হ্যালো গাইজ,
আজ আমি আলোচনা করব কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন এই বিষয়ের উপর।প্রথমেই বলি, যা উপায় সবাই লেখে যেমন - ইউনিক ভিডিও টিউন করুন, সাবস্কাইব করার জন্য রিকল করুন বারবার, প্লেলিস্ট আকারে ভিডিও সাজান ব্লা ব্লা ব্লা... এগুলো নেটে সার্চ দিলেই পাবেন।কিন্তু আমি কিছু ট্রিকি উপায় জানতে পেরেছি যা সহজলভ্য নয়। এর মধ্যে একটি আজ আমি আলোচনা করবো।
আপনার সাবস্ক্রাইব URL এর সাথে ?sub_confirmation=1 ট্যাগ এ্যড করুন। নরমালি কেউ যদি আপনার SUBSCRIBE বাটনে ক্লিক করে তাহলে আপনার চ্যানেলের পেজ আসবে। সেখানে সাবস্কাইব করতে হলে আবার সাবস্ক্রাইব
বাটনে ক্লিক করতে হবে। কিন্তু আপনি যদি উল্লিখিত ট্যাগ টি চ্যানেল ইউআরএল এর শেষে অ্যাড করেন তাহলে প্রথমে চ্যানেল পেজ ওপেন হবে তারপর অটোমেটিকালি একটা প্রম্পট বক্স ওপেন হবে যা সাবস্ক্রাইব করার জন্য জিজ্ঞেস করবে।যা উতসাহী ভিউয়ার যে আপনার চ্যানেল দেখতে চায় তাদের ৫০% প্রম্পট বক্সে ক্লিক করে সাবস্ক্রাইব করার সম্ভাবনা বৃদ্ধি পায়।
আপনার চ্যানেল পেজের উপর কিভাবে প্রম্পট বক্স ওপেন হয়ে ভিউয়ারকে আস্ক করবে নীচের ইমেজ টি দেখুন।
1. Before adding the tag:
2. After addin the tag:
আপনাদের কোন প্রশ্ন থাকলে কাইন্ডলি টিউমেন্ট করে জানাবেন। আমি টিউমেন্টে উত্তর দিব। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।
আর ধন্যবাদ না দিয়ে আমাকে সাবস্ক্রাইব করলে সেটাই হবে আমার জন্য পাওয়া।
ইউটিউবে টাকা উপার্জনের প্রাথমিক টিউন টি পাবেন নিচের অ্যাড্রেসে
ধন্যবাদ সবাইকে।
আমি মাইক্রো মুনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিভাবে একটি মাত্র কাজ করে ইউটিউবের সাবস্ক্রাইবার ১০ গুন বাড়াবেন দেখে নিন।
https://www.youtube.com/watch?v=bglbsU7MtmU&feature=youtu.be