"সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে"
প্রিয় টেকটিউনস এবং প্রিয় বন্ধুরা
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আশা করি পরম করুনাময় মহান আল্লাহ্ এর রহমতে ভালো আছেন সবাই। আজকের টিউন তাদের জন্য যারা চাকুরির টাকায় নিজের জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। যারা চিন্তা করছেন কিছু একটা করা দরকার যাতে একটু ভালো ইনকাম আসে। বা যেই ছাত্র ছাত্রি রা ভাবছেন নিজেই কিছু করবেন অথবা আমার মত যারা চাকরি ই পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের টিউন্স। আসলে এখন সবাই জানেন যে ইউটিউব আপনাকে অনেক ভালো ইনকাম দিতে পারে এবং অনেক ভাই ও বোন তাদের নিজের জীবন টাই পাল্টে ফেলেছে এই কাজ করে। ইউটিউব ইনকাম এখন আর কোন আষাঢ়ে গল্প না এইটা দিনের আলোর মত সত্য। এবং এই খানের ইনকাম প্রথম চাকরির বেতন বা অনলাইন এ কাজ করে প্রথম পেমেন্ট পাওয়ার মত আনন্দের।
আসুন দেখি কি কারনে আপনি ইউটিউব এ কাজ করবেন
এমন আরও অনেক কিছু আছে যেই কারনে ইউটিউব এ বেটার কাজের জন্য মানে নতুন দের জন্য। যারা তার নিজ নিজ সেক্টর এ পারদর্শী তাদের কথা ভিন্ন কারন তারা তাদের ভালো কাজের মাধ্যমে সফলতার পতাকা অনেক আগেই তুলে রেখেছেন। কিন্তু যারা নতুন তাদের জন্য ইউটিউব ই বেষ্ট নির্বাচন হবে।
ইউটিউব এর কাজ করলে সুবিধা গুলা কি কি পাচ্ছেন ? উপরের গুলাও সুবিধা এ ছারাও
ইউটিউব ই হল সবচাইতে সহজ এবং দ্রুত ভালো ইনকামের একটা পদ্ধতি যদি বুঝে ভালো কাজ করতে পারেন।
তবে সব কিছুর মুলে অবশ্যই থাকবে ভালো করে শেখা জানা এবং ভালো করে কাজ করা। যদি কেউ জেনে বুঝে ভালো পথে কাজ করে সে অবশ্যই সফলতা পাবে অন্য সেক্টরের চাইতে অনেক অনেক দ্রুত।
এখন প্রশ্ন হল যে কেউ চাইলে ই কি শুরু করতে পারে উত্তর হবে হ্যাঁ তবে অবশ্যই জেনে বুঝে কাজে নামতে হবে এর জন্য অনলাইন এ পাবেন অনেক অনেক সোর্স যেখান থেকে দেখতে শিখতে পারবেন। যখন বুঝবেন ইউটিউব কি, কেন ইনকাম দেয়, কি কাজ করলে ভালো, আর কি না করাই ভালো, রুলস কি কি, কি কারনে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, এই সব কিছু আপনি জানেন এর পর শুরু করে দেন। কাজ করে জান কত ইনকাম হল প্রথমে সেই চিন্তায় জাবেন না আগে একটা টার্গেট নেন এত গুলা ভিডিও বানাবেন এবং এত গুলা চ্যানেল থাকবে। টার্গেট পূর্ণ হলে এর পর দেখেন ইনকাম কেমন হচ্ছে এর পর কাজের পদ্ধতি বা কি কি নিয়ে কাজ করছেন এবং কোনটায় ভালো সারা পাচ্ছেন সেই গুলা নিয়ে বেসি বেসি কাজ করুন। আর হ্যাঁ একটা টার্গেট করে নেন যে আপনি মাসে এত ইনকাম করতে চান তাহলে কাজে গতি পাবেন।
তাই সবাই কে অনুরধ করবো যেই কাজ ই করেন ভালো পথে করেন আমাদের নাম আমরা বাংলাদেশি এই টা জেনো গর্বের সাথে বলতে পারি। আমাদের জেনো স্পামার হিসাবে না চেনে সেটা ইউটিউব হোক বা অন্য কিছু। আর যেই ভাই বা বোনেরা আজে বাজে টপিক নিয়ে কাজ করছেন দয়া করে বন্ধ করুন এবং খেয়াল করুন হাজারো টপিক পাবেন যা আপনাকে আপনার নির্বাচন করা ওই বাজে টপিক এর চাইতে ভালো ইনকাম দেবে। একটা কথা চিন্তা করবেন যেই কাজ করে আমি কারো সাথে শেয়ার করতে পারবো না বা পরিবারকে বলতে পারবো না এমন কাজ করে কি লাভ।
সবার সুন্দর জীবনের কামনায় এবং একটা অনেক বড় আশা নিয়ে আজকের মত আমার টিউন্স এইখানেই সমাপ্তি টানছি ভুল ভ্রান্তি গুলা ক্ষমা করবেন।
আমাকে পাবেন
আমাকে পাবেন স্কাইপিতে dhrubo.taraa
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...