প্রিয় টেকটিউনস পাঠক বন্ধুরা,
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন এই কামনা নিয়ে শুরু করছি আমার আজকের টিউন। অনেকেই ভাবছেন ইউটিউবে কাজ করবেন, কিন্তু এটা ঠিক করতে পারছেন যে কি নিয়ে কাজ করবেন। আমার এ টিউনটি শেষ পযর্ন্ত পড়ুন, আশা করি আর ভাবতে হবে না, কাজ শুরু করতে পারবেন। এবার আসি টপিক বা নিস নিয়ে বিস্তারিত আলোচনায়-
নিস হল কোন নির্দিষ্ট বিষয়, যা দিয়ে আপনি সার্চ ইঞ্জিনে আপনার তথ্য খুজতে ব্যবহার করে থাকেন, আর এটাকেই আমরা টপিকও বলে থাকি। সোজা কথা, আমরা কোন তথ্য খুজতে যা লিখে সার্চ ইঞ্জিনে সার্চ দেই তাকেই অনলাইনের ভাষায় নিস বলা হয়।
টপিক বা নিস নির্বাচন করতে হলে প্রথমেই আপনাকে নির্বাচন করতে হবে যে, আপনার কোন কাজের উপর ভালো দক্ষতা আছে- আর এটাই হতে পারে নির্বাচিত নিস। তারপরও আমি কিছু টপিক বা নিসের নাম নিচে উল্লেখ করলাম-
আমি শুধু ১১ টা টপিক বা নিসের নাম উল্লেখ করলাম, আরো শত শত টপিক আছে যা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এবার আপনি নিজেই ঠিক করুন কোনটা নিয়ে কাজ শুরু করবেন। আমার কথা হচ্ছে, আপনি যা ভালো পারেন- তা দিয়েই শুরু করুন, দেখবেন হাজার হাজার টপিক আপনি পেয়ে যাবেন। তারপরও সকলের বোঝার সুবিধার্থে ছোট একটা উদাহরন দিলাম- দেখুন একব্যক্তি শুধু কিভাবে ডিম সিদ্ধ করতে হয় এ ভিডিও আপলোড করে $১৩০৮ আয় করেছেন।
তাহলে- আপনার মনে আর কিসের ভাবনা থাকবে, যা পারেন শুরু করে দিন। তারপরও কারো সহযোগিতা প্রয়োজন হলে, আমি তো আছি, প্রয়োজন হলে জানাবেন, অবশ্যই সহযোগিতা করবো। তবে আমি নিজে যেভাবে কাজ করছি তা সবার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে আমার গাইডলাইন ফলো করবেন। আর যদি ভূল হয় ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবন। সবাইকে শুভ কামনা জানিয়ে এখানেই শেষ করলাম আমার আজকের টিউন। আমার পরবর্তী টিউন “কিভাবে বাড়াবেন আপনার ভিডিওর ভিউ” সবাইকে দেখার আমন্তরন রইল।
প্রয়োজনে আমি
আমি মনিন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিডিও বেশি মানুষ দেখবে কি করলে ?