ভাই কেমন আছেন?
আবারো আপনাদের সামনে নিয়ে এলাম একটি BTC আর্ন করার সাইট। এর কাজ অন্য ধরনের তাই ভাল করে পড়বেন।
কিন্তু স্কাম সাইটের পরিমান এতই যে আপনারা কোন আর্নিং সাইট দেখলেই আগে তার পেমেন্ট প্রুফ দেখতে চান। অনেকে স্ক্রিনশট কেও ভুয়া বলে। তাই নিয়ে এলাম Live/Video Payment Proof. আশা করি এটাকে ভুয়া বলবেন না।
মাইনিং সাইটের নাম শুনলে আপনাদের গা জ্বালা করে, কারন এদের কাছে পেমেন্ট পেতে হলে হয় অনেক রেফার থাকা লাগবে নয়ত নিজের টাকায় একাউন্ট আপগ্রেড করা লাগবে।
কিন্তু আমি আজকে আপনাদের সামনে নিয়ে এলাম এমন একটি সাইট যেখানে কোন ইনভেস্টমেন্ট ছাড়াই আয় করতে পারবেন। হ্যা এটাও একটা মাইনিং সাইট। তবে এর মধ্যে অনেক তফাৎ আছে। বিভিন্ন মাইনিং সাইটে শুধু রেজিস্টার করলে রাখলেই হয়, কিন্তু এখানে সেটা নেই, বিভিন্ন কাজ করতে হয়।
আপনি এখানে রেজিস্টার করলে পাবেন ১০০ GHS মানে বিটকয়েন আয়ের বা মাইনিং এর স্পিড যেটা দিয়ে কাজ শুরু করতে হবে। মনে রাখবেন আপনার যত বেশি GHS থাকবে তত বেশি বিটকয়েন আয় করতে পারবেন। এই GHS আপনি বিভিন্ন ভাবে পেতে পারেন প্রথম দিকে bitcoin মাইনিং এর লেভেল কমে রেখে GHS এর লেভেল বেশি করে রেখে আপনি একদম ফ্রিতেও GHS বাড়াতে পারেন। নিজের কাউকে রেফার করে অথবা bitcoin দিয়ে কিনতে পারেন। এমনকি আপনার মাইনিং করা btc দিয়েও। এর কোন Expire Date নেই।
আর সবার কাংখিত জিনিস পেমেন্ট প্রুফ।
এই লিংকে গিয়ে দেখুন। আমি কোন প্রফেশনাল ইউটিউবার নই। তাই ভিডিও গুণাগুণ হয়ত খারাপ। এর জন্য মাফ চাই।
আমি মোঃ বশির হাসান সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।