আস সালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভাল আছি। তবে দিন দিন খুবই ব্যস্ত হয়ে যাচ্ছি। আজ ক্লাসে না গিয়ে আপনাদের জন্য টিউন লিখছি। বুঝতেই পারতেছেন আপনাদেরকে কত ভালবাসি। আর gf নাই তাই হয়ত আপনাদেরকে এত ভালবাসতে পেরেছি। নাহলে হয়ত কিছু ভালবাসা সেও ভাগ করে নিয়ে যেত- হা হা হা😜😜😜। জানি না আপনারা আমাকে কতটুকু ভালবাসেন।আমার এক শ্রদ্ধেয় স্যার প্রোগ্রামার যিনি আমেরিকার এক কম্পানীতে জাভার উপর ট্রেনিং করাচ্ছেন উনি আমাদেরকে আগামী ৬মাস প্রোগ্রামিং শেখার জন্য সকল প্রকার অনলাইন এক্টিভিটি বন্ধ রাখার জন্য রিকোয়েস্ট করেছেন।এরপরও আপনাদের জন্য কাজ করে যাচ্ছি।
তো অনেক আজাইরা কথা বলে সময় নষ্ট করলাম আপনাদের তাই sorry.জানি হয়ত কেউই রাগ করেন নি। কিন্তু সরি বলায় আন্তরিকতা বেড়েছে এটা শিউর। হা হা হা... 😜😜😜
আজকে আমাদের টিউটোরিয়ালটা খুবই গুরত্বপূর্ণ।আমি দেখেছি এদেশের ৯০%যুবক অনলাইনে কাজ করতে আগ্রহী। কিন্তু .৫% লোকও সফল হতে পারে না। কারণ তারা দৌড়ায় মরিচিকার পিছনে। যেটার কোনো অস্তিস্ত্ব নেই। যেমনঃ আমিও কম দৌড়াই নি। সবার মত আমিও প্রথম যেদিন অনলাইনে ইনকামের কথা ভাবি তখন থেকেই বিভিন্ন ptc সাইটের পিছনে দৌড়াতে শুরু করি। হাজার বার হোচট খেয়েছি। এর পর শিক্ষা হয়েছে। কখনো বা দেখেছি ২০জন রেফারেলে ২০০ডলারের মিথ্যা স্বপ্ন। কিন্তু ২০০ডলার হওয়ার পর বুঝতে পেরেছি সেটা ভুয়া। কখনো বা কেউ বলেছে আমার টিউনটা শেয়ার করলেই আপনি পেয়ে যাবেন ৫০০টাকা। আসলে সেটা অনেক অতীত।সেগুলো মনে হলে নিজেরই হাসি পায়। হা হা হা আমি জানি আপনাদের অনেকেরই আমার এ ঘটনার সাথে মিল আছে। আর পিটিসি সাইটের ইনকামের কথা আর কি বলবো??? আসলে একজন ভিক্ষুকও এর থেকে বেশি ইনকাম করতে পারে। জানি, অনেকেই বলতেছেন যে, নাই মামার থেকে কানা মামা ভালো। কিন্তু আপনি নিজেও বুঝতে পারতেছেন না এই কানা মামার পিছনে দৌড়াতে গিয়ে আপনি আপনার কতটুকু মূল্যবান সময় নষ্ট করছেন।আপনার ভবিষ্যতকে ঠেলে দিয়েছেন গভীর অন্ধকারে। আসলে এটা আপনার দোষ না। আপনি সঠিক গাইডলাইন খুঁজতে গিয়ে যখনই গুগলে সার্চ করেছেন তখনই সে দেখিয়ে দিয়েছে ভুল পথ। তাই এতে গুগলেরও দোষ নেই। দোষ তাদের যারা না জেনে ভুল ভাল তথ্য গুগলে ইনডেক্স করায়। মানে যারা টিউন করে।
