অাসসালামু আলাইকুম,
বন্ধুরা সবাই কেমন অাছেন, অাশাকরি ভালো অাছেন। কারন অাপনি অাছেন প্রযুক্তি সংবলিত বাংলাদেশের নাম্বার ১ কমিউনিটি টেকটিউনসের সাথে। বন্ধুরা অামার অাজকের অালোচ্য বিষয় হচ্ছে " কিভাবে অামরা ইউটিউবের সাবসক্রাইবার বাড়াবো"। বন্ধুরা সাবসক্রাইবার বাড়ানোর অনেক পদ্ধতি অাছে। অামি অাপনাদের সামনে এমন এক পদ্ধতি তুলে ধরবো যা কোনো ধরনের হ্যাকিং কিংবা অটোমেটিক সাবসক্রাইবার বাড়ানোর পদ্ধতি নয়। অটো সাবসক্রাইব দিয়ে সাবসক্রাইবার বাড়ালে অাপনার ভিডিও এর ভিউয়ার বাড়বে না কারন এতে শুধু নামমাত্র সাবসক্রাইবার বাড়বে। আপনি কোন একটিভ সাবসক্রাইবার পাবেন না। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই আপনার ইউটিউবের সাবসক্রাইবার বাড়াতে পারবেন।
সাবসক্রাইবার বাড়ালে কি লাভঃ
→ ১০০ জন সাবসক্রাইবার হলে অাপনি একটি লিংক কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ ইউটিউব অাপনাকে এমন একটি লিংক বানাতে দেবে যা দ্বারা অাপনার চ্যানেলকে খুব সহজে খুজে পাওয়া যাবে।
→ ১০০০ জন সাবসক্রাইবার হলে অাপনি ইউটিউব রেড কার্ড অপশনটা পাবেন। যার ফলে যেকোনো ভিডিও এর লোকানো টাগ বের করা সহ অনেক কাজ করতে পারবেন। এতে করে যারা চ্যানেল ব্যবহার করেন তাদের ট্যাগ দেওয়া সহজ হবে।
→ যত বেশি সাবসক্রাইবার বাড়বে অাপনার ভিডিও এর ভিউ ততো বেশি বাড়বে।
সাবসক্রাইবার বাড়ানোর কাজটা খুব সহজ কিন্তু না বুঝতে পারলে কঠিন।
★ এই পদ্ধতিতে অাপনাকে কোনো অ্যাপস ডাউনলোড দিতে হবে না শুধুমাত্র "ইউটিউবের" অ্যাপস থাকলেই চলবে।
যেভাবে যা করবেনঃ
১. ইউটিউব খুলুন
২. সার্চ বাটনে যান
৩. যেকোনো কিছু সার্চ করুন অাপনার যা ভালো লাগে
৪. এখন সর্ট এর অপশনে ক্লিক করলে "Anytime" লেখা একটা অপশন পাবেন। → "Anytime" এ ক্লিক করলে আপনি → "Last Hours" লেখা অপশনে ক্লিক করুন। যার ফলে অাপনি সর্বশেষ ১ ঘন্টার ভিডিওগুলো দেখতে পাবেন।
৫. এখন অাপনার আসল কাজ, ভিডিও গুলোর মধ্যে আপনার পছন্দের ভিডিও তে একটা টিউমেন্ট করুন। (যেমন: Good post, Nice video, Awsome)
৬. এখন ঐ একটিভ চ্যানেলটিতে সাবসক্রাইব করুন।
আশাকরি কিছুক্ষনের মধ্যেই ঐ চ্যনেলের মালিক অাপনার চ্যানেলে সাবসক্রাইব বেক করবে।
→ সাবসক্রাইব না করলে কিন্তু অাপনি বেশি সাবসক্রাইবার ফেরত পাবেন না। কারন যারা পুরনো চ্যানেল ব্যবহারকারী তারা কিন্তু সাবসক্রাইব দেখে পরে বেক দেয়।
আমি মনে করি এটাই একমাত্র পদ্ধতি যা দ্বারা অাপনি খুব সহজেই সাবসক্রাইবার বাড়াতে পারবেন। আর এই সাবসক্রাইবার গুলো কিন্তু একটিব যা অাপনার ভিউয়ার বাড়াতে সাহায্য করবে। বন্ধুরা আশাকরি সাবসক্রাইবার বাড়ানোর এই পদ্ধতিটা অাপনার ভালো লেগেছে। সবাই সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন।
আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঠিক বলেছেন ভাই, এভাবে কমেন্ট করলে সাব বাড়ে আমি জানি