আসসালামু আলাইকুম।
😆 সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। টিউনের শিরোনাম দেখেই বোগগম্য যে, আমি কি বলতে যাচ্ছি?? প্রথমেই বলে রাখি, যারা ঘরে বসে কিছু আয় করতে চান শুধুমাত্র তাদের জন্য এ টিউন। 😛
হ্যা বন্ধুরা আপনাদের মধ্যই অনেকেই আছেন যারা ইংরাজীতে ভাল কনটেন্ট লিখতে পারেন, এবং এই বিষয়ে হাতে খড়ি নিতে চান, নিজের জন্য ব্লগ সাইট তৈরি করতে চান এবং গুগল অ্যাডসেন্স সহ আয় করতে চান! তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ! আপনি চাইলেই ইংরেজিতে ছোট ছোট আর্টকেল লিখে মোবাইল ফোন, ইন্টারনেট বিল কিংবা মাসিক হাতখরচা খুব সহজেই যোগাড় করতে পারেন। কম্পিউটার প্রযুক্তি, শিক্ষা, ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্স, ভ্রমন ও ইতিহাস বিষয়ক সম্পর্কে লিখতে পারেন। লেখাগুলো কমপক্ষে ৪৫০-১০০০ শব্দের একেকটি আর্টিকেল লিখে চাইলে আপনিও ১০-৮৫ টাকা করে আয় করতে পারেন। আর দিনে দু’চারটি আর্টিকেল লিখে দৈনিক গড়ে ৫০-২০০ পর্যন্ত অর্থাৎ মাসে ১/২ হাজার টাকা আয় করা যাবে কিংবা তার হতেও বেশী!
আসলে ইংরাজীতে ব্লগ লিখার জন্য অনেক বিদেশী সাইট আছে! কিন্তু সেখানে খুব মান সম্পন্ন টিউন করতে হয়। অতপর সেখানে Apply ও Submit করাটা খুব কঠিন। তারপরেও নানান পরীক্ষা দিতে হয়। সম্প্রতি সময়ে আপনাদের সবিধার্থে এমন একটি সাইট তৈরি করা হয়েছে।
এখানে আপনাকে অর্থ প্রদান কিংবা ক্যাশ দুটি পদ্ধতিতে সরাসরি আপনার মোবাইল ফোনে Flexi laod, Bkash, Rocket (DBBL) এ- প্রেরন করা হবে। তথাপি Paypal, Payza, Bitcoin অ্যাকাউন্টে প্রেরন করার বিশেষ ব্যবস্থা থাকবে। প্রতি মাসের ০১-১০ তারিখের মধ্য আপনাকে Payout অথবা Flexi Load প্রদান করা হবে। এবং এডমিন হতে আপনাকে মেইল করা হবে।
মূলত সকল ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটের ব্লগ করার নিয়ম একই। সুতরাং উক্ত সাইটে রেজিঃ করুন অতপর লগইন করে ব্লগ করতে পারবেন। অবশ্য কাজটা করতে পারবেন বাসায় বসেই। লাগবে শুধু একটি কম্পিউটার/ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ। এই বিষয়ে কিছু জানতে এডমিনকে মেইল করতে পারেনঃ[email protected]
আর হ্যাঁ, যদি আপনার লেখার মান ভালো হয়, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে আরও ‘বড়’ একটি মিনিজব!টিউনটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যে কেউ লিখতে পারবেন। সুতরাং ব্লগ করুন, ইংরাজীতে দক্ষতা বৃদ্ধি করুন এবং আউটসোসিং হিসাবে আয় করুন। অন্যকেও উৎসাহিত করুন!!
Save
আমি মামুন আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পিটিসি/ভূইফোড় সাইট বাদ দিয়ে সঠিকভাবে ফ্রিল্যান্স কিংবা ব্লগিং করা শিখুন, প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ুন। ইংরাজীতে ব্লগিং প্রাকটিস করুন, শিখুন, জানুন ও শেয়ার করুন। আপনারা সবাই আমন্ত্রিত এখানে http://www.poisaclick.com
এটা কি বাংলাদেশী সাইট ?