জানি কথাগুলো অনেকেরই ভাল লাগে নি। কিন্তু যেগুলো বললাম সেটাই বাস্তব। আসলে এই কথাগুলো না বললেও চলতো। কিন্তু অতীত বা কারও এই বর্তমান প্রেক্ষাপট বর্ণনা করে একটু ইমোশোনাল করলাম আর কি। যেন আজকের এই টিউনটা মনোযোগ দিয়ে দেখেন 😜😜😜।কিন্তু যা বলেছি সেটা কিন্তু চরম সত্য। তবে ইনশাআল্লাহ, আজ থেকে সেই হারানো অতীত কে ভুলে যান। আর যখন একটু অবসর পাবেন তখন মাঝে মাঝে মনে করবেন আর হাসবেন। অনেক মজা পাবেন।যদি কথাগুলো কারও ভাল লেগে থাকে তাহলে ফেসবুকে শেয়ার করে অন্যদেরকেও সচেতন হওয়ার একটা সুযোগ দেন।
আচ্ছা, অনেক বেশি কথা বলে ফেলেছি, চলুন এবার মূল টপিকে আজকের বিষয় হচ্ছে, কিভাবে আপনার ওয়েবসাইট থেকে খুব সহজেই ইনকাম করবেন।আসলে অনেক বেশি কথা বলে ফেলেছি। তাই বেশি লিখলে অনেকের কাছে টিউনটা বিরক্তিকর হয়ে যেতে পারে। তাই সংক্ষেপে লিখছি। বিস্তারিত জানতে ভিডিও টিটোরিয়ালটা দেখে নিতে পারেন।টিউন টি ভাল লাগলে শেয়ার করুন।
[পুরো ১০০৮ ওয়ার্ড লিখেছি আজ। যদি কারও পড়তে বিরক্ত লাগে তাহলে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।তবে পুরো টিউন পড়ে ভিডিও দেখাটাই ভাল হবে বলে আমি মনে করি। ]
ওয়েবসাইট থেকে মূলত ২ভাবে ইনকাম করতে পারেন। যথা-
আরেকটা বিশেষ পদ্ধতি আছে সেটা হচ্ছে, অন্যের ওয়েবসাইটে আপ্লোড করে যে ইনকাম টা করবেন সেটার লিংক শর্ট করে।
আমরা প্রথমে ২নং বিষয় টা নিয়ে কথা বলতে চাইঃ
প্রথমেই বলছি এই লিংকগুলো টেকটিউনসে লিংকিং করা যাবে না।তাই শুধু নাম বলবো আর লিংকগুলোর সাথে মোটামুটি সবাই পরিচিত।
১।বিডি আপ্লোড ডট ইনফোঃ
এটা বাংলাদেশি ওয়েবসাইট এই ওয়েবসাইট এ কোনো ফাইল আপ্লোড করে যদি আপনার অয়েবসাইটে বা ফেসবুকে শেয়ার করেন তাহলে প্রতি ১০০০০ডাউনলোডের জন্য আপনি পাবেন
ভাবছেন ১০হাজার ডাউনলোড কিভাবে হবে?? এ সম্পর্কে ভিডিওতেও বলেছি যে টেনশনের কোনো কারণ নেই।
২।indishare:
এটা মনে হয় ইন্ডিয়ার ওয়েবসাইট। ইনকাম বিডি আপ্লোড ডট ইনফো এর মতই।
তবে আলাদা একটু রুলস আছে।
এইবার একটু চালাকি করলেই আপনি অতিরিক্ত আরো ৫ডলার ইনকাম করতে পারবেন এসব ওয়েবসাইট থেকে। শুধু এইসব সাইটে আপনার ফাইল আপ্লোড করে সেটার লিংক লিংক শর্ট করে আপনার ওয়েবসাইটের টিউনে এড করে দেন। এতে প্রতি ১০হাজার মানুষকে এডটা স্কিপ করে পরে ডাউনলোড করতে হবে। আর স্কিপ করলেই আপনি পাবেন আরও ৫ডলার।
adf. ly এর সাথে আমি মনে করি সবাই পরিচিত।আমি এটার কথাই বলছিলাম।
এবার চলুন আমরা ১নং উপায় নিয়ে আলোচনা করি।
