Goaddy.com এর 0.99$ এর অফার আর আমার কিছু অভিজ্ঞতা

আসসালামু আলাইকুম,

আপনারা সবাই কেমন আছেন আসাকরি ভালো। গরম তো প্রায় পড়েই গেল। যাক সেসব কথা। আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি প্রায়ই ভাবতাম যখন Goaddy.com এর সেই কাপানো অফার দিত যে 0.99$ এ একটি .Com ডোমেইন এর অফার দিত তখন নানা্ন কথাই মাথায় ঘুরপাক খাইতো ভাবতাম যদি এখান থেকে ডোমেইন কিনতে পারতাম, কিন্তু কি করার আমার তো ক্রেডিট কার্ড নেই আবার মনে হইতো এরা আসলো কিভাবে ব্যবসা করে এত কম রেটে ডোমেইন দিয়ে টাকা উঠাই কি ভাবে আরো অনেক কিছু।

0.99$ এর অফারে লোভ সামলাতে না পেরে ক্রেডিট কার্ডের সলুশন খুজতে লাগলাম এর মধ্যে আমার এক বড়ভাই Neteller এর সাথে পরিচয় করিয়ে দিল। আমি সাইটে দিয়ে একা্উন্ট খুললাম ও আইডিকার্ডের স্ক্যান কপি দিয়ে একাউন্ট Verify করলাম তারা আমাকে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড দিল, সবই তো হলো বুঝলাম কিন্তু Neteller ডলার পাবো কোথায়! খুজতে খুজতে ফেসবুকের একটা গুপের সাথে পরিচিত হলাম যারা ডলার সলুশন দিয়ে থাকে।

তাদের বললাম যে ভাই আমার 10$ Neteller Fund লাগবে খুব জরুরি দরকার তারা বলল কোন সমস্যা নেই টাকা বিকাশে পাঠিয়ে দিন আমরা ডলার দিচ্ছি। সভাবতই আমি ডলার পাঠিয়ে দিলাম, তারপর কি আর বলব বাঙ্গালী বলে কথা দারুণ চমক দেখাইলো টাকা নিয়ে আমার ফোন আর ধরে না ব্ল্যাক লিস্টে রাখে, অন্য নাম্বার থেকে ফোন দিলে গলা শুনে কেটে দেয় ইত্যাদি ইত্যাদি। খুব চিন্তাই পড়লাম ছাত্র মানুষের কাছে সামান্য টাকাটাই অনেক বড়।

অবশেষ PayableBD নামে একটা ফ্রিলান্সার টিমের সন্ধান পেলাম। তাদেরকে বললাম ভাই আমার 5$ Neteller Fund লাগবে এবার আর বোকামি করিনি মনে করলাম গেলে কমের মধ্যে দিয়েই যাক। আমি এদের DBBL Mobile Banking এ টাকা পাঠিয়ে দিলাম। ওরা উপর দিয়েই ফোন দিয়ে আমার কাছ থেকে Neteller ID চাচ্ছে আমি তো হতভাগ। আমি তো ভাবছিলাম টাকা টা মনে হয় এবারো গেলো। আইডি দিলাম তারা টাকা পাঠিয়ে দিল। আমি তাদের আনন্দের সাথে বললাম বাহ আপনারা তো ভালই টাকা পঠিয়ে দিলেন। তারা বলল আমাদের এক একটি ফ্রিলান্সার প্রতি মাসে 800-1000$ ডলার Earn করে আপনার এই সমান্য টাকা মেরে খেয়ে আমাদের কোন লাভ নেই।

এবার একটু অন্য প্রসঙ্গ:

ছোট বেলা  থেকে শুনে এসেছি যে পড়লে নাকি হাতির পায়ের তলে পড়াই নাকি ভাল। আমার অভিজ্ঞতা বলে যে আপনার মূলবান ডোমেইন ও হোস্টিং ও অন্যান্য আইটি সার্ভিস গুলো দেশের আল্তু ফাল্তু কোম্পানীল কাছ থেকে ক্রয় না করে বিশ্বের বড় বড় কোম্পানীর কাছ থেকে ক্রয় করাই ভাল তাতে যদি দু’টাকা বেশিও হয় তাতেও কোন সমস্যা নেই। বিষয়টা ভেবে দেখবেন।

যাদের ক্রেডিট কার্ড নেই:

যাদের ক্রেডিট কার্ড নেই তাড়া ঝটপট একটা Neteller (www.neteller.com) খুলুন ও Verify করে নিন তারপর তারা একটি ভার্চুয়ার মাস্টার কাড দিবে লাইফ টাইমের জন্য কিন্তু আপনার একাউন্টে কোন টাকা থাকবে না। ছোট ভাই বড় ভাই যারা ফ্রিলান্সিং করে তাদের কাছ খেকে Fund নিন এবং ইচ্ছমত খরচ করুন। অথাবা নিচের দেওয়া সাইটে যোগাযোগ করতে পারেন ভায়েরা অনেক ভাল।

http://www.payablebd.com

মনে রাখবেন Neteller কিন্তু কোন আল্তু ফাল্তু কোম্পানী না এটা কিন্তু Paysafe এর কোম্পনী Skrill+Neteller দুটো একই কোম্পানী সুতরাং বুঝতেই পারছেন।

যারা স্টুডেন্ট বেকার তাদের উদ্দেশ্যেঃ-

আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট উপার্জন করতে চান কিন্তু অক্ষম ফ্রিলান্সিংয়ের কোন অভিজ্ঞতার নেই বা কাজ পান না। তারা শুধু শুধু বসে না থেকে। ভালো দেখে একটা ডোমেইন চয়েস করে সুন্দর করে ডিজাইন করে করে দু এক মাস খেটে ভালো করে SEO করেন এবং তাতে গুগল এ্যডসেন্স ব্যবহার করুন। দেখুন ভালটাকা ইকনাম করতে পারবেন। আপনি কাজ না করতে পারলেও গুগল আপনাকে সারাজীবন পালবে যতদিন আপনার সাইটে তাদের অ্যাড চলে।

ধন্যবাস সকলকে, আমি সচরাচর টিউন করিনা কারণ আমার আইটি বিষয়ে অভিজ্ঞতা অনেক কম। হয়তো বা কথাগুলো গুছিয়ে লিখতে পারিনি। ভুল হলে মাফ করবেন।

সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় যানাচ্ছি। সবাই ভাল থাকুন। আর কথা কিন্তু একটাই পড়লে হাতির পায়ের তলেই পড়বেন।

Level 0

আমি টেক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার অভিজ্ঞতা বলতে কম্পিউটার হার্ডওয়ার, মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছুটা জ্ঞান অর্জন করেছি এবং আরো ভালেভাবে জানার চেষ্টা করছি আসাকরি এর মধ্য থেকে আপনাদেরকে ভালো ভালো আর্টিকেল উপহার দিতে পারবো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এত সুন্দর টিউন লিখে শেষপর্যন্ত “ধন্যবাস” দিয়ে দিলেন। (জানি এটা মিসটেক বাট মজা পাইছি)।

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।