আসসালামু ওলাইকুম, আমি সোহাগ আজকে আরেকটা টিউন নিয়ে হাজীর হলাম, আজকের বিষয় কি করে একজন বেঁকার ছেলে বা মেয়ে অথবা গৃহিণী, অথবা চাকরিজীবী ঘরে বসেই ইউটিউব শিখতে পারে এবং কি ভাবে ইনকাম করতে পারবে।
আপনি একটা মেয়ে ত কি হয়েছে ? আপনি বেঁকার পড়িবার এবং সমাজের বোঝা ত কি হয়ছে ? শুধু আপনার ইচ্ছাই পারে নতুন কিছু দিতে।
ইউটিউব ই পারে আপনার সুপ্ত বাসনা পূরণ করতে
অনেকেই আছেন কি করবেন ভেবে পাচ্ছেন না আমি তাদের কে বলবো একটা বার নিজের লুকিয়ে থাকা প্রতিভাকে সামনে এনে সেটাকে ব্যবহার করুন আপনার সফলতা কে আটকাবে।
হ্যা ছবিতে দেয়া বিষয় ছারাও অনেকেই অনেক কাজে দক্ষ
আপনি গ্রাফিক্স এর কাজ জানেন ভালো
আপনি একজন ভালো ওয়েব ডিজাইনার
আপনি একজন এডোব আফটার ইফেক্ট এক্সপার্ট
আপনি একজন ৩ডি এক্সপার্ট
এমন কোন একটা বিশেষ কাজ আপনি জানেন সেটাই আপনার সফলতা এবং ইনকাম এনে দিতে পারে।
দুনিয়াতে কেউ আপনাকে সামনে নিয়ে যাবে না যদি না আপনি নিজে এগিয়ে না আসেন। কেউ আপনাকে সফলতার মালা পরাতে আসবে না যদি না নিজেকে প্রকাশ করেন। সাহায্যের হাত খুজে পাবেন না যদি না পরিশ্রমের হাত প্রশারিত না করেন।
যারা টাকা খরছ করে কোর্স করে নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে অনেক বেসি আগ্রহি তাদের জন্য আমি সুসংবাদ দিচ্ছি আপনি আমার সাথে কাজ শুরু করলে আপনার সফলতার দায়িত্ব আমার থাকবে।
অনেকেই ভাবে আমাকে দিয়ে এইসব হবে না, তাদেরকে প্রশ্ন করছি কেন হবে না বলবেন একটু ? আমি কথা দিচ্ছি আপনি যেখানেই থাকেন আর যাই করেন একটা কম্পিউটার একটা নেট লাইন বা নেট আগ্রহ এবং কাজ করার ইচ্ছা এইগুলা থাকলেই আপনিও পারবেন নিজেকে প্রমান করতে।
তাই যারা আগ্রহী অবশ্যই ফ্রি আগ্রহী আমার দরকার নাই যারা টাকা খরছ করে কাজ শিখতে চান তাদের কে স্বাগতম জানাচ্ছি। আমার কোর্স এর সব জানতে নিচের গ্রুপ এ জয়েন করতে পারেন
এ ছাড়া ঢাকার বাইরে এমন কেউ যদি থাকেন যাদের কথায় অন্তত ৫ ১০ জন অনলাইন আর্নিং এর কোর্স করবে যদি সত্যি ভালো কিছু পায় তাদের জন্য আছে বিশেষ সুযোগ আমার কিছু লিডার দরকার। এমন কিছু মানুষ যাদের কে আমার সাথে যোগ করতে পারি আমার প্ল্যান সারা বাংলাদেশে আমার এই কোর্স ছড়িয়ে দেয়া। বিশেষ করে তাদের কাছে যারা অনেক কিছুই জানেন না আমি চাই তাদেরও মাসে ভালো একটা ইনকাম আসুক এবং সফল হোক নিজ নিজ যায়গা থেকে। ত যাদের নিজে শেখার এবং অন্য কে সাহায্যের মানুসিকতা আছে শুধু তারাই লিডার হিসাবে জয়েন করে বিশেষ কিছু সুবিধা ভোগ করতে পারবেন।
আমাকে পাবেন
স্কাইপি তে ঃ- dhrubo.taraa
সবাইকে অনেক অনেক ভালবাসা জানিয়ে শেষ করছি আজকের টিউন আল্লাহ্ হাফিয
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...