ইউটিউব থেকে কি প্রতি মাসে ১০০০$ আয় করা সম্ভব? আসুন একটু ইন্সপায়ার হয়ে যান…

ধরুন অনেক বছর আগে আপনি এমন একটি কাজ করেছেন যেই কাজটার জন্য এখন আপনি বসে বসে আয় করছেন। আপনি হয়তো ভাবছেন এইটা কি আদো সম্ভব কি না,তাইতো? হ্যা ভাই এইটা আসলেই সম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করার সুযোগ দিয়েছে ইউটিউব। ইউটিউব হচ্ছে এখন আয় করার সবচেয়ে সহজ একটি মাধ্যম যেখানে আপনার কাজে আপনি নিজেই বস, জবাবদিহিতা করতে হয়না কাউকেই। বর্তমানের করা একটি ভিডিও হতে পারে আপনার সারাজিবনের আয় করার উৎস। অনেকেই হয়তো নেমে পরেছেন এই কাজে কিন্তু সফলতা পাচ্ছেন না। আবার অনেকের শুরু করবো করবো ভেবেও শুরু করা হয়ে ওঠে নি। ভাই আপনার যদি একটি ক্যামেরা থাকে অথবা মাথায় ক্রিয়েটিভ কিছু করার মত সামর্থ্য থাকে তবে অবশ্যই মাসে ১০০০$ কেনো, এর চেয়েও বেশী আয় করা সম্ভব জাস্ট একটা মাত্র ভিডিও থেকে। তাই ঝিমায় পইরেন না। আপনাদের ঘুম ভাংগানোর জন্য নিচের ভিডিও টি তৈরী করেছি। যদি মনে করেন যে আপনার দ্বারা কিছু করা সম্ভব তো ইন্সপায়রেশন পেতে ১০ টা মিনিট সময় দিয়ে দেখে ফেলুন ভিডিও টি।

নিরাশ হবার কিচ্ছু নাই। সবাই যদি পারে তো আপনি পারবেন না কেন!!! গা ঝারা দিয়ে তাই আজ থেকেই লেগে যান, একদিন সফলতা আসবেই। স্যাম্পল হিসেবে দেখে আসতে পারেন আমার চ্যানেল টি। আর যদি আমার ভিডিও টি ভালো লেগে থাকে তো চ্যানলটি তে সাবস্ক্রাইব করতে ভুলবেন না...অন্যকে যদি হেল্প না করেন তো নিজে সফল হবেন কিভাবে...:D আজ এ পর্যন্তই...ভালো থাকবেন সবাই।

Level 0

আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস