এখনো সময় আছে ভালো করে জানুন শিখুন এর পর কাজে নামুন। আপনার একটা ইউটিউব চ্যানেল ই আপনাকে সারাজীবন ইনকাম দেবে

"সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে"

প্রিয় টেকটিউনস এবং প্রিয় বন্ধুরা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। সবাইকে শিতের দুপুরের মিষ্টি রোদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের টিউন্স। আসলে আজকের টিউন এর বিষয় হল জেগে জেগে ঘুমানো, এবং না বুঝে লাফানো কিছু মানুষদের কিছু বুঝানো। অনেকেই দেখি ইউটিউব এ কাজ করতে ভীষণ রকম আগ্রহি কিন্তু কাজ শিখবেও না কাজ করবেও না। ভাই তাহলে কি মনে করেন টাকা কি ইউটিউব থেকে এমনি এমনি আসবে ? আর কিছু মানুষ আছে সবার কাছে প্রশ্নের ঝুরি নিয়ে হাজির হবে এরা সব কিছু চায় একদমি ফ্রি ফ্রি এবং মনে করে আমার জন্য সব তৈরি করে প্লেট এ সাজিয়ে বসে আছে। ভাই নিজের মাথা কে একটু কাজে লাগান ভাই দুনিয়া তে সবাই চায় নিজের ভালো। কেউ একজন আপনার জন্য সারাদিন বসে ত থাকবে না তাই না।

যারা যারা ইউটিউব করছেন, বা শুরু করবেন ভাবছেন, বা শুরু করে দেয়েছেন কিন্তু জানেন না আসলে কি করতে হবে। সবার জন্যই বলছি ইউটিউব এর নতুন আপডেট এর কারনে লক্ষ লক্ষ চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে। অনেকের নিজের করা ভিডিও সহ চ্যানেল সাসপেন্ড করে দিচ্ছে কারন তার সব কিছু ঠিক থাকলেও কমিউনিটি গাইডলাইন ভঙ্গের কারনে চ্যানেল হারাতে হচ্ছে। তাই নতুন পুরাতন সবাইকে বলি দয়া করে ভালো ভাবে কাজ করুন ভালো টপিক নিয়ে কাজ করুন।

সবাই ত আসেন ইনকাম এর জন্য তাই না তাহলে আজে বাজে টপিক নিয়ে কাজ করে অনেক ভিউ তে অল্প ইনকাম করে কি লাভ। এমন কিছু নিয়ে কাজ করেন যাতে ভিউ কম হলেও ইনকাম কম হবে না।

একটা উধারন দিয়ে বলি

একটা ভাই দেখলাম বাংলা কি নিয়ে জেনো কাজ করছে গ্রুপ এ টিউন করেছিল আমার ভিউ ৪ লাখ ৮০ হাজার কিন্তু আমার ইনকাম মাত্র ২১ ডলার। আমি অবাক হলাম ৪ লাখ ৮০ হাজার ভিউ এ মাত্র ২১$।

আমি একটা টিউটোরিয়াল দিলাম ভিউ হল ১২ হাজার ৬৫০ আর আমার ইনকাম হল ৩০ ডলার প্লাস।

এবার আসি কেন এ পার্থক্য

কারন হল সি পি সি   ওই ভাই এর সি পি সি রেট ছিল খুবি কম আর আমার টার সি পি সি রেট ছিল অনেক বেসি কারন আমি বাংলা ফালতু কোন টপিক নিয়ে কাজ করি নি কাজ করেছি ভালো কিছু নিয়ে। ওই ভাই এর সব ভিসিটর ছিল বাংলাদেশি আর আমার সব বাইরের।

তাই ভাবুন চিন্তা করুন এবং বুঝবার চেষ্টা করুন কোন দিকে আগাবেন যেই দিকে ভালো কাজ টাকা বেসি সেই দিকে না। খারাপ কাজ টাকা কম এবং চ্যানেল চলে যাবার ভয় আছে সেই দিকে ?

