হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন।
আমি আপনাদের মাঝে অনেক দিন পরেই আসলাম। এতো দিন কি কারণে আপনাদের মাঝে আসা হইনি তা আমি নিজেই জানি না।
আমি আপনাদের আগেই বলে নেই আমি পিসিতে যে বাংলা লেখতে পারিনা শুধু বানান ভুল করি। আশা করি আপনারা তার জন্য আমাকে ক্ষমা দৃষ্টি তে দেখবেন।
এখন আছি আসল কথায় আজকে আমি আপনাদের কে একটি অনলাইনে খুব সহজে ইনকাম করা যায় এমন একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। কাজটির নাম Paid Survey আপনি Paid Survey করে ঘরে বসে মাসে ১৫০০০ থেকে ২০০০০ টাঁকা ইনকাম করতে পারেন খুব সহজে। আপনার যদি ইংলিশ ভালো জানা থাকে তাহলে আপনি Paid Survey করতে পারেন, যদি আপনার ইংলিশ ভালো না হয় তাহলে Paid Survey কাজটি আপনার জন্য না।
Paid Survey কি ?
এই বিষয়ে Nill Raj ভাই আগেই একটি টিউন করেছেন তাই আর লেখতে গেলাম না। Nill Raj টেক্সট কপি করলাম।
বিভিন্ন কোম্পানী তাদের পন্যের সম্পর্কে সাধারন মানুষের মত জানতে চায়। এজন্য তাদেরকে জড়িপ করতে হয়। তাদের পন্যের অবস্থান, প্রতিদ্বন্দি অন্য কোন পন্য কেমন ব্যবসা করছে, সেগুলি কেন জনপ্রিয়তা পাচ্ছে, মানুষ কি দেখে পন্য পছন্দ করে, কিভাবে পন্যের কথা জানে ইত্যাদি তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে নিজেদের পরিকল্পনা ঠিক করে। একাজ অনলাইনে করা তুলনামুলক সহজ। পিটিসি সাইটের মত সার্ভে কাজে সহযোগিতা করার জন্যও রয়েছে বহু প্রতিষ্ঠান। তাদের সাথে চুক্তি করলে তারা প্রশ্ন তৈরী করে সেগুলি অনলাইনে ব্যবহার করে।
আপনার প্রথম কাজ তাদের সদস্য হওয়া। এরপর তাদের সাইটে বিভিন্ন জড়িপের তালিকা পাবেন। ক্লিক করে ওপেন করবেন। সেখানে পাবেন নানা ধরেনের প্রশ্নের একটি ফরম। আপনার কাজ সেটা পুরন করা। বিভিন্ন ধরনের সার্ভের জন্য প্রশ্ন কম-বেশি, সহজ বা জটিল হতে পারে। তার সাথে মিল রেখে অর্থের পরিমান কম বেশি হয়। একেবারে সাধারন জড়িপের জন্য কয়েক সেন্ট থেকে কিছুটা বড় ফরমের জন্য কয়েক ডলার পর্যন্ত পেতে পারেন।
এরপরও হয়ত আপনার ধারনা স্পষ্ট হয়নি। মনে হচ্ছে সেখানে কি প্রশ্ন থাকতে পারে। একটি উদাহরন দেখা যাক।
ধরুন কোন প্রসাধনীর জড়িপ আপনার সামনে। সেখানে প্রথম প্রশ্ন, আপনি কি সেই প্রসাধনি ব্যবহার করেছেন? যদি করে থাকেন তাহলে সেটা সম্পর্কে জেনেছেন কিভাবে (কয়েকটি উত্তর দেয়া থাকবে), যদি না করেন তাহলে এর বদলে কি ব্যবহার করেন ইত্যাদি ইত্যাদি। কাজেই যদি এমন হয় যে বিষয়ে জড়িপ করা হচ্ছে সেই পন্য বা সেবা আপনার অপরিচিত তাহলেও ভয়ের কারন নেই। কারন প্রশ্ন করা হবে আপনি তারসাথে কতটা সম্পৃক্ত। আপনি যদি গাড়ি ব্যবহার না করেন তাহলে আপনাকে গাড়ির কোম্পানী, মডেল ইত্যাদি প্রশ্নের উত্তর দিতে হবে না, হয়ত শেষ একটি প্রশ্নের উত্তর দিলেই চলবে।
আমি আশা করি Nill Raj ভাইয়ের টেক্সট পরে আপনারা বুঝতে পারছেন কাজটা কি।
এখন আশা যাক Paid Survey করতে আমাদের কি কি প্রয়োজন হবে।
১। আপনার একটি VPS Server লাগবে।
VPS Server কি ? যদি জানতে চান তাহলে ফয়সাল আইটি ভাইয়ের এই টিউন টি দেখুন।
VPS Server আপনি একটু কষ্ট করে গুগল সার্চ দিলে পেয়ে যাবেন। বা আরও অনেকেই আছেন যারা VPS Server সেল করে থাকে, আপনার জানা থাকলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমরাও VPS Server ১ বছরের জন্য সেল করে থাকি আপনারা যদি VPS Server আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। [email protected] এখানে ইমেইল করতে পারেন। আমরা VPS Server ১ বছরের জন্য ৩৮০০ টাঁকা তে সেল করছি।
আমাদের vps আপনি পাচ্ছেনঃ
Ram: 1 GB
Location: US
HDD: 50 GB
আমারদের কাছে থেকে যদি VPS Server নেন তাহলে আপনি আমাদের কাছে থেকে ১ বছর লাইভ সাপোর্ট পাবেন VPS Server নিয়ে।
বন্ধুরা আমি আর বেশি কিছু বলবনা কারণ আপনারা যারা অনলাইনে কাজ করতে আগ্রহি তারা অবশ্যই Paid Survey বিষয়ে অনেক ধারণা পাইছেন। আর যারা ধারণা পাননি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিস্তারিত টিউন না করতে পারার জন্য।
আপনারা সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ।
আমি manik69। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় manik69,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।