আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন আর ভাল থাকবেন এটাই কামনা করি সারাক্ষন। ফ্রিল্যান্সিং এর যুগে অনলাইন আর্নিং এর প্রতি কম বেশী সবার আগ্রহ। কিন্তু অনেকেই অহেতুক সময় নষ্ট করে এই ফ্রিল্যান্সিং এর জন্য।
আমি জানি প্রতেক মানুষের মধ্যে কোন না কোন ট্যালেন্ট আছে আর এখনই ট্যালেন্ট কাজে লাগানোর সময় একটু চেষ্টা করলে আপনি প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারবেন। চাইলে আপনি অনলাইনে ক্যারিয়ার গড়তে পারবে। অনলাইনে আয় করতে তেমন কিছুই লাগেনা, লাগে শুধু ধৈর্য আর ইচ্ছা।
আর অনলাইন থেকে আয় করার নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম হলো YouTube, Dailymotion and Plygig। বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা YouTube, Dailymotion and Plygig থেকে প্রছুর টাকা আয় করে চলেছে। অনেকেই হয়তো ভেবে থাকবেন আমি তো টেকনোলজি সম্পর্কে কিছুই জানিনা তাহলে কিভাবে আয় করবো? শুধু আপনার না অনেকের মনেই এমন প্রশ্ন জাগে।
সেজন্য আছে YouTube, Dailymotion and Plygig। এ সব ওয়েবসাইট থেকে আয় করতে গেলে কোন টেকনোলজি সম্পর্কিত জ্ঞান লাগেনা। YouTube and Dailymotion এ দুইটির নাম আপনারা সবই এ জানেন, কিন্তু Playgig.com এর নাম তা আপনদার কাছে নতুন।
PlyGig ও হলো YouTube এর মতো, যেখান থাকে আপনি ভিডিও আপলোড করে টক আয় করতে পারবেন। এই সাইট আর বড় সুবিধা হলো এই সাইট এ আপনি Movie, Tv Shows দিতে পারবেন যা আগে Dailymotion এ করা যেতো কিন্তু এখন কপিরাইট আর কারণ এ দেওয়া যায় না। এবং ভিডিও কোনো প্রকার বাফারিং ছাড়া এ চলবে। 🙂
Menu তে গেলে আপনি Earning Report পাবেন ঐখান থেকে আপনি আপনার ইনকাম চেক করতে পারবেন.
আপনার একাউন্ট এ ৩০$ হলে এ আপনি টাকা ওঠাতে পারবেন। ওরা ১-১০ তারিক এর মাজে আপনকে আপনার টাকা দিয়েদিবে।
টাকা পাবার জন্য মাস্ট আপনকে আপনার এ গিয়ে আপনার ফোন নম্বর দিতে হবে। কারণ ওরা টাকা দেবার আগে আপনকে ফোন দিবে এবং আপনার একাউন্ট ভ্যারিফিকেশন করবে। এবং এই নম্বর এ কি ওরা Bkash টাকা দিবে তাও Conform করবে।
এই সাইট থাকে আপনি ১০০% টাকা পাবেন। টিউন টা ভালো লাগলে শেয়ার করবেন।
আমি আনোয়ার আবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কি পাইছেন ?????