সবাইকে রক্তঝরা ফাল্গুনের শুভেচ্ছা। বসন্তের সকল ফুলের রং যেন আপনার জীবনে নেমে আসে এই কামনায় আজকের টিউন শুরু করতে যাচ্ছি।
টিউনের প্রথমেই বলে রাখি, যারা শুধুমাত্র টাকা আয়ের উদ্দেশ্যে ইউটিউবে যাত্রা শুরু করেছেন তারা কোনদিনও সফল হতে পারবেন না। কারণ প্রথম কয়েক মাসের মধ্যে টাকা না পেলে হতাশ হয়ে পরবেন।
আজকের টিউনটা পড়ে আপনি ইউটিউবে কিভাবে টাকা আয় করা যায় তা হয়ত শিখবেন না। তবে ইউটিউব কিভাবে টাকা দেয় তা বুঝতে পারবেন। আশা করি ভালো লাগবে।
ইউটিউব হল গুগলের একটি সাইট। ভিডিও শেয়ারিং সাইট। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। বর্তমানে এটি অ্যালেক্সা র্যাংকিং অনুযায়ী গুগলের পরেই এর স্থান। অর্থাৎ ২ নম্বর সাইট। ইউটিউব টাকা দেয় কারণ তারা আপনার ভিডিও-এর মাধ্যমে টাকা পায়। অর্থাৎ আপনার ভিডিও-তে তারা অ্যাড প্রকাশ করে। আর অ্যাড পাবলিশারেরা গুগলকে অর্থাৎ ইউটিউবকে টাকা দেয়। আবার সেই টাকার ৪৫-৫৫% তারা রেখে বাকি অংশ আপনাকে দেয়। সব মিলিয়ে লাভ হয় গুগলের। একটু হিসাব করে দেখবেন।
ধরা যাক, আপনি একটি ইউটিউব চ্যানেল খুললেন। ভিডিও আপলোড করা শুরু করলেন। ধীরে ধীরে ভিউয়ার বাড়তে লাগল। সাবস্ক্রাইবার বাড়তে লাগল। যদিও আয় করার জন্য সাবস্ক্রাইবার লাগে না। লাগে ভিউয়ারস। এখন প্রশ্ন কত ভিউয়ারস?
আসলে মোটামুটি এক হাজার ভিউয়ারস হলে ইউটিউব আপনাকে টাকা দিয়ে থাকে। তবে এক হাজার ভিউয়ারস হলে কত টাকা দিবে আপনাকে?
এক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল। টাকা দেওয়ার ব্যাপারটা জানতে হলে আপনার জানতে হবে যে আপনার ভিউয়ারস কোন দেশ থেকে বেশি দেখছে। যেই দেশ যত উন্নত সেই দেশের থেকে ভিউ হলে আপনি টাকা বেশি পাবেন। যেমনঃ
ধরুন, আপনি ভিডিও তৈরি করেছেন বাংলায়। স্বভাবতই আপনার অধিকাংশ ভিউয়ারস হবে বাংলাদেশ ও ভারত থেকে। এক্ষেত্রে আপনি একটু কম টাকা পাবেন। কারণ আমরা উন্নতশীল দেশ। আবার ধরুন, আপনার ভিউয়ারসের অধিকাংশই আমেরিকার তবে আপনি বাংলাদেশের ভিউয়ারস থেকে যে টাকা পাবেন তার থেকেও ৪-৫গুণ বেশি টাকা পাবেন। কারণ অ্যাড পাবলিশাররা জানে যে আমেরিকায় তাদের মার্কেটপ্লেস অনেক বেশি। তাই তারা সে দেশ থেকে বেশি ভিউ হলে টাকা বেশি পেইড করে।
সুতরাং আপনার লক্ষ রাখতে হবে যে, আপনার ভিউয়ারস কোন দেশের?
আপনি আপনার ভিডিও-এর দিকে নজর দিন। কোন দিকটা আরো উন্নত করা দরকার। ভয়েসটা আরেকটু ইডিট করা লাগবে কি না? কোথায় থেকে ভিডিও বানাচ্ছেন? ভিডিও-এর ব্যাকগ্রাউন্ড? আপনার ভিডিও কিসের উপর তৈরি করেছেন? ইত্যাদি ইত্যাদি।
একটা ভালো ভিডিও-এর সুবিধা অনেক। এর প্রধান সুবিধা হলঃ আপনার ভিডিও যদি মানসম্মত হয় এবং একবার দর্শকের নজর কারে তবে আপনার ইউটিউব লাইফ ঝিঙ্গালালা। কারণ এরপর থেকে আপনার ভিউয়ারস শুধু বাড়তেই থাকবে। তাই ভিডিও-এর দিকে নজর দিন।
টাকা পাওয়ার জন্য আপনার দরকার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যেখানে আপনি আপনার Master Card অথবা Credit Card এর তথ্য দিবেন। আর সেখানেই আপনার টাকা দেওয়া হবে। তবে টাকা পাবেন অ্যাড পাওয়ার পরের মাসের শেষের দিকে। অর্থাৎ যদি আপনি জানুয়ারী মাস থেকে অ্যাডের সুবিধা পেয়ে থাকেন তবে এর টাকা পাবেন ফেব্রুয়ারী মাসের ২৫ তারিখের পরে। খুবই সহজ হিসাব। তবে এর জন্য আপনাকে ১৮+ হতে হবে। তাই দুঃখের হলেও সত্যি যে আমার এখনও ১৮ হয়নি তাই আমি অ্যাডসেন্স ব্যবহার করতে পারি নি।
আমার ইউটিউব চ্যানেলঃ Bipul Hf
আমার ব্লগঃ Bipul Hf - Be Simple, Make Simple
আমি মোঃ শহিদুজ্জামান বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Life has a more short time for good working. But everyone should be conscious about this time. I am running behind for finding the perfect time. What would you do? Don't waste this valuable time :)