ফরেক্স এবং আমার দর্শন ও অভিজ্ঞতা

আমার আজকের এই গুরত্বপূর্ণ ১ম টিউনটি শুধুমাত্র ফরেক্স ট্রেডিং নিয়ে। এটি তাদের ই জন্য যারা সত্যি ফরেক্স করতে চান বা আগে ফরেক্স করতেন, এখন করছেন এবং ভবিষ্যতে করবেন।

শুরুতেই বলি এ পর্যন্ত আমি যতবার ফরেক্স টাকা ইনভেষ্ট করেছি নিজের রিয়েল বা লাইভ আকাউন্টে, ঠিক ততবার রিয়েল বা লাইভ আকাউন্ট জিরো করেছি!! তারমানে লাভের মুখ দেখিনি!! সব ই লস!! ১০০% লস!! আপনারা হয়ত ভাবছেন আমার যেহেতু সবই লস তাহলে আমি আর কতটুকুু ই বা ফরেক্স জানি? ফরেক্সে আবার আমার দর্শন ই বা কি? এই প্রশ্নের উত্তরটি এই টিউন টি সম্পুর্ণ পড়ার পর আশা করি জানতে পারবেন!! তবে আশার কথা হল এখন আমি নিয়মিত প্রফিট করছি!! আর লস খুব কম ই হচ্ছে।

এখন মূল কথায় আসি,

আসলে ফরেক্স করতে হলে অনেক বড় কলিজা লাগে, সাহস লাগে, ভালবাসা লাগে আর নেশাও লাগে!! আপনি যদি ফরেক্সকে পেশা হিসেবে নিতে চান তাহলে এই কথাটি সব সময় মনে রাখবেন, সেটি হলো "ফরেক্স এক দিনের জন্য নয়!!" আমি আবারো বলছি "ফরেক্স এক দিনের জন্য নয়!!" আর যারা ফরেক্স করে একদিনে রাতারাতি ধনী হতে চান তাদের জন্য ফরেক্স নয়।

এখন কাজের কথায় আসি,

ফরেক্স হল একটি complete discipline trading system. যে যত discipline maintain করে ফরেক্স করতে পারবেন সে তত বেশিদিন ফরেক্সে টিকে থাকতে পারবেন।

এখন forex এ discipline আসলে কোন কোন জায়গায়?

  • ১ম ত আপনার আবেগ নিয়ন্ত্রন করা মানে লোভ সামলিয়ে ট্রেড করা
  • ২য় ত মানি ম্যানেজমেন্ট পুরোপুরি ফলো করা
  • ৩য় ত technical term গুলো ভাল করে বোঝা
  • ৪র্থ ত নিউজ এনালাইসিস করা
  • ৫ম ত সব পেয়ার এ ট্রেড না করা, নির্দিষ্ট কিছু মেজর কারেন্সি পেয়ার এ ট্রেড করা
  • ৬ষ্ট ত ক্যাপিটাল অনুসারে, রিস্ক রেশিও অনুসারে লিভারেজ সেট করা
  • ৭ম ত ষ্টপ লস ও টেক প্রফিট নিয়মিত ব্যবহার করা
  • ৮ম ত মার্কেট পজিসন বুঝে ইকুইটি অনুসারে শর্ট টাইম ট্রেড, স্ক্যাল্পিং ট্রেড ও লং টাইম ট্রেড করা
  • ৯ম ত ক্যান্ডেলষ্টিক প্যাটার্ণ ভাল করে বোঝা
  • ১০ম ত প্রাইস একশন ট্রেডিং বোঝা
  • ১১৩ম ত নিউজ এনালাইসিস করে মেজর ইভেন্ট গুলো মাথায় রেখে ট্রেড করা, মোট কথা যে কারেন্সি পেয়ার এ ট্রেড করবেন তার মার্কেট পজিশন বুঝে ট্রেড করা
  • ১২তম ত ভাল ব্রোকার হাউজ নির্বাচন করা, বিশেষত স্প্রেড, ডিপজিট এবং উইথড্র মেথড, ইন্সট্যান্ট উইথড্র সাপোর্ট, কাষ্টোমার কেয়ার সাপোর্ট ইত্যাদি

উপোরক্ত trading discipline system যে মেনে চলতে পারবে আশা করা যায় সে ফরেক্স এ টিকে থাকতে পারবেন লং টাইম ব্যাপি ভাল প্রফিট সহ।

এবার আমার ট্রেডিং ষ্ট্রাটেজি নিয়ে কিছু বলব,

আমি প্রথম দিকে একদিনে বা প্রতিদিন অনেক বেশি বেশি ট্রেড করতাম বিশেষ করে ক্রস কারেন্সি ও মেজর কারেন্সি পেয়ার এ, ফলে ওভার ট্রেড হত আর লস হত অনেক বেশি। আবার মাঝে মাঝে লাভও হত।আসলে লস না করলে ফরেক্স শেখা যায় না। আমি এখনো ফরেক্স শিখছি, বলতে পারেন ক্লাস ওয়ানের ছাত্র!!

যাইহোক আসল কথায় আসি,

আগে যেহেতু বেশি বেশি ট্রেড করতাম তাই ১০ টা ট্রেডের মধ্যে ৭/৮ টা একটানা প্রফিট করলেও বাকি ২/৩ এমন লস হত যে আগের করা প্রফিট সহ ব্যালেন্স জিরো হয়ে যেত!! আর প্রফিট যা হত তা আবার withdraw করতাম না।ফলে সব ই লস!!

তবে এখন বর্তমানে আর ওভার ট্রেড করিনা!! বুঝে শুনে দিনে একবার বা দুবার ট্রেড করি ইকুইটি অনুসারে ভাল ও উপযুক্ত ট্রেড ভলিউম দিয়ে।অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে।কখনো কোন কোন সপ্তাহে শুধুমাত্র ৪/৫/৬ টা ট্রেডও করি। আবার কোন কোন সপ্তাহে ট্রেড করিও না!! আবার কখনো কখনো মার্কেট বুঝে লং ট্রাম বা monthly trade ও করি। আসলে এইখানে নিজের আবেগকে control করে এত কম ট্রেড করে থাকা খুব কষ্টকর। সবাই এটা পারে না, যারা পারে তারাই টিকে থাকতে পারে।

এখন শুধুমাত্র আমি একটা কারেন্সি পেয়ার এ ট্রেড করি সেটা হলো eur/usd pair!! আর অন্য কোন পেয়ারে আমি ট্রেড করি না!! শুধু একটা পেয়ার এ কেন? কারন, খুব tight spread pair আর study করতে সুবিধা। প্রচুর study করেই আমি ট্রেড ওপেন করি আর ক্লোজ করি প্রফিট নিয়ে।

উদাহরনস্বরুপ আমি ১০ টা ট্রেড ওপেন করে ৭/৮ টা ট্রেড প্রফিটে ক্লোজ করি আর বাকি গুলো লস এ ক্লোজ করি মার্কেট সিচুয়েশন বুঝে।

সবসময় average profit করার চেষ্টা করি। আমি প্রথমে মাসিক target set করি কত $ income হলে আমি সন্তুষ্ট থাকবো। যেমন $600 যদি হয় তাহলে ডেইলি মিনিমাম $20 income করতে হবে। so ওইভাবে ট্রেড করি। এটা achieve করা তখন সহজ হয়ে যায়। মাথায় প্রেশার কম থাকে। আবেগ নিয়ন্ত্রনে থাকে। লোভ নিয়ন্ত্রনে থাকে। আসলে লোভ মানুষকে ধবংস করে দেয়। এটা ফরেক্সের ক্ষেত্রেও প্রযোজ্য।

যাইহোক, যেহেতু আমি শুধুমাত্র eur/usd pair এ ট্রেড করি তাই সেশন হিসেবে লন্ডন সেশন ও নিউয়র্ক সেশন কে বেছে নিই কারন ওই সময় গুরত্বপূর্ণ নিউজগুলো পাবলিশ হয়, ভোলাটিলিটি হাই থাকে, প্রাইসের মুভমেন্ট ভাল থাকে আর বাই সেল দিয়ে ভাল প্রফিট করা যায়।

