আসসালামু আলাইকুম সকলকে মিষ্টি সকালের শুভেচ্ছা। এবং বুক ভরা ভালোবাসা ও অনেক বেশি শুভ আশা নিয়ে আজকের টিউন। আমি বলেছি আপনিও পারবেন ১০০% ইনাকাম করতে ইউটিউব থেকে হ্যাঁ সত্যি পারবেন। তবে অবশ্যই আপনাকে আমার দেখানো পথে কাজ করতে হবে।
কথা না বাড়িয়ে শুরু করি কর্ম পদ্ধতি
প্রথমে আপনাকে বেছে নিতে ৫ টা টপিক অনেকেই টপিক ই খুঁজে পান না তাদের জন্য
এর পর এই নাম দিয়ে ৫ টা চ্যানেল তৈরি করবেন ৫ টা চ্যানেল এই সব কিছু কমপ্লিট করে নেবেন আর অপেক্ষা করবেন অন্ততত ১-২ দিন
এর পর ৫ টা টপিক এর জন্য প্রথমে ৫ টা করে কনটেন্ট খুঁজে নেন এবং টা সংগ্রহ করুন এর পর প্রতিটা কনটেন্ট সংগ্রহ করবার পর এই কাজ গুলা করুন
এর পরে আপনাকে যা করতে হবে
এর পর ওই কনটেন্ট দিয়ে ভিডিও তৈরি করুন নিচের মত করে
চ্যানেল তৈরি করে এর পর ৫টা টপিক নিয়ে ৫ টা করে ভিডিও তৈরি করুন ৫*৫= ২৫ ভিডিও, এর পর আবারও ১০*৫ = ৫০ টা ভিডিও, এর পর, এর পর ৫*৫=২৫ ভিডিও, এর পর আবারও ১০*৫ = ৫০ তার মানে আপনার ৫ টা চ্যানেল এ ৩০ টা করে ভিডিও সর্বমোট ১৫০ টা।
এখন আসি ভিডিও তৈরি হোল প্রতিদিন প্রতিটা চ্যানেল এ ২-৩ টা করে ভিডিও আপলোড দেবেন এমন করে আপনি ১০-১৫ দিনে ভিডিও আপলোড করে ফেলতে পারবেন।
এর পর ভিডিও আপলোড হলে আপনাকে যা যা করতে হবে
আপাতত এই কাজ শেষ হলে আপনাদের একটা সময় পর থেকে ইনকাম শুরু হবে এখন আসি ইনকাম কেমন হবে
এইটা আমার একটা চ্যানেল এর ৫-৬ দিন এর ইনকামের রিপোর্ট আমার ভিডিও ৫ টা একাটা ভিডিও থেকে এই ইনকাম এখন হিসাব করি ৫ টা চ্যানেল এ ৫ টা ভিডিও যদি হিট হয় তার মানে প্রতিদিন ১$ করে ৭ দিনে ৭ $ ৫*৭ = ৩৫$ এবং ৩৫*৪ = ১৪০$ এইটা মিনিমাম হিসাব। এখন আপনাদের উপরে নির্ভর করবে আপনাদের ৩০ ভিডিও থেকে কয়টা র্যাঙ্ক করবে ভা ভিউ বেশি পাবে সেই ভাবে হিসাব করুন।
আরও অনেক কিছু বলার ও দেখানর ছিল কিন্তু সময় এর জন্য পারলাম না র এমনি যা যা বলেছি এইটাই মনে হয় না কথাও পাবেন
টিউন শেষ করবার আগে সবাইকে অনুরধ করতে চাই দয়া করে ভাই ফ্রি ফ্রি মনভাব বাদ দিয়ে কাজে নামুন আমি এত কিছু ফ্রি তে দিয়েছি এর অর্থ এই না সব ফ্রি ফ্রি ই পেয়ে যাবেন।
আরা যারা একদমি নতুন এবং সেখার প্রবল ইচ্ছা আছে তারাই কেবল আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে। আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর আগে একটু ঘুরে আসবেন আমার পেজ এ সব কিছু ভালো লাগলে এর পর আমাকে ম্যাসেজ দিতে পারেন এমনি এমনি আমার সময় নষ্ট করবেন না দয়া করে।
সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং বাংলাদেশ দলের মত আপনাদের জীবনের সফলতার কামনায় এখানেই সমাপ্তি করছি আল্লাহ্ হাফেয
স্কাইপি আইডি: dhrubo.taraa
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...
Khub sundor post