বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম,
আশা করি আমাদের সকলের সাইট এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর ফিরলাম টিউন জগতে টিউন নিয়ে।আমার জন্য দোয়া করবেন।
আমার ১ম তম টিউন এ শুভেচ্ছা। আপনি যদি এই টিউন এর বিষয় বস্তু কিছুটা অন্যরকম।সবাই কম বেশি জানেন। আপনাদের কে জ্ঞান দিবো বলে আমি টিউনটি করি নি।বরং আমাদের সকলের জীবন বৈচিত্র থেকেই কিছু তুলে ধরলাম। notging else
তবুও পড়তে পারেন কিন্তু দয়া করে বাজে টিউমেন্ট করবেন না প্লিজ। খারাপ টিউমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ টিউমেন্ট একজন টিউনার এর পরবর্তি টিউন করার আগ্রহ কমিয়ে দেয়।
আমরা সবাই এ ইনকাম করবো ইনকাম করবো বলে পাগল প্রায়। কিন্তু ইনকাম করতে গিয়ে কয়জন সফল হতে পেরেছেন হাতগুলো দেখতে চাই।আমার মতে ৯০%+ ব্যক্তিই ব্যর্থ। কেন?? কি কি অন্তরায়??সমস্যা কোথায়??
গেলাম গিয়ে দেখলাম অসংখ্য টিউন। টাইটেলে আছে ১ দিনে ১/২/৩/৪/৫ ডলার, মাসে হাজার হাজাার টাকা ইনকাম করুন।পিটিসি,আউটসোর্সিং,ইউটিউব এটা সেটা আরো কত কি। এগুলো পরুন আর ক্যারিয়ার গরুন। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের যারা কষ্ট করে ইনকাম টিউন গুলো লিখেছেন।
আর নিন্দা জানাচ্ছি তাদেরকেই যারা রেফারেল বাড়ানোরর ধান্দায় টিউন করেন ঠিকই কিন্তু প্রয়জোন শেষ স্বাধিন বাংলাদেশ।
আমি নিজের থেকে বলছি না।অনেকগুলা পরিসংখ্যান থেকে বলছি যে ৮০% লোকই আপনাদের টিউন বুঝে না।
কারনঃ কারো কারো টিউন সাজানো গুছানো নয়/ছোট করে লেখা,অর্ধেক আজ অর্ধেক কাল,কেউ হয়তো পরবর্তি টিউন খুজেই পায়না।আরো হরেক সমস্যা।
টিউনারদের কোন দোষ নেই।তারাও আমাদের মতোই মানুষ ইনকাম করতে পারছেন না বল্র তাদেরকে বকবেন না। তাদের সময় খুব কম থাকায় টিউন ছোট/পার্ট পার্ট হয়। কিন্তু টেক্টিউন থেকে টিউন পড়ে কয়জন ইনকাম করতে সফল হয়েছেন হাত টা তুলোন, টিউমেন্ট এ দেখতে চাই।আমাদের অনুপ্রেরণা বাড়বে।
ইনকাম গুরুরা বলবেন।যেহেতু আমার একাউন্ট খুলা আছে তাই আমি টাকা টা পে করলে তোমার একান্ট এক্টিভ হবে।
মানলাম,আপনি যে ইনকাম কইরা উল্টাইয়া দিছেন তা পেমেন্ট প্রোভ দেন। আর যদি এক্টিভ করার পর।আমি ইনকাম করতে না পারি।টাকাটা তো ফেরত দিবেন না।তাইনা। বাদ দিলাম।
ইনকাম গুরুরা বলবেন কি যে, টাকা দিলে এক্টিভ করালে করাও নয়ত ঘেন ঘেন কইরো না তো। আমরা যে তাহার কাছেই বন্দি তাই এসব শুনতেই হবে অন্যথায় আমাদের ইনকাম এর আশা মুছে যাবে। তাছাড়া ডিভাইস/প্রযুক্তি ভিত্তিক জ্ঞান,বুদ্ধি,ভাষাগত দক্ষতা,ইন্টারনেট সেবার মান ইত্যাদি সেগুলো অন্তরায় উপেক্ষা করতে হবে।
আর, আমি/আমরা সবাই টেকোটিউন ইনকাম গুরুদের অবশ্যই খুব শ্রদ্ধা করি যে তাদের কারনেই আমি /আমরা সফল হতে না পারলেও হাল ধরে রেখেছি। সর্বদাই তারা আমাদের প্রেরনা দিচ্ছেন। আপনাদের কাছে এক্টাই অনুরোধ আপ্নারা টিউন গুলো আরেকটু বড়+সাজানো বুজানোর উপকরণ দিয়ে পূর্ন করবেন।
আমি বলছি না যে একেবারেই বুঝিই না। বুঝেনইতো আপ্নারা এক্সপার্ট। আমরা না হয় একটু বড়ো টিউন পড়ে পড়েই বুঝি।
হয়তো আপনি বলবেন সময় নাই বড় টিউন করার। আমি বলবো kindly এক মাসে আগে যদি ৫ টা টিউন করতেন এখন বড় করে বুঝিয়ে লেখা ২/৩ টা টিউন করেন।যাতে এখান থেকে একটা টিউন থেকে আমরা কিছু শিখে সফল পারি।
আমি কাউকেই ছোট করার জন্য টিউন লিখিনি। দয়া করে কেউ ভুল ভাব্বেন না।পরিসংখ্যান থেকেই কথা গুলো বলা। দুয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি। ভালো থাকেন সুস্থ থাকুন।আমাদের সকলের সাইট টেক্টিউন সাথেই থাকুন। আমিও আপনাদের দলভুক্ত মানুষ। ভুল ত্রুটি থাকলে স্নেহের স্বরূপ ক্ষমা করবেন।
ভালো থাকবেন।
Allah jafiz
আমি মোঃ মশিউর হোসেন পিয়াস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখাতে সবাই পারে। শিখতেও সবাই পারে। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে সবাই পারে না।
Sad shopping