আর একটা গুরত্বপূর্ণ কথা eur/usd pair এ হটাত করেই প্রাইস বাড়ে না বা কমে না বা মার্কেট উল্টা পাল্টা মুভমেন্ট করেনা, spike ও করে না  বরং স্বাভাবিক ভাবেই প্রাইস বাড়তে থাকে বা কমতে থাকে যার ফলে ভাল প্রফিট করা সম্ভব হয়। মার্কেট মুভমেন্ট বোঝা টায় আসল বিষয়। প্রাইস একশন অনুসারে মার্কেট যেদিকে যায় আমিও সেদিকে যায়। আর মার্কেটের বা প্রাইসের বিপরীত দিকে গেলে লস করতে করতে ব্যালেন্স জিরো করতে বেশি সময় লাগবে না।

আর একটা গুরত্বপূর্ণ বিষয়,

আমি সবসময় instant deposit and withdraw supported broker এ ট্রেড করি।আমি মুলত ট্রেড করি শুধুমাত্র exness ব্রোকারে।তার কারন instant withdraw support, amount যায় হোক না কেন! আমি এই পর্যন্ত যতবার withdraw দিয়েছি ততবার ই instant payment পেয়েছি। আমার কাছে খুব ই বিশ্বস্ত এই exness. এদের customer support সত্যিই দারুন ও চমতকার।

capital ও profit নিয়ে আমার একটা strategy আছে আর তা হল:

মনে করুন রিয়েল account এ আপনি $1000 invest করলেন এবং আপনার monthly target profit হল $600 তাহলে daily আপনাকে minimum $20 profit করতে হবে। এখন আমি যেটা করি সেটা হল daily $20 profit achieve হয়ে গেলে সাথে সাথে withdraw দিয়ে দিই। তাতে আমার মূল ক্যাপিটাল ঠিক থাকে।

মাথায় প্রেশার কম থাকে। মূল কথা হল ক্যাপিটাল সবসময় ঠিক থাকবে। আর প্রফিট যা হবে তা সাথে সাথেই উইথড্র করতে হবে। এতে অন্তত মূল capital কোন কারনে জিরো হয়ে গেলেও প্রফিট কিন্তু ঠিকই হাতে থাকবে। প্রতি মাসে প্রফিটের একটা অংশ আবার ইনভেষ্ট করি ফলে মূল ক্যাপিটালও আস্তে আস্তে বাড়তে থাকে। ক্যাপিটাল যত বেশি ইকুইটি তত বেশি আর ইকুইটি যত বেশি প্রফিট তত বেশি।

Neteller প্রসংগে কিছু কথা:

আমি যখন নিটেলার এ সাইন আপ করলাম এর কিছু দিন পর মাষ্টার কার্ড হাতে পেয়ে গেলাম।আর এটিএম বুথ থেকে $$ ক্যাশ করা।চমতকার system. আমি সব সময় payment processor হিসেবে Neteller ব্যবহার করে এসেছি এবং এখনো করছি। Neteller দিয়ে exness এ deposit করা খুব সহজ আর instantly হয়ে যায়।আর withdraw দিলে তো instantly Neteller এ $$ চলে আসে।এরপর সেই $$ master card দিয়ে atm booth থেকে টাকা ক্যাশ করা। তখন সব কষ্টগুলো আনন্দে পরিণত হয়!!

ফরেক্স নিয়ে লিখে শেষ করা যাবে না!! আরো অনেক মহা গুরত্বপূর্ণ বিষয় আছে যা লেখা দরকার ছিল কিন্তু তা নিয়ে পরে লিখব ভেবে আজ এখানেই শেষ করছি। আপনাদের কোন প্রশ্ন থাকলে বা কোন কিছু জানতে চাইলে নিচে টিউমেন্ট করে জানাবেন আশা করি। ভাল থাকবেন সবাই। ভাল ট্রেড করুন। ভাল প্রফিট করুন। আল্লাহ হাফেয।

Level 0

আমি শাকীল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি fxopen এ ব্যালেন্স একাধিকবার 0 করেছি । #ভাও