ওয়েব ডিজাইনের প্রাথমিক ধারণা, (পর্ব-০২) ওয়েব ব্রাউজার

গত পর্বের আজ আবার লিখতে বসলাম, আসাকরি সবাই ভালো আছেন, আসাকরি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজকের আলোচনা ওয়েব ব্রাউজার।

ওয়েব ব্রাউজার (Web Browser)

যে সফটওয়ার ইন্টারনেটের তথ্য বা ওয়েব পেইজে বা ওয়াল্ড ওয়াইড ওয়েব (www) প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য ওয়েব পেইজ পরিদর্শিন করাকে ওয়েব ব্রাউজার বলে। বর্তমানে কয়েকটি জ প্রিঢ ও বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হচ্ছে- ইন্টারনেট এক্সপ্লোর, অপেরা, অপেরা মিনি, সাফারি, নেটস্কেপ, নেভিগেটর, মাজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি।

Web Browsing সফ্টওয়্যারে ব্যবহৃত বিভিন্ন শব্দ নিচে দেওয়া হলোঃ-

  • http: hyper text transfer Protocol.
  • URL: Website/Webpage এর অ্যাড্রেসকে URL বলা হয়। Url হচ্ছে Uniform Resource Locator. পৃথিবীতে এক নামের একটি ওয়েবসাইট থাকে।
  • Home page: কোন প্রতিষ্টান, কোম্পানির বা ব্যক্তিগত ওয়েব সাইটের মূল পেইজকে Home page বলে। এটি সাধারণত Start page এ সেট করা থাকে।
  • Reload/Refresh: যে সকল Web page এর ডেটা অনবরত পরিবর্তন হয় সে সকল Web page পড়ার সময় মাঝ পথে কোন পরিবর্তন হয়েছে কিনা তা জানার জন্য Reload/Refresh কমান্ড দিতে হয়। বিশেষ করে ডাইনামিক ওয়েব পেইজের জন্য Reload/Refresh কমান্ড খুব গুরুত্ব পূর্ণ।
  • Stop: কোন web page এ ডেটা ডাউন লোড হওয়ার সময় যদি ঐ web page না দেখার সিদ্ধান্ত নেয়া হয় তখন Stop বাটনে ক্লিক করে ডাউনলোড বন্ধ করে দিতে হয়।
  • Searce: web page থেকে কোন কিছু খোঁজাকে Searce বলে। খোঁজার কাজটি সম্পূর্ণ করার জন্য বেশ কিছু সার্চ ইঞ্জিন রয়েছে। যেমনঃ Google, Yahoo, Bing, Amazon, Ask ইত্যাদি।
  • Bookmark: Bookmark হচ্ছে একটি web page লিস্ট। যেখান থেকে web page এ য্ওয়া যায়।
    Download: কম্পিউটার নেটওয়ার্কে ডাউনলোড হচ্ছে একটি দূরবর্তী সিস্টেম থেকে স্থানীয় সিস্টেমে তথ্য পাওয়ার উপায়।
    যেমনঃ ইমেইল বা ওয়েবসাইট থেকে কোন ফাইল বা ভিডিও নিজের ডিভাইসে সেভ করা।
  • Upload: আপলোড হচ্ছে স্থানীয় সিস্টেম হতে নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাহায্যে দূরবর্তী কোন সিস্টেমে তথ্য পাঠানো।
    যেমনঃ ই-মেইলের মাধ্যমে কোন ফাইল কাউকে পাঠানো হলে তা ই-মেইল সার্ভারে সেভ হয়।
  • Protocol: এক এক ধরনের অবস্থাকে চিন্হিত করার জন্য এক এক রকম প্রোটোকল ব্যবহার করা হয়। http://, https://, file://, flo://, telent:// ইত্যাদি।
  • Host or computer Neme: ডোমেইন এর আওতাভুক্ত কোন কম্পিউটারকে নির্দেশ করার জন্য যে নাম ব্যবহান করা হয় তা হোষ্ট নেইম হিসেবে পরিচিত। প্রকৃতপক্ষে একটি। সার্ভারে বিভিন্ন হোস্ট নেইম ভাগাভাগি করে অবস্থান করে।
  • Directory path: হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইল পাথ। Document name: হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইল পাথ।

আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আগামী টিউন করা পর্যন্ত সবাই সাথে থাকবেন।

আগামী টিউন, (ওয়েব পেইজের প্রকারভেদ)।

Level 0

আমি এইচ এম ফয়জুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস