ফটোশপ ছাড়াই ঝটপট বানিয়ে ফেলুন Youtube Channel Art একদম সহজে

আউটসর্সিং এর একটি অন্যতম মাধ্যম হচ্ছে ইউটিউব। অনেকেই ভাবছেন শুরু করবেন আবার অনেকে শুরু করেও দিয়েছেন। ইউটিউব চ্যানেল খোলার পর যে জিনিসটি সবচেয়ে বেশী দরকার হয় তা হচ্ছে চ্যানেলের জন্য একটি সুন্দর ক্লিপআর্ট বা ব্যানার বানানো। কিন্তু ফটশপ না জানার কারণে অনেকেই সুন্দর ক্লিপ আর্ট বানাতে পারেন না। আবার সব পিক্সেলের ইমেজকে ক্লিপ আর্ট হিসেবে ব্যবহার করাও যায় না। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সহজে ক্লিপ আর্ট তৈরির গরম গরম ভিডিও টিওটোরিয়াল। এর জন্য দরকার হবে না কোন সফটওয়ার। অনলাইনেই বানায় ফেলতে পারবেন সুন্দর সুন্দর ব্যানার। এর জন্য শুরুতেই এইখান থেকে আপনার চ্যানেলের জন্য সুন্দর একটি মানানসই টেক্সট জেনারেট করে নিন। এরপর গুগল থেকে মানান্সই একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করুন। এরপর এই লিংকে যেয়ে আমার করা ভিডিও টিউটোরিয়াল টি খুব ভালো করে ফলো করুন। আশা করি পারবেন। ভিডিও টিউটোরিয়াল:

টিপসঃ
আপনারা হয়তো খেয়াল করেছেন যে ইদানিং ইউটিউব চ্যানেল গুলো খুব বেশী সাস্পেন্ড হয়ে যাচ্ছে। আমিও আমার ৩টি চ্যানেল হারাইছি এই কয়দিনে। নিজের কন্টেন্ট হয়া সত্ত্বেও ব্যান করে দিচ্ছে চ্যানেল।আসলে ইউটিউব কোন কারণ ছাড়া তো আর এমন করে না। অবশ্যই কারণ আছে। ব্যান হওয়া থেকে বাচতে কমিউনিটি গাইডলাইন গুলো ভালো করে ফলো করুন। উলটা পাল্টা কিছু করা থেকে বিরত থাকুন আর স্প্যামিং করবেন না ইউটিউবে। ভালো থাকবেন সবাই। আরো টিপস পেতে আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাপি ইউটিউবিং...

Level 0

আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস