প্রিয় টেকটিউনস পাঠক বন্ধুরা,
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন এই কামনা নিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আমার টিউনটি তাদের জন্য যারা ইউটিউব থেকে আয় করবেন বলে ভাবছেন কিন্তু শুরু করতে পারছেন না অথবা যারা শুরু করেও অসফল হয়েছেন তাদের জন্য। তবে আমার এ টিউনটি শেষ পর্যন্ত পড়বেন, আশা করি আজই শুরু করতে পারবেন। আমার এ লেখা অনুযায়ী ধাপে ধাপে কাজ করবেন অবশ্যই সফল হবেন।
যে কোন কাজ করতে হলে আমি যে কথার উপর সবচেয়ে বেশি বিশ্বাসী সেই কথাটা দিয়েই শুরু করলাম, আর সেটা কথাটা হলো "আপিনি যে কাজটা করবেন সেই কাজ সম্পর্কে ভালোভাবে জানা", না জেনে কোন কাজ করলে তার ফল ভালো হয় না। তাই আপনাকে কাজ শুরু করার আগে অবশ্যই কাজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যাহোক, আমাদের আজকের কাজের বিষয় হলো ইউটিউব।
এবার আসি ইউটিউব নিয়ে বিস্তারিত আলোচনায়-
ইউটিউব হল বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট, যার মাধ্যমে যেকোন ইউজার নিজের ভিডিও আপলোড করতে পারে এবং অন্যদের আপলোড করা ভিডিওগুলোও দেখতে পারে। ইউটিউব ২০০৫ সালে প্রথম মুক্ত ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করে এবং বর্তমানে এর জনপ্রিয়তা সবার শীর্ষে। এই ওয়েবসাইটের শ্লোগান হল “broadcast yourself”.
যারা অনলাইনের সাথে জড়িত তাদের মধ্যে এমন কাউকে খুজে পাওয়া যাবে না যে ইউটিউবের নাম জানেনা বা ইউটিউবে ভিডিও দেখে না। বর্তমানে ভিডিও শেয়ারিং এবং দেখার জনপ্রিয় একটি সাইট হচ্ছে ইউটিউব। অথচ আমরা অনেকেই জানিনা যে ইউটিউব থেকেও ইনকাম করা যায়। ইউটিউব থেকে ইনকাম করার যে কার্য পদ্ধতি, এই পদ্ধতিকেও একরকম ইউটিউব মার্কেটিং বলা যায়।
সোজা কথায়, ইউটিউবে ভিডিও আপলোড ও শেয়ার করে অর্থ উপার্জন করাকেই ইউটিউব মার্কেটিং বলে। প্রশ্ন উঠতে পারে, ইউটিউব কেন অর্থ প্রদান করে? এই প্রশ্নের উত্তর নিচে দেয়া আছে।
ইউটিউব হল গুগলের একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিংসাইট, অ্যালেক্সা র্যাংকিং অনুযায়ী গুগলের পরেই এর স্থান (মানে ২ নম্বর সাইট)। ইউটিউব আপনাকে টাকা দেয়, কারন তারা (মানে ইউটিউব) আপনার ভিডিও-তে অ্যাড প্রকাশ করে আর অ্যাড পাবলিশারদের কাছ থেকে টাকা নেয় আর সেই টাকার একটা অংশ ইউটিউব রেখে, বাকি অংশ আপনাকে দেয়।
ভিডিও আপলোড হয়ে গেলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। যদি কারো এস.ই.ও জানা থাকে, তাহলে এস.ই.ও করতে পারেন।
তবে টিউন শেষ করার আগে সবাইকে অনুরোধ করবো অন্যের ভিডিও নকল করে আপলোড করবেন না, এটা ইউটিউব অপছন্দ করে, এমনকি আপনার চ্যানেল সাসপেন্ডও করে দিতে পারে। আপনি চাইলে ইউটিউব থেকে সারা জীবন আয় করতে পারবেন, তাহলে নকল করে কেন ঝুকি নিতে যাবেন।
একটু মনযোগ সহকারে কাজ করলে আপনি অবশ্যই সফল হবেন আর ঘুড়ে যাবে আপনার জীবন গাড়ির চাকা এবং সফলতা আপনাকে হাত বাড়িয়ে ঢাকবে। আর এ কাজে সহযোগিতা প্রয়োজন, আমি তো আছি, প্রয়োজন হলে জানাবেন, অবশ্যই সহযোগিতা করবো। তবে আমি নিজে যেভাবে কাজ করছি তা সবার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে আমার গাইডলাইন ফলো করবেন। আর যদি ভূল হয় ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবন।
সবাইকে শুভ কামনা জানিয়ে এখানেই শেষ করলাম আমার আজকের টিউন। আমার পরবর্তী টিউন টপিক বা নিস নির্বাচন সম্পর্কে সবাইকে দেখার আমন্তরন রইল।
প্রয়োজনে আমি…..
আমি মনিন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Very Good