CPA মার্কেটিং অ্যাকাউন্ট এপ্রুভ সমস্যার সমাধান নিন আজেই

সসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ঈদের খুশিতে ভালি আছেন। কথা না বাড়িয়ে কাজের কথাই চলে আসি।
আমি মূলত CPA অফার প্রমোট করি। maxbounty সহ প্রয় টপ পেয়িং মার্কেট প্লেচ এ আমার অ্যাকাউন্ট অপ্রুভ করা আছে। আমি বিভিন্ন CPA সাইটে বাংলাদেশ থেকে দীঘদিন চেষ্টা করেও অ্যাকাউন্ট এপ্রুভ করাতে পারি নাই পরে ২০১২ সালে আমি দুবাই চলে আসি অনেক চেষ্টা পর সাফল্যলাভ করি।
ব্যাস্তার কারনে অনেক অফার থাকা শতেও  সব গুলোো অফার কজ করতে করতেে পারতেছি না।
আপনারা যারা কাজ কি ভাবে প্রোমোট করতে হয় বা কাজ জানা শতেও অ্যাকাউন্ট না থাকার কারনে টাকা আয় করতে পারতেছেন না তাদের জন্য এই টিউন।

যদি Dating offer যদি প্রমোট করতে পারেন তাহলেও অনেক ভাল আয় করতে পারবেন।

এবার আসা যাক  অ্যাকাউন্ট এপ্রুভ কি ভাবে করবেন সমস্যা ও তার সমাধান কি.?

আমি নিচে কিছু   সাইট দিছি সেগুলো আ্যপ্লাই কতে দেখেন অ্যাকাউন্ট  পান কি না?

না হলে পরে আমার  রেফার ব্যবহার করার জন্য আমার ফেবুতে ইনবক্স করেন

তারপর ও যদি না হয় তাহলে আমার অ্যাকাউন্ট  অফার প্রমুট করে আয় করতে পারেন।  ২ডলার লিড হলে ১ডলার আপনার হিসাবে।  দিনে ৪০ ডলার আয় কি ভাবে করবেন সেটি আমি দেখিয়ে দেব।  ছিন্তার কোন কারন নাই।

এবার দেখা যাক কি ভাবে কাজ শুরু করতে হয়।
প্রথম ধাপ:
সহজে অ্যাকাউন্ট এপ্রুভ করা যাই এমন কিছু সাইট দিলাম যেগুলিতে আমি সফল ভাবে অয় করেছি
1. c3pa.net
2.trafficgoldmine.com
3. ad4date.com
যদি অ্যাকাউন্ট এপ্রুভ না করে তাহলে আমাকে জানান আমি আমার রেফার দিব।
referral ব্যবহার করলে অনেক সহজে অ্যাকাউন্ট এপ্রুভ কর
২য় ধাপ:
এবার আপনাকে লেন্ডিং পেজ বানাতে হবে। অনেক ফ্রি ডোমেইন পাওয়া জাই সেখান থেকে শুরুতে ফ্রি দিয়ে কাজ করে আয় করতে পারেন পরে. com কিনে কাজ করতে পারবেন।
৩য় ধাপ:
মার্কেটিং করা : মার্কেটিং ২ভাবে করা যাই

১. ফ্রি

২. পেইড

ফ্রি কাজের জন্য আমি সফল হয়েছি facebook

twitter, reddit, সহ বিভিন্ন  সোশাল সাইটে

পেইড  মেথড  হল PPC, google,  bing ads

নোট: বিং এড দিয়ে আমি অনেক লিড পাইছি আপনি ও চেষ্টা  করে দেখতে পারেন
অনলাইন আয়ে আগ্রহীররা আমার সাথে কাজ করতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন

  1. https://www.facebook.com/imran.hosaain
  2. http://www.Twitter.com/imran87h
  3. https://www.facebook.com/groups/572354916220784/

Level 1

আমি পথেরপাঁচালি আবার এসেছে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 19 টিউনারকে ফলো করি।

পথেরপাঁচালিরর


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পরবর্তী পোস্ত reddit থেকে হাজার হাজার Traffic কি ভাবে পাবেন তার ঊপর। সংগেই থাকুন

ধন্যবাদ।