আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই। বর্তমানে ইউটিউব নিয়ে মাতামাতি। আবার মাতামাতি কিছুটা ঠাণ্ডাও হয়ে গেছে। যারা ভিডিও কপি ও অ্যাডাল্ট নিয়ে কাজ করেন তারা চ্যানেল ব্যান খেয়ে সব ভুংভাং 😛 মনে করে বসে আসে। আজকের এই টিউনটা রিয়েল ভাবে যারা কাজ করছেন তাদের জন্য।
আপনি অবশ্যই আপনার ভিডিও ফেসবুকে শেয়ার করেন। সরাসরি ফেসবুকে ভিডিও আপলোড করলে বড় থাম্বানিল দেয় যা সুন্দর দেখায় কিন্তু ইউটিউব ভিডিও লিঙ্ক ফেসবুকে শেয়ার করলে ছোট থাম্বানিল দেখায়। তাই সেখান থেকে ক্লিক কম অর্থাৎ ভিউ কম হয়। আসলে ফেসবুক ভিডিও মার্কেট তা ধরতে চাচ্ছে তাই ইচ্ছে করেই এই সিস্টেমটা করে রেখেছে।
কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনার ইউটিউব ভিডিও ফেসবুকে ফেসবুকের মত বড় থাম্বানিল করতে পারবেন। বড় দিলে আপনার ভিডিও ভিউ কিছুটা হলেও বেড়ে যাবে ও বেশি শেয়ার পরবে। আমি ব্যক্তিগত ভাবে বড় থাম্বানিল ব্যবহার করে বেশি ভিউ পাচ্ছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি। কারন আমি আমার টিপস আপনাদের শেয়ার করব, আর আপ্নারা আপনাদের টিপস আমাদের সাথে শেয়ার করবেন। এভাবেই তো আমরা এগিয়ে জাব।
মুল কাজের কথায় আসি।
প্রথমে http://youtubetofb.com/ সাইটে জান।
কনভার্ট বক্সে আপনার ভিডিও লিঙ্ক দিন। Youtube to Fb একটি লিঙ্ক জেনারেট করে দিবে সেটি কপি করে ফেসবুকে টিউন করুন।
ভালো থাকবেন সবাই।
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।।