সরকারের লার্নিং এন্ড আর্নিং প্রযেক্ট এবং অনলাইনে আমার পথ চলা।

কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি
জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিস্ময়ে তাই জাগে আমার গান।

                                      রবীন্দ্রনাথ ঠাকুর

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি৷ কেমন আছেন সবাই। টেকটিউনসের এই সুদীর্ঘ পথ চলার সাথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা রাখি জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারব ইনশ-আল্লাহ। কারন এমন কিছু টিউনার আছে আমার মনে হয় যাদের জন্ম হয়েছে শুধুমাত্র মানুষের উপকার করার জন্য। কৃতজ্ঞ সেইসব মানুষ সাদা মনের মানুষদের কাছে।

শুরু টা কবিগুরুর একটি গানের কয়েকটি লাইন দিয়ে শুরু করলাম  কারন রবীন্দ্রনাথের এই গানের কয়েক টি লাইন আমার জীবনের উপর দারুন ভাবে প্রভাব ফেলে। যে কারনে আমি কোন কিছু জানার বা শেখার লোভ সামলাতে পারি না সেই ধারাবাহিকতায় গুগলতো আমার নিত্য দিনের সঙ্গী। গুগল কেন আমার নিত্য দিনের সঙ্গী তা নিশ্চয় এতখনে বুঝে গেছেন।

লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট এ কিভাবে আসলামঃ

এই প্রযেক্টের ব্যাপারে প্রথম  আমি জানতে পারি পত্রিকার মাধ্যমে। যে দিন পত্রিকায় রেজিঃ অফার পেলাম সেদিনই ডাম বাম চিন্তা না করে অনলাইনের মাধ্যমে রেজিঃ করি এবং পরবর্তীতে অনলাইনে একতা এক্সাম দেই। কিছু দিন পর আমার মোবাইলে মাসেজ আসে আমি ভাইভার জন্য সিলেক্ট হয়েছি, যতারিতি ভাইভাইর অপেক্ষার রইলাম আরো কিছু দিন পর ভাইভার ডেট জানিয়ে ম্যাসেজ আসলো, আমিও ঠিক সময়ে উপস্থিত থেকে ভাইভাতে অংশগ্রহন করলাম, এই বার আর কোন খবর নেই  তো আমি ধরেই নিয়েছি আমি ভাইভাতে ঠিকি নি, মনটাই খারাপ হয়ে গেল, হঠাত একদিন সকালে মোবাইলে হাতে নিতেই দেখি সে কাঙ্খিত ম্যাসেজ আমি ফাইনালি সিলেক্ট হয়েছি লার্নিং এন্ড আর্নিং প্রযেক্টের জন্য। সেই সাথে জানিয়ে দেওয়া হল কবে কোথায় কখন ক্লাস হবে।

প্রথম ক্লাশ এবং আমার অভিজ্ঞতা ঃ

প্রথম যে দিন আমি ক্লাশে যাচ্ছিলাম যাওয়ার পথে অনেক কিছুই মনে আসতে লাগলো, ক্লাশ কেমন হবে, স্টডেন্ট রা কেমন হবে, ভাল ভাবে শেখাবে কিনা এই সব বিষয় আমাকে খুবই ভাবিয়ে তুলেছিল আর আমিও ভাবার যতেষ্ট সময়ে পাই কারন যেখানে  এই প্রযেক্টের ক্লাশ নেওয়া হয় তা আমার থেকে অনেক দূর, দূর বলতে আমি গ্রাম থেকেই এই ক্লাশ গুলো করতে শহরে যায় প্রায় আড়াই ঘন্টা সময় ব্যয় করে।

ইকরাম ভাই ও প্রজেক্ট ঃ

প্রথম ক্লাশে ঢুকেই মনটা অনেকটা ভাল হয়ে গেল কারন ক্লাশের পরিবেশটা অনেক সন্দর, জনপ্রতি একটি করে লেপটপ সেই সাথে প্রযেক্টর এক কথা বলতে গেলে আই টি ক্লাসের জন্য ১০০ ভাগ প্রযজ্য, কিন্তু আমার মনের সংশয় এখনো কাঠেনি, কি না অল্প কিছু ক্ষনের মধ্যে আমার সব সংশয় দূর হয় যখন অরিয়েন্টেশন ক্লাশ নেওয়ার জন্য ইকরাম ভাই ক্লাসে প্রবেশ করলেন। এইবার আমার আর দ্বিধা থাকলো না বরং আমি নিশ্চিত হলাম ভাল কিছু পেতে যাচ্ছি।

কারন আমি একরাম ভাইকে অনেক আগে থেকেই চিনি, জানি। ইকরাম ভাই কে চেনা আমার এই টেকটিউনস থেকেই, একটা সময় অধির আগ্রহে অপেক্ষা করতাম কখন ইকরাম ভাই টিউন করবেন। ইকরাম ভাই কি লিখার মত যোগ্যতা আমার নেই, ওনাকে লিখতে গেলে অনেক কিছুই লিখা যায়, যাক সূখের বিষয় হচ্ছের ওনি চট্টগ্রামের এই প্রযেক্টের চিফ কো- অর্ডিনেটর।

MD EKRAM
Admin at Genesisblogs and Chief Coordinator at Learning & Earning Development Project, ICT Division
Past: Bangladesh Internet Marketing Professional Association (BIMPA) and Payoneer