১নং উপায়টি হচ্ছে বসে থেকে মানে পরিশ্রম ছাড়া ইনকাম। আপনার ওয়েবসাইটে ভিজিটর আসলেই টাকা পাবেন। যত বেশি ভিজিটর আসবে ততবেশি টাকা পাবেন। মানে আপনি অন্য প্রতিষ্ঠান বা এড সাপ্লাইয়ার কোম্পানি থেকে এড কোড এনে আপনার ওয়েবসাইটে এড করে দিবেন আর আপনার ওয়েবসাইটে ভিজিটর ঢুকলেই টাকা পাবেন। গুগল এডসেন্সের নাম শুনেছেন সবাই?? ঠিক এটার মতই। আসলে আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত কন্টেন্ট না থাকলে তো গুগল এডসেন্স দিবে না। তাই আমি প্রথমেই দেখাবো এই ওয়েবসাইটগুলো থেকে কিভাবে ইনকাম করবেন।এরপর ১/২মাস পর কিভাবে গুগল এডসেন্স এ এপ্লাই করবেন।গুগল এডসেন্স থেকে ইনকাম করার পূর্বে এই দুই উপায়ে ইনকাম করতে থাকবেন।
আসলে যে ওয়েবসাইটগুলোর এড আপনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তেঃ
ইত্যাদি। আসলে অনেক বেশি কথা বলে ফেললাম হয়ত। আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন কিভাবে তা আমার ভিডিও টিউটোরিয়ালে বলে দিয়েছি। আসলে অতিরিক্ত লিখলে হয়ত অনেকেই পড়বেন না।তাই আর লিখলাম না। যদি এমন কেউ থাকেন যে, আরও বড় কন্টেন্ট পড়তে ইচ্ছুক। ভিডীও দেখার চেয়ে পড়তে ভালবাসেন, তবে টিউমেন্ট এ জানাবেন। শত কষ্ট হলেও আমি সম্পুর্ণ টিউন লিখে দেয়ার চেষ্টা করবো।
আর উপরে যে কথাগুলো বললাম,সেগুলো নিয়ে যদি বিস্তারিত টিউনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই টিউমেন্টে জানাবেন।কারণ আপনাদের জন্যই তো টিউন লিখি। যদি আপনারা না ই বুঝেন তাহলে আমার কষ্টটাই বৃথা যাবে। বিঃ দ্রঃ আমি চাইলেই আপনাদেরকে আমার রেফারেল লিংক দিয়ে খুব ভাল একটা ইনকাম করে নিতে পারতাম।কিন্তু তা করলাম না। অনেকেই বলতে পারেন টেকটিউনে তো এগুলো ব্লক করা তাই লিখতে পারেন নি।আরে ভাই, ব্ল্যাকলিস্ট কিভাবে বাইপাস করতে হয় তা আমার জানা আছে। শুধু মাত্র নিস্বার্থভাবে আপনাদেরকে টিউন টি শেয়ার করলাম।
আজকের মত এ পর্যন্তই।
ভাল থাকুন, সুস্থ থাকুন
প্রযুক্তিকে ভালবাসুন
আর প্রযুক্তির সাথেই থাকুন।
আল্লাহ হাফিজ।
ভিডিও টিউটোরিয়ালঃ
আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website
টেকটিউন্স মোডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি। আমি জানি আপনি এই মুহুর্তে আমার টিউনটি চেইনটিউনে এড করতেছেন ।একটু লক্ষ করে দেখুন , টেকটিউন্সের কোনো পোস্টের ছবিই লোড হচ্ছে না পড়তে গেলে। এটা কি আমার কম্পিউটার থেকেই নাকি ওয়েবসাইটের প্রবলেন। দয়া করে একটু দেখুন…