আসসালামু আলাইকুম,
কেমন আছে?আশা করি ভালই আছেন।আজ আমি একটি সফটওয়্যার আপনাদেরকে দেখাবো।এটার মাধ্যমে স্লাইড সো,ভিডিও,টিউটোরিয়াল বানানোর জন্য ভাল মানের ভয়েস বানানো যাবে। অনেকে ইউটিউবের ভিডিও তে ভয়েস দেওয়ার জন্য ভাল সফটওয়্যার খুজে থাকেন।আশা করি এই সফটওয়্যার দিয়ে আপনি তা করিয়ে নিতে পারবেন।
সফটওয়্যারটিতে দুইটি ভয়েস আছে।পুরুষ কন্ঠ ও মহিলা কন্ঠ।সফটওয়্যারটির ব্যবহার ও খুব সহজ।আমি এই সফটওয়্যার দিয়ে হাজার ৫০০ ওয়ার্ডের ভয়েস ও বানিয়েছি।তাহলে বুঝতেই পারছেন যে এটা অনেক লেখা একসাথে পড়তে পারবে।অন্য সফটওয়্যার এর মত আপনাকে ২ /৩ দফায় ভয়েস নিতে হবে না। আমি নিচে ভিডিও দিয়ে দিয়েছি।আপনি ভিডিও দেখে সফটওয়্যারটির ইন্সটল ও ব্যবহার দেখে নিতে পারেন।আর ডাউনলোড লিংক ভিডিও এর নিচে ডেস্ক্রিপশন বক্সে দেয়া আছে।
ভিডিও
আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন এবং টিউমেন্ট করে জানাবেন।আর ভিডিও টি যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টেকটিউনস এর কাছে অনুরোধ আমার টিউনে যদি কোনো নীতিমালা ভঙ্গ হয়ে থাকে তাহলে আমাকে তা জানতে দেওয়া হোক। যাতে আমি বুঝতে পারি এবং পরবর্তীতে নিজেকে সংশোধন করতে পারি, ধন্যবাদ।
সৌজন্যে:
ForceTunes
আমি স্বাগর জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউনটি টেকটিউনস এর নীতিমালা ১.১২ এবং ১.২৪ ভঙ্গ করেছে।
অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে। প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন। আপনি বারবার “ভিডিও” লিংকটি শেয়ার করেছেন একটি লিখায়।
টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। টেকটিউনস সব সময় সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনারদের সাধুবাদ জানায়। এক্ষেত্রে যদি আপনার টিউনটি স্থগিত হয়ে যায় তাহলে কি সত্যিই আপনার কিছু বলার থাকবে? হ্যা, আমি মানছি অনেকেই এমনটা করছে। তারা সবাই একই ভুল করছেন। এমনটা হতে পারে যে, তাদের টিউন স্থগিত হয় নি কিন্তু আপনার টা হয়েছে । তাহলে আপনার খারাপ লাগাটা স্বাভাবিক । মন খারাপ করে লাভ নেই, কারণ এটি একটি random প্রক্রিয়া। টেকটিউনস আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে নীতিমালা ভঙ্গ করে টিউন চিহ্নিত করার জন্য কোন প্রকার রোবট ব্যবহার করা হয় না। টেকটিউনস মেন্টররা যখন দেখে যে কোন টিউন নীতিমালা ভঙ্গ করেছে তখন তারা তা স্থগিত করে। এমনটা হতেই পারে যে তারা আপনার টিউন দেখেছে কিন্তু অন্য যে টিউন নীতিমালা ভঙ্গ করেছে তা দেখে নি ঐ মূহুর্তে।
টেকটিউনস হলো বাংলাদেশের সর্ব বৃহৎ টেক কমিউনিটি। টেকটিউনস কে আপনারা এখন যেমনটা দেখছেন তেমনটা আগে ছিলোনা। অত্যন্ত দূঃখের সাথে আমাদের স্বীকার করতে হবে যে কিছু অসাধু ব্যক্তিদের কারণে টেকটিউনস তার সোনালী দিন হারাতে বসেছে।
টিউন অথবা টিউমেন্ট করলে অবশ্যই টেকটিউনস নীতিমালা মেনে করুন । টেকটিউনস এ কোন সমস্যার সম্মুখীন হলে প্রথমে টেকটিউনস সজিপ্র তে ভিজিট করুন, সেখানে আপনার কাঙ্ক্ষিত উত্তর না পেলে টেকটিউনস ডেস্ক এ জানান ।
টেকটিউনস ডেস্ক এর এই টপিকটি দেখার জন্য অনুরোধ করা হলোঃ http://techtunes.userecho.com/topics/4522–/
ভুলগুলি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি হয়ত বা এতটা অভিজ্ঞ নয় যে আপনাকে জ্ঞান দিচ্ছি।
এস এম মাহমুদুল হাসান
টেকটিউনস এর শুভাকাঙ্ক্ষী
Top Contributor of Microsoft Community – Featured as Community Leader
Content Creator at Microsoft Community
Member of How-To Geek Forum