প্রযেক্ট ও আমার প্রাপ্তি :

অনলাইনে আমার পথ চলা অনেক আগে থেকেই যা শিখেছি বা জেনেছি তার সব কিছু অনলাইন থেকেই ইউটিউব আর গুগল ছিল আমার নিত্য দিনের সঙ্গি এখনো একমাত্র শিক্ষক হিসেবে আছে। কিন্তু যেদিন থেকে আমি লার্নিং আর্নিং প্রযেক্টে ক্লাশ করা শুরু করেছি সেদিন থেকে মনে হলো অনেক কিছু শেখার বাকি কিছুই তো জানি না, সবচেয়ে বড় কথা হলো আমি টোটাল একটা গাইড লাইন পাচ্ছি যা আমার অনলাইনে আমার ক্যারিয়ার গড়তে সয়াহতা করবে।

আমাদের প্রযেক্ট কিন্তু এখনো শেষ হয়নি আরো ১৫ টা ক্লাশ বাকি, আরো অনেক শেখার বাকি, যেতে হবে বহুদূর।

কৃতজ্ঞ যাদের কাছে :

কৃতজ্ঞতার কথা স্বিকার করতে হলে প্রথমে বাংলাদেশ গনপ্রযাতন্ত্রী সরকারকে তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আই সি টি মন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পুলুক স্যারকে। ইকরাম ভাইয়ের কথা নাইবা বললাম। যার কাছে চীর কৃতজ্ঞ থাকবো সে আর কেউ নয় যিনি আমাদের অতি যত্নে প্রতিটি ক্লাশ নিচ্ছেন শেখাচ্ছেন অজিত দার প্রতি। অত্যন্ত ধর্য্য সহকারে প্রতিটি ক্লাশ নিচ্ছেন অত্যন্ত যত্নসহকারে, পেশেয়ার তিনি একজন ফ্রিল্যান্সার যে কারনে আমাদের প্রতিটি মার্কেট প্ল্যাস সম্পর্কে ধারনা দিচ্ছেন অত্যন্ত সুক্ষ ভাবে। ধন্যবাদ অজিত দা। আপণাকে আমারা কিন্তু ছাড়ছি না।আপনি বলেছিলেন সাকসেস না আসা পর্যন্ত আমাদের সাপোর্ট দিয়ে যাবেন, আবশ্যই সে বিশ্বাস  আমাদের আছে।

Ajit Das
Trainer at ICT Division, Bangladesh, Founder, Managing Director at Flexible It & Design Solution and Founder/CEO/Owner at shareideas.info
Past: BITM - Chittagong Campus and Student

আমার কাজের কিছু নমুনা :

  •  ১। Photoshop Tutorial How To Design A Business Card In Photoshop Business Card Design - Tec

  • ২। ✍ Photoshop Tutorial  How to Make a Passport size Photo in Photoshop  TechWithReza


  • ৩। ✍ How to Write Bangla in Adobe Photoshop with Avro Keyboard Photoshop tutorials  TechWithReza

  • ৪। ✍ Photoshop tutorials  Create Gold Text in Adobe Photoshop-TechWithReza ✔✔

নিজেকে সফলতার উচ্চ শিয়রে দেখতে চাইলে সফল ব্যক্তিদের অনুকরন নয় অনুসরন করুন।বেশি বেশি করে সফল ব্যক্তিদের জীবনী পড়ুন মনে রাখবেন পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে ওনারা সবাই ব্যার্থ হতে হতে সফল হয়েছেন। তাই একবার দুবার ব্যার্থতাকে অক্ষমতা ভাববেন না। জানার ও শেখার চর্চা চালিয়ে যান সফল একদিন হবেনই ইনশ-আল্লাহ।

আজ এই প্রর্যন্ত, আমি মুলত একজন ইউটিউব এডসেন্স পাবলিশার তাই ইউটিউব আর্নিং নিয়ে একটি চেন টিউন করার ইচ্ছে আছে যদি আপনাদের সাড়া পাই। তাই আমার ইউটিউব চ্যানেল টি সাবক্রাইব করে রাখতে ভুলবেন না  আল্লাহ আপনাদেরকে সস্থ ও ভাল রাখুক। আমিন। ভাল হোক মন্দ হোক টিউমেন্ট করতে ভুলবেন না। আমার সাকসেস স্টরি নিয়ে লিখা টিউনটি পড়ে দেখতে এখানে ক্লিক করুন

যেকোন সমস্যার জন্য আমাকে ফেসবুকে নক দিতে পারেন অবলিলায় আমার জানার সবটুকু আমি শেয়ার করবো নির্ধিদ্বায়।

Level 0

আমি Kazi Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই লিংকে ক্লিক করুন https://goo.gl/eiGqlC

ভাই আপনি হয়তো বা ভাল ট্রেইনার পেয়েছেন এবং শিখতে পেরেছে বিভাগীয় শহর ছাড়া অন্যান্য যায়গায় শেখানোর মান খুবই খারাপ। নিম্ন মানের ট্রেনার দিয়ে শেখানো হচ্ছে এবং ট্রেইনার দের ব্যবহার ও খুব খারাপ। সব বলার পরেও ইনচার্জরা চুপ তাদের উদ্দেশ্য শুধু টাকা কামানো আর সরে পড়া।