অনলাইনে আয় করার শতভাগ গ্যারাটেড ওয়েবসাইট আইরাইটার – ৫০০ ওয়ার্ডের একটি আরটিকোল থেকে ৮০ ডলার

অনলাইনে আয় করার শতভাগ গ্যারাটেড ওয়েবসাইট আইরাইটার - যারা জানতেন না কেবল তাদের জন্যই এই টিউন। প্রথমে কিছু প্রাসঙ্গিক কথা - প্রতিদিন এমন অনেক প্রশ্নই শুনি যে, "বাংলা ব্লগিং করে অনলাইনে আয় করা যায় কি না?" আমার একটাই উত্তর,--"এরকম অনেক সাইটের কথা আমি শুনেছি কিন্তু শতভাগ বিশ্বস্থ কোন সাইটের নাম জানি না।" আপনাদের জানা থাকলে জানাবেন প্লিজ। তবে আপনার যদি হাই রেংকড কোন বাংলা ব্লগিং প্লাটফরম থাকে সেখানে আপনি বিভিন্ন কোম্পানীর প্রডাক্টের প্রমোট করে আয় করতে পারেন। যেমন আমাদের টিটি। আরো কিছু ওয়ে আছে, যেমন এডসেন্স অলটারনেটিভ এড যা বাংলা সাপোর্ট করে আবার কোন কোম্পানীর প্রডাক্টের রিভিউ লিখে আয় করতে পারেন। তবে সেক্ষেত্রে কোম্পানীর কাছ থেকে আপনি কাজ নেয়ার জন্য আপনার কোন ব্লগ বা ওয়েবসাইট থাকতে পারে। যেমন - আপনার একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন তা জানালেন। যেমন বললেন আপনি যে কোন প্রডাক্টের রিভিউ লিখে দেয়ার জন্য আপনি ৫০০ টাকা চার্য নেন। এখন আপনার ওয়েবসাইটির এড সোসিয়াল মিডিয়ায় করুন। কারো যদি চুখে পড়ে যার এমন সার্ভিস প্রয়োজন তার কাছ থেকে আপনি কাজ নিতে পারেন। এই কথাগুলো বলছি কারণ কাজ কোথায় থেকে কিভাবে পেতে পারেন তার একটি ধারণা দিচ্ছি। আরো অনেক ওয়ে আছে। যাই হোক, এতো কথা বলার কারণ হলো অনেকে জানতে চায় বাংলা ব্লগিং করে অনলাইনে আয় করা যায় কি না? হয়ত তারা ইংরেজী খুব ভালো জানেন না। অথবা তারা বাংলা ভালো জানেন। ব্লগ সাইট তৈরি করতে আমার সাথে যোগাযোগ করুন। আমি কোন ফ্রি ব্লগস্পট সাইট বানাতে হেল্প করতে পারব না।

আজ আমি একটি ইংলিশ সাইটের রিভিউ করব যেখানে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আয় করতে পারবেন। তবে আপনাকে হতে হবে ক্রিয়েটিভ মানের রাইটার।

এই সাইট এ ৫০০ ওয়ার্ডের একটি আরটিকোল থেকে ৮০ ডলার। তাই আপনি যদি ভালো মানের রাইটার হোন এবং আপনার যদি আরটিকোল ক্লায়েন্টের প্রছন্দ হয় তবে বুঝতেই পারছেন। ক্লায়েন্ট যদি আরকোল প্রছন্দ করে তবে আপনার আরটিকোলের জন্য পেমেন্ট করবে এবং আরটিকোল ডাউনলোড দিতে পারবে।

পেমেন্ট মেথড পেপাল। তাই তারাই একাউন্ট খুলবেন যারা পেপাল থেকে পেমেন্ট নিতে পারবেন। বাংলাদেশের অনেকেরই পেপাল নাই। তাই আগেই জেনে নিন। সাইটটির এড্রেস এখানে

যেকোন প্রয়োজনে ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করবেন
আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করুন : ফেইসবুক
মোবাইল : 01671900672
প্রফেশনাল ইমেল মার্কেটিং

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস