভিত্তিতে দুই প্রকার।
যথাঃ-
১. লোকাল ওয়েব পেইজ।
২. রিমোট ওয়েব পেইজ।

লোকাল ওয়েব পেইজঃ

স্থানীয়ভাবে ডিজাইন ও সংরক্ষণ ওয়েব পেইজ গুলোকে লোকাল ওয়েব পেইজ বলা হয়। লোকাল ওয়েব পেইজ গুলো সাধারণত সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায়। এ ধরনের ওয়েব পেইজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় না।

রিমোট ওয়েব পেইজঃ

দূরবর্তী কোনো কম্পিউটারেরর সংরক্ষিত ওয়েব পেইজ গুলোকে রিমোট ওয়েব পেইজ বলা হয়। রিমোট ওয়েব পেইজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। এ ধরনের ওয়েব পেইজ ব্রাউজিং এর জন্য ওয়েব অ্যাড্রেস জানা প্রয়োজন হয়। এরূপ অ্যাড্রেসকে Uniform Resource Locator (URL) বলা হয়।

পরিবর্তনের উপর ভিত্তি করে ওয়েব পেইজ আবার দুই ধরনের।

যথা:-

১. স্ট্যাটিক।

২. ডাইনামিক।

স্ট্যাটিক ওয়েবে শুধুমাত্র পূর্ব থেকে তৈরিকৃত তথ্য প্রদর্শন করা যায়। ওয়েব ডেভেলপার ছাড়া আর কেউ তা পরিবর্তন করতে পারেন না। ডাইনামিক ওয়েব পেইজের তথ্য পরিবর্তনশীল। ফাইলের নামের শেষে এক্সটেনশন দেখে পেইজটি স্ট্যাটিক না ডায়নামিক তা বোঝা যায়। স্ট্যাটিক এয়েব পেইজ এর এক্সটেনশন থাকে .htm বা .html। ডাইনামিক ওয়েব পেইজের এক্সটেনশন থাকে .asp, .jsp, .php, ইত্যাদি। ব্যবহারকারীর কমান্ডের ওপর ভিত্তি করে ডায়নামিক ওয়েব পেইজ ভিন্ন ভিন্ন ইন্টারফেস বা ফলাফল প্রদর্শন করতে পারে।

আইপি অ্যাড্রেস (IP Address)

পৃথিবীতে প্রত্যেকটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম ও ঠিকানা রয়েছে ঠিক তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস (IP Address) নামে পরিচিত। বর্তমানে ইন্টারনেট প্রোটকল ভার্সন ৪ বা IPV4 চালু রয়েছে। প্রতিটি আইপি অ্যাড্রেসকে IPV4 সিস্টেমে প্রকাশের জন্য মোট চারটি অকটেট (৮ বিট র বাইরানি) সংখ্যা প্রয়োজন। প্রতিটি অকটেট ডট (.) দ্বারা পৃথক করা হঢ। আইপি অ্যাড্রেসের প্রথম দু'টি অকটেট নেটওয়ার্ক আইডি এবং পরের দুটি অকটেট হোস্ট আইডি প্রকাশ করে।

আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনায় আজকের মত শেষ করতে যাচ্ছি, আসাকরি আপনার মতামত যানাবেন, আগামী পর্বে যা থাকছে, ডোমাইন নেম, ওয়েব সাইট।

আল্লাহ হাফেজ

Level 0

আমি এইচ এম ফয়জুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Very Thanks.