আসসালামু-আলাইকুম। কেমন আছেন আশা করি ভালো আছেন। আর আমাদের এই সুবিশাল টিটি প্লাটফ্রমে থাকলে ভালো থাকার ই কথা।
আমি এই প্রথম টিউন করলাম, তবে ২০১১ থেকে আমি টেকটউনস ভিজিট করি। আর তখন থেকেই আমি গ্রাফিকস ডিজাইন নিয়ে কাজ শুরু করি।
মুলত আমার গ্রাফিকস এর কাজ শিখার পিছনে টিটির অনেক অবধান যা বলে শেষ করা যাবেনা।
যাই হোক এতদিন ধরে আমি যে সমস্যাটি খুজে পেলাম তাহলো, এই পর্যন্ত অনেক গ্রাফিকস ডিজাইনার ভাইদের কে দেখলাম গ্রাফিকস ডিজাইন নিয়ে টিউন করতে কিন্তু দুঃখের
বিষয় এই যে তাদের মাঝে কেউ ই এই নিয়ে টিউন করে না যে কাজ শিখার পর কোথা থেকে ইনকাম করবে, কোন সাইটে কাজ করবে,
হ্যা এই কথা টা বলে নেয়া ভাল যে অনেকে হয়তো বলতে পারেন যে তারা যদি সঠিকভাবে যদি কাজ না শিখে তাহলে অনলাইন মার্কেট গুলোতে কাজ করবে কি করে?
তা অবশ্যই ঠিক কিন্তু আমার কথা হল যারা কাজ শিখে, কাজ করার আগ্রহ আছে, আপনি যদি OutSourcing সম্পর্কে গাইডলাইন দেন তাহলে আমি মনে করি
তাদের কাজ শিখার আগ্রহ বেড়ে যাবে।
আর বিশেষ করে আমাদের দেশে ভালো কোন গ্রাফিকস সেন্টার না থাকার কারনে এই সমস্যা হয়। আর যদি ও কিছু সেন্টার আছে তারা কিছু নিয়ম নির্ধারণ করে দেয়
আর তাহলো
১) ৫০ টা ক্লাস হবে।
২) তারপর সার্টিফিকেট দেয়া হবে।
আপনি লক্ষ্য করে দেখুন তো ৫০ টা ক্লাস করার পর যে আপনি গ্রাফিকস ডিজাইনার হতে পারবেন তার নিশ্চয়তা কি?
আপনি যদি কাজ ই না পারেন সার্টিফিকেট দিয়ে কি করবেন।
আর OutSourcing তো দূরে থাক।
আর এই জন্য আমি চিন্তা করলাম আপনারা যারা গ্রাফিকস ডিজাইন শিখতে চান আর কিভাবে অনলাইন মার্কেট গুলোতে কাজ করবেন
এই নিয়ে পরবভিত্তিক টিউন করবো।
প্রথমে এডোবি ফটোশপ এবং ইলাস্ট্রাতর দিয়ে শুরু করবো, এরপর OutSourcing নিয়ে টিউন করবো।
আর আজকে আমার এই টিউন করার করণ হলো আপনাদের মতামত নেয়ার জন্য।
আশা করি সকলে মতামত জানাবেন।
তবে ইনশা-আল্লাহ খুব দ্রুত এই নিয়ে পর্ব ভিত্তিক টিউন করবো।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ
ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।
আমি সুমন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো উদ্যোগ ভাই এগিয়ে যান পাশেই আছি……নতুনদের জন্য বেশ কাজে দিবে।