নতুনদের জন্য বিটকয়েন আয়ঃ পর্ব-১ বিটকয়েন কি, কিভাবে আয় করবেন ও টাকা নিবেন।

সবাই কেমন আছেন?

নিয়ে এলাম একদম নতুনদের বিটকয়েনের টিউন।

বিটকয়েন কিঃ

একটা সাংকেতিক বা ভার্চুয়াল মুদ্রা।সহজ কথায় আসি এটা অনেকটা "বিকাশ" এর মত। বিকাশ এ লেনদেন করার জন্য আপনার বিকাশ একাউন্ট থাকা আবশ্যক তেমনি বিটকয়েন এর জন্যও একাউন্ট থাকা আবশ্যক। বিকাশের কক্ষেত্রে অনেক ভেরিফাই হয় যেমন আইডি কার্ড, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে কোন ভেরিফিকেশন এর দরকার নেই। ইমেইল থাকলেই হলো। এই একাউন্ট খোলার জন্য বিভিন্ন সাইট আছে। সবচেয়ে পপুলার হচ্ছে coinbase.com আপনার আজকের কাজ এখানে একাউন্ট খুলে এড্রেস বের করা।
বিকাশের ক্ষেত্রে আপনার ১১ ডিজিটের ফোন নম্বর টাই একাউন্ট নম্বর হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু বিটকয়েন এর ক্ষেত্রে আপনাকে একটা এড্রেস দেয়, সেটাই আপনার একাউন্ট নম্বর। মানে কেউ যদি আপনাকে বিটকয়েন সেন্ড করতে চায় বা কোন সাইট থেকে বিটকয়েন দিয়ে পেমেন্ট নিতে চান তাহলে অই এড্রেস টি ব্যবহার করতে হবে। coinbase এ প্রত্যেক সময় আপনাকে আলাদ এড্রেস দেয়া হবে। এটা সিকিউরিটি এর জন্য। ভয় পাবেন না। coinbase আপনাকে যেই এড্রেস দিক না কেন বিট কয়েন আপনার কাছেই আসবে। কিন্তু বিভিন্ন সাইটে কাজ করতে গেলে শুধু মাত্র একটা এড্রেস লাগে তাই আপনার উচিৎ একটা এড্রেস কপি করে রাখা যাতে ওটা সবসময় ব্যবহার করতে পারেন।
বিটকয়েন সম্পর্কিত আর একটা চমকপ্রদ তথ্য হচ্ছে এর দাম বাড়ে। মানে আজকে ১$ দিয়ে বিটকয়েন কিনলেন বা ১$ আয় করে রাখলেন, ১-২ মাস পর সেটা ৩-৫$ এ বিক্রি করতে পারবেন। কারন বর্তমান সময়ে খুব দাম বাড়ছে। তাই বিটকয়েন নিয়ে ট্রেড করার মজাই আলাদা।

কিভাবে বিটকয়েন টাকায় রুপান্তরিত করবেনঃ

বিকাশের টাকা তুলতে হলে এজেন্ট বা বুথ এ যেতে হয়ে। সেখানে নির্দিষ্ট পরিমান বিকাশের টাকা সেন্ড করলে নির্দিষ্ট পরিমান আসল টাকা দেয়। বিটকয়েনের জন্য কিছু বাংলাদেশি এক্সচেঞ্জ সাইট আছে যারা বিটকয়েন নেয় আর বিকাশে টাকা দেয়। রেট ১$ = ৮২-৮৫ টাকা। যেমন dbsewallet, ipdbse ইত্যাদি।

নতুনরা কিভাবে আয় করবেনঃ

নতুন দের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা ছাড়া আয় করা প্রায় অসম্ভব। বিভিন্ন লোভনীয় টিউন দেখে গেলেন, গিয়ে ব্যর্থ হলেন। আয়ের আশা ছেড়ে দিলেন। আরে ভাই অনলাইন এ আয় যতটা সহজ ভাবেন ততটা নয়। আমার প্রথম দিকে ১০ দিনে ১০ টাকা আয় করতাম। যেটা রিচার্জে নিতাম। কিন্তু এখন ১$ কে কিছু মনে হয় না। আর এখন টাকা বিকাশে পাই। বিটকয়েন বিভিন্ন ভাবে আয় করা যায়। PTC থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মার্কেটপ্লেসও বিটকয়েন দিয়ে পেমেন্ট করে। তাই বিটকয়েন আয়ের হাজারো সিস্টেম আছে।

 আপনারা যারা অনলাইনে আয় করতে চান তারা ও যাদের বিটকয়েন নিয়ে প্রশ্ন করতে চান তারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেনঃ

আমাদের গ্রুপঃ Facebook Group
আমার ইচ্ছা আছে আমি নতুন দের জন্য ধারাবাহিক ভাবে টিউন করব।

হেল্প লাগলেঃ

ফেসবুকে আমিঃ Facebook Profile

Level 0

আমি শিপন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Hi there,
If you want to earn free bitcoin, you can go to the site where you find how to earn video tutorials and payment proof:
http://www.jlbtcptc.com