ফ্রিল্যান্সার হিসাবে ক্যারিয়ার গড়ার সুবিধাসমূহ

ফ্রিল্যান্সার হিসাবে ক্যারিয়ার গড়ার সুবিধাসমূহ সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে অবশ্যই জানতে হবে ফ্রিল্যান্সিং কি ? কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীন ভাবে কাজ করাকে বোঝায় ফ্রিল্যান্সিং। স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা। স্বাধীন পেশার কাজের পরিধি ও অনেক বেশি।

একজন ফ্রিল্যান্সার কোন প্রতিষ্ঠান কিংবা সংস্থার সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে কাজ না করে প্রজেক্ট ভিত্তিক কাজ করতে পারেন (প্রজেক্ট ভিত্তিক কাজ হওয়ায় বিভিন্ন ধরণের কাজ করার সুবিধা বেশি এতে একঘেয়েমি আসে না কাজের প্রতি)।প্রজেক্ট ভিত্তিক কাজের দরুন একজন ফ্রিল্যান্সার একসাথে একাধিক প্রজেক্টে কাজ করতে পারেন এবং এর মাধ্যমে নিজের আয় এর মাত্রা ও বৃদ্ধি করতে পারেন।

future-of-freelancing

যেহেতু কোন প্রতিষ্ঠান কিংবা সংস্থার স্থায়ী চাকুরিজীবী নন সুতরাং কাজের জন্য নিজের পছন্দমতো সময় বেঁছে নিয়ার সুজগ আছে। কোলাহল মুক্ত পরিবেশে কাজ করার সুবিধা ভোগ করা যায়। এককভাবে কাজ করার পাশাপাশি একজন ফ্রিল্যান্সার ছোট পরিসরে দলবদ্ধ ভাবেও কাজ করতে পারেন। যার ফলে সল্প সময়ে অধিক পরিমান প্রজেক্ট সম্পন্ন করা সম্ভব আর সেই সাথে আয় এর মাত্রা ও বৃদ্ধি করতে পারেন।

Level 0

আমি রকমারি আইটি ইন্সটিটিউট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Rokomari IT Institute starts its journey with high quality educational commitment. It believes freelancing is revolutionizing the way people work. So, we enable the outsourcing path with our wide range of world class IT courses. Our intention is to provide quality training for the individual improvement and prosperity. RITI offers...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস