কেমন আছেন প্রযুক্তির চিরচেনা বন্ধুরা? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়াই।এবার আসি কিভাবে ওয়েবসাইট থেকে টাকা আয় করা যায় এর মূল কথায়।
আমাদের কারো না কারো একটা থেকে ততোধিক ব্লগ বা ওয়েবসাইট আছে। আমরা সবাই চাই নিজের একটা ওয়েবসাইট থাকুক। সেখানে কি কন্টেন্ট থাকবে তা না চিন্তা করেই ব্লগ বানানোর কাজে ঝাপিয়ে পড়ি। আবার ভাবি যে ব্লগ বানিয়ে টাকা আয় করব। কিন্তু কিভাবে টাকা আয় করা যায় তা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেই। এরকম হতে পারে আমাদের অনভিজ্ঞতার জন্যে।
ওকে, আমরা অভিজ্ঞ হই আর অনভিজ্ঞ হই, যে যেটাই হোক না কেন এটাই সম্ভব যে আপনার আমার ওয়েবসাইট থেকে টাকা আয় করা সম্ভব। আপনি যদি না জানেন যে কিভাবে ব্লগ থেকে টাকা আয় করা যায় তাহলে অনলাইন থেকে জেনে নিবেন যে কি কি পদ্ধতি এপ্লাই করলে টাকা আয় করা সম্ভব।
আপনার কাছে (যারা জানেন না) এটা অসম্ভব হতে পারে। কিন্তু আসলেই সম্ভব। ব্লগ থেকে আয় করতে হলে কিছু শর্ত মানতে হয়। যেমনঃ-
১। কমপক্ষে ২০-২৫ টি টিউন থাকতে হবে। সেই টিউনগুলি কপি পেস্ট হওয়া চলবেনা।
২। ৫০০ এর উপর প্রতিদিন ভিজিটর থাকতে হবে।
৩। নিয়মিত টিউনগুলি আপডেট বা নতুন টিউন করতে হবে, প্রতিদিন একটা, তা না পারলে দুই দিন বা তিন দিন পরপর একটা। তাও না পারলে সপ্তাহে একটা বা মাসে একটা। দেখুন ভাল একটা আয় করতে গেলে আপনাকে একটু কস্ট করতেই হবে। আপনার টিউনগুলি যখন জনপ্রিয় হবে অর্থাৎ গুগল থেকে যখন ভিজিটর আসা শুরু করবে তখন নাকে তেল দিয়ে ঘুমাবেন আর আরামচে টাকা আয় করবেন। আপনার ২০ টি বা তার কম অর্থাৎ যে কয়টি টিউন আছে সেগুলি এসইও করবেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে সেগুলি প্রোমোট করবেন।
৪। চেষ্টা করবেন আপনার টিউনগুলি যেন মানুষের মঙ্গলে আসে। এতে আপনার মৃত্যুর পরও জনগণ আপনাকে স্মরণ করবে।
৫। ট্রাফিক ড্রাইভ করার কোন টিউন করা যাবেনা। এখানে যদি কোন ভিজিটর আসে আর ভাল কিছু পেল না তাহলে ভিজিটর রেগে আপনার সাইট সাথে ত্যাগ করবে। এতে আপনার সাইটের বাউন্স রেট বাড়িয়ে যাবে।
যা হোক, আমাদের টার্গেট ওয়েবসাইট থেকে টাকা আয় করা, আর কিভাবে সাইটে ট্রাফিক ড্রাইভ করা যায় সেটা আমার আলোচনার বিষয় না।
আমার আলোচনার বিষয় হল যে দুটি ট্রাস্টেড ওয়েবসাইটের এড আপনার সাইটে বসানোর মাধ্যমে।
১।(ক) Popsup.neT
বিশ্বাস করুন আর নাই বা করুন আমার কাছে এই মুহূর্তে Popsup.neT এর থেকে বিশ্বস্ত সাইট আছে কিনা আমার জানা নেই। এই সাইটের মালিক হচ্ছে বগুড়া সাত মাথার এক ভাই।
১। দুনিয়ায় যেমন ভাল মানুষের অভাব নাই তেমনি খারাপ মানুষ অহরহ আছে। আর এসব মানুষ আপনার মাধ্যমে ওরা ঠিকই টাকা আয় করবে কিন্তু আপনাকে ওরা টাকা দিবেনা। আর যারা টাকা দেয়না তারাই ফেক তারাই দেশ আর সমাজের শত্রু।
২। কোন ওয়েবসাইটের ফেসবুক পেজ, টুইটার গুগল একাউন্ট আছে কিনা সেগুলো চেক করে দেখতে হবে। ফেসবুক পেজে নিয়মিত তাদের সাইট সম্পর্কে আপডেট দিচ্ছে কিনা, এগুলো খেয়াল করে দেখতে হবে।
৩। ওয়েবসাইটে payment option আছে কিনা এবং নিয়মিত পেমেন্ট দিচ্ছে কিনা।
মোটামুটি এগুলি দেখে ঐ সাইটে একাউন্ট করতে হবে।
আর popsup.net এই সাইটের কোন খারাপ দিক আপনি খুঁজে পাবেন না। আপনি নিঃসন্দেহে এদের ওয়েসাইটের এড আপনার সাইটে বসিয়ে টাকা আয় করতে পারবেন।
কিভাবে ওয়েবসাইট থেকে টাকা আয় করা যায় এ সম্পর্কিত
এদের সাইটের কিছু নিয়মাবলিঃ-
**এদের সাইট থেকে টাকা তুলতে একটু ঝামেলা আছে। আপনাকে আগে ০.৫ ডলার আয় করতে হবে। তারপর এই ডলার এপ্রুভ করাতে হবে। ওরা এপ্রুভ করলে আপনার “approve balance” এ টাকা বা ডলার আসবে। আর এপ্রুভ হয়ে গেলে ০.১৪ থেকে যেকোন পরিমান টাকা তুলতে পারবেন।
**অাপনি অাপনার সাইটের একদম উপরে অামাদের কোড বসাবেন এবং অন্য সাইটের ad এর নিচে অামাদের Ad বসাতে পারেন না।
**অাপনি অামাদের সবগুলো কোড এক সাথে একি পেজে/সাইটে বসাতে পারবেন না যে কোন একটা বসাতে হবে।
**অাপনি প্রতিদিন নিজের বসানো কোডে ক্লিক করতে পারবেন না।
**অাপনি অাপনার সাইটে কোন অটো ক্লিকের Script বসাতে পারবেন না।
**অাপনি অামাদের কোড গুলো রিনেম বা ইডিট করতে পারবেন না!
এদের এড কোড এবং কোন ডিভাইসে কত করে রেট দেয় নিচের ছবিতে ভাল করে দেখে নিন।
#এই হল আমার সবচেয়ে ট্রাস্টেড এড নেটওয়ার্ক এর বিস্তারিত আলোচনা।
২।(খ) আমার পছন্দের সাড়ির দ্বিতীয়তে আছে Adloft.NeT এর সেবা।
এই সাইটটির সেবা উপরে বর্ণিত সাইটের মতই। আমি এটা ব্যবহার করিনা। কারণ, আপনারা জানেন কিনা জানিনা যে এসব এড নেটওয়ার্ক আপনার সাইটে যেকোন একটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ব্যবহার করতে অবশ্যই পারবেন, টাকাও আয় হবে কিন্তু টাকা তুলতে গেলে আপনার একাউন্ট ব্যান করা সহ টাকা স্তগিত করে দিবে। জানেন তো অতি লোভে তাতি নষ্ট।
#আমার পরামর্শ হল, আপনি যেকোন একটার সার্ভিস নিবেন।
#একটু বাড়তি পেচালঃ একটা প্রশ্ন আমাকে করতে পারেন ভাই, মাত্র দুটি সাইট প্রোমোট করতে এতো প্যাচাল পারলেন কেন। এর পেছনে একটু কারণ আছে। কারণটা হল যে, যারা এসইও বোঝেন তারা শীঘ্রই বুঝে যাবেন আমি কেন এই টিউনটি এতো বড় করেছি। আমাকে আমার সাইটের “keyword” এর কথা মাথায় রেখে টিউনটি লিখতে হয়েছে। আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ। এসব এসইও আপনাদের কাছ থেকেই শিখেছি একমাত্র টেক্টিটিউনেসের মাধ্যমে। টেক্টিউনস আমাকে অনেক কিছু দিয়েছে। হয়তবা এই সাইট না থাকলে আমার এতো কিছু জানা হয়ে উঠত না। টেক্টিউনসের সাথে যারা জড়িয়ে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ।
টিউনটি ভাল লেগে থাকলে বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে শেয়ার করবেন। নিজের সৃজনশীলতা বৃদ্ধিতে একটু সময় নিয়ে নিজের সাইটের জন্য নিজেই টিউন লেখার চেষ্টা করুন। এতে আপনারই মঙ্গল। আর চেষ্টা করবেন টিউনটি যেন ৫০০ থেকে ততোধিক শব্দে লেখা। অন্যের লেখা কপি করা থেকে দূরে থাকুন।
সৌজন্যে আমার সাইটে
আমি মোঃ জিল্লুর রহমান। Credit Checking Cum-Sayerat Assistant, ICT Section, DC Office, Naogaon., Naogaon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Md.Zillur Rahman, born in 1991, is one of the first children of two children in a small family consists of five members. Born in a poor family, I face a very miserable condition from outset of my bringing up until maturity. Being a very depraved child in the poor family...
payment proof dekhan