আবারো বলি কাজ বুঝুন, কাজ শিখুন, এর পর কাজে নামুন অবশ্যই সফল হবেন। ইউটিউব ই দিতে পারে আপনাকে অনেক বেসি সফলতা সৎ পথে সঠিক কাজের মাধ্যমে। তাই দেরি না করে কাজ শুরু করে দেন ২০১৭ কে বানিয়ে ফেলেন আপনার সফলতার বছর।

আমি আসলে বুঝাতে চেয়েছিলাম জেনো সবাই ভালো ভাবে কাজ করে না হলে ইউটিউব তার জন্য না। আসুন নিজের ভবিষ্যৎ এর সাথে সাথে ইউইউব এর ভবিষ্যৎ ও সুরক্ষিত করি।

সবার সুন্দর জিবনের আশায় আজকের মত এখানেই ইতি টানছি আল্লাহ্‌ হাফিজ

আমাকে পাবেন

ফেসবুক এ

আমাকে পাবেন

স্কাইপিতে  dhrubo.taraa

Level 2

আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই জরুরি লেখা, ইউটিউবারগণ এটা পড়লে উপকৃত হবেন,

@হারিস রহমান

ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য ভাইয়া , কিন্তু একার পক্ষে বা ২-৩ বা ৫০-১০০ জনের পক্ষেও সম্ভব না ১৬ কোটি মানুষ কে গাইড করা তবে আমার পোস্ট এর জন্য একজন ও যদি ভালো কাজ করে সেটাই আমার সফলতা হবে ।

আসলে আমরা বাঙ্গালি ত সব কিছুতেই সমস্যা , আপনি কারো উপকার করবেন বিনিময় এ বাঁশ খাবেন , আপনি কাইকে ফ্রি শেখাতে জাবেন সে বলবে ফ্রি তে আর কত টুকু শেখাবে , আপনি টাকা নিয়ে কোর্স করাবেন ভালো মন্দ না জেনেই একদল বলবে নতুন ধান্দা , আরেকটা দল দাম দর করতে থাকবে , আরেকটু কম হলে ভালো হত না ? এমন অনেক কিছু মানুষ কোন দিকে যাবে । আজব একটা দেশে বাস করি আমরা

Level 0

খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে এবং আগ্রহ জাগলো। আমি ইউটিউবে কাজ করতে চাই, আমি চ্যানেল খোলার নিয়ম থেকে শরু করে কোন ধরনের কাজ করছে সাড়া পাওয়া যাবে তা জানতে চাই। কিভাবে জানতে পারবো?

    ভাইয়া আমি একটা কোর্স করাই একদম ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এবং কাজ শেখানোর পরে এক সাথে কাজ করবো ভালো একটা ইনকামের জন্য । তাই যদি আমার কোর্স করতে চান করতে পারেন ১০০% ইনকাম হবে যদি ভালো ভাবে কাজ শেখেন এবং করেন

    ধন্যবাদ

want to participate the course. pls give detail address, timing etc. would be grateful.
Mail ID: [email protected]

Level 0

অনেক সুন্দর টিউন ভাই। ১ টা প্রশ্ন ভাই, আমি জানি যে বাংলাদেশে নাকি Monetization বন্ধ। সেদিন এক ভাই টিউন করে জানালো Monetization Country United States দেয়ার জন্য। তাকে এই বিষয়ে জিজ্ঞেস করায় বলল বাংলাদেশে সবাই নাকি এভাবেই কাজ করে। এটা আসলে কতটুকু সত্য…?? আর এইভাবে কাজ করলে ব্যান করে দিবেনা…???

    @Amitareq

    ভাইয়া যে এইটা বলেছে সে সত্য ই বলেছে বাংলাদেশের প্রায় সবাই ইউ এস এ , ইউ কে , ইন্ডিয়া , এমন কোন দেশ নির্বাচন করে যাদের মনিটাইজেশন আছে । আর ইউটিউব এইটা মেনেও নিয়েছে কারন বাংলাদেশে কিন্তু অ্যাডসেন্স অনুমতি আছে অনেক আগে থেকেই এর জন্য এই পদ্ধতিতে কাজ করতে হবে । আর হ্যাঁ এতে করে অ্যাকাউন্ট সাসপেন্ড
    হউয়ার কোন ভয় নেই ভাইয়া ।

Level 0

অনেক ধন্যবাদ ভাইয়া। বড় একটা কনফিউশন দুর করলেন আমার। ভাইয়া শেষ একটা বিষয়ে জানতে চেয়ে একটু বিরক্ত করি, তা হল, ইউটিউব এই বিষয়টা মেনে নিলে বাংলাদেশে তাহলে এটা অন করছেনা কেন..?? আর তাহলে মানিটাইজেশনের গুরুত্তই বা কি দাঁড়ালো…??

ভাইয়া এই বিষয়ে আমি নতুন তো, আপনার অভিজ্ঞ মতামত আশা করছি।

ছাইদুর রহমান ভাই, বাংলাদেশে ইউটিউব পার্টনারশীপ প্রোগ্রাম নেই, যারা করছে অন্য কান্ট্রি সিলেক্ট করে করছে। এটা তো ইউটিউবের পলিসি বিরোধী একটা পন্থা। বাঙালীরা যে দেদারসে এভাবে করছে, গনহারে ধরা খাবে